ETV Bharat / state

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জওয়ানের মৃত্যু - The soldier died after being electrocuted in Mangal Court

তাঁবুর লোহার দণ্ড বিদ্যুতের তারের সংস্পর্শে হওয়ায় তাপস বিদ্যুৎস্পৃষ্ট হন।

purba bardhaman
purba bardhaman
author img

By

Published : Nov 12, 2020, 10:30 PM IST

মঙ্গলকোট, 12 নভেম্বর : সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হল তাপস ঘোষ(23) নামে এক যুবকের। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কুলসোনা গ্রামের বাসিন্দা ওই জওয়ান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে BSF-এ যোগদান করেন তাপস ঘোষ। বর্তমানে তিনি পঞ্জাবে কর্মরত ছিলেন। সেখানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। গতকাল গভীর রাতে তাঁর মরদেহ গ্রামে নিয়ে আসেন জওয়ানরা। যুবকের মৃত্যুতে শোকে ছায়া নেমে এসেছে গ্রামে।

মৃত জওয়ানের বাবা হৃদয় ঘোষ বলেন, তাঁর ছেলে যে তাঁবুতে ছিল সেই তাঁবুর লোহার দণ্ড বিদ্যুতের তারের সংস্পর্শে হওয়ায় তাপস বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । গতকাল গভীর রাতে BSF-র পক্ষ থেকে কফিনবন্দী দেহ গ্রামে আনা হয়।

মঙ্গলকোট, 12 নভেম্বর : সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় অস্বাভাবিক মৃত্যু হল তাপস ঘোষ(23) নামে এক যুবকের। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কুলসোনা গ্রামের বাসিন্দা ওই জওয়ান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দেড়েক আগে BSF-এ যোগদান করেন তাপস ঘোষ। বর্তমানে তিনি পঞ্জাবে কর্মরত ছিলেন। সেখানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। গতকাল গভীর রাতে তাঁর মরদেহ গ্রামে নিয়ে আসেন জওয়ানরা। যুবকের মৃত্যুতে শোকে ছায়া নেমে এসেছে গ্রামে।

মৃত জওয়ানের বাবা হৃদয় ঘোষ বলেন, তাঁর ছেলে যে তাঁবুতে ছিল সেই তাঁবুর লোহার দণ্ড বিদ্যুতের তারের সংস্পর্শে হওয়ায় তাপস বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । গতকাল গভীর রাতে BSF-র পক্ষ থেকে কফিনবন্দী দেহ গ্রামে আনা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.