ETV Bharat / state

নিজ়ামউদ্দিন ফেরত ভাটপাড়ার 10 জনকে পাঠানো হল বেলেঘাটা ID-তে - covid 19

ভাটপাড়া- কাঁকিনাড়ার তিন নম্বর গলির 10 জন দিল্লির নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিতে গিয়েছিলেন। গতকাল রাতে বাড়ি ফিরেছেন তাঁরা ।

নিজ়ামউদ্দিন
নিজ়ামউদ্দিন
author img

By

Published : Apr 2, 2020, 4:31 PM IST

Updated : Apr 2, 2020, 7:53 PM IST

ভাটপাড়া, 2 এপ্রিল : দিল্লির নিজ়়ামউদ্দিন এলাকায় ধর্মীয় সভায় যোগ দেওয়া অনেকের শরীরে ইতিমধ্যেই COVID19-র সন্ধান মিলেছে । মৃত্যুও হয়েছে কয়েকজনের । অনেকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন একাধিক রাজ্যে । এবার ভাটপাড়া থেকে সেরকমই 10 জনকে চিহ্নিত করে পাঠানো হল বেলেঘাটা ID-তে ।

নিজ়়ামউদ্দিনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তৎপর হয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর । সেদিনের অনুষ্ঠানে রাজ্যের কারা উপস্থিত ছিলেন তা খোঁজার কাজ শুরু হয়েছে । ইতিমধ্যে জেলায় জেলায় অনেকের খোঁজ পাওয়া গেছে । অনেককেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ।

ভাটপাড়া- কাঁকিনাড়ার তিন নম্বর গলির 10 জন দিল্লির নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিতে গিয়েছিলেন। গতকাল রাত ন'টা নাগাদ তাঁরা বাড়ি ফিরেছেন। এই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ । তারপর ওই 10 জন ও তাঁদের পরিবারের সদস্যদের ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও স্বাস্থ্য পরীক্ষায় কোরোনার কোনও উপসর্গ পাওয়া যায়নি।

প্রথমে সিদ্ধান্ত হয়, এই 10 জনকে কোয়ারান্টাইনে রাখা হবে । কিন্তু সংক্রমণের ভয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি স্থানীয় প্রশাসন। পরে প্রশাসন ও পুলিশের তরফে আজ সকাল ১১টা নাগাদ তাঁদের বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাটপাড়া, 2 এপ্রিল : দিল্লির নিজ়়ামউদ্দিন এলাকায় ধর্মীয় সভায় যোগ দেওয়া অনেকের শরীরে ইতিমধ্যেই COVID19-র সন্ধান মিলেছে । মৃত্যুও হয়েছে কয়েকজনের । অনেকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন একাধিক রাজ্যে । এবার ভাটপাড়া থেকে সেরকমই 10 জনকে চিহ্নিত করে পাঠানো হল বেলেঘাটা ID-তে ।

নিজ়়ামউদ্দিনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই তৎপর হয় রাজ্যের স্বাস্থ্য দপ্তর । সেদিনের অনুষ্ঠানে রাজ্যের কারা উপস্থিত ছিলেন তা খোঁজার কাজ শুরু হয়েছে । ইতিমধ্যে জেলায় জেলায় অনেকের খোঁজ পাওয়া গেছে । অনেককেই কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ।

ভাটপাড়া- কাঁকিনাড়ার তিন নম্বর গলির 10 জন দিল্লির নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিতে গিয়েছিলেন। গতকাল রাত ন'টা নাগাদ তাঁরা বাড়ি ফিরেছেন। এই খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ । তারপর ওই 10 জন ও তাঁদের পরিবারের সদস্যদের ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । যদিও স্বাস্থ্য পরীক্ষায় কোরোনার কোনও উপসর্গ পাওয়া যায়নি।

প্রথমে সিদ্ধান্ত হয়, এই 10 জনকে কোয়ারান্টাইনে রাখা হবে । কিন্তু সংক্রমণের ভয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি স্থানীয় প্রশাসন। পরে প্রশাসন ও পুলিশের তরফে আজ সকাল ১১টা নাগাদ তাঁদের বেলেঘাটা ID হাসপাতালে পাঠানো হয়েছে।

Last Updated : Apr 2, 2020, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.