বিধাননগর, 10 এপ্রিল : পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাসের পরিবার পেল ফ্ল্যাট। গতকাল এর কাগজপত্র হস্তান্তর করে CREDAI নামে একটি বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থা।
14 ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন দেশের 40 জন CRPF জওয়ান। এরমধ্যে ছিলেন নদিয়ার দুই বাসিন্দা CRPF-এর 35 ব্যাটেলিয়নের বাবলু সাঁতরা এবং 98 ব্যাটেলিয়নের সুদীপ বিশ্বাস। পুলওয়ামায় ঘটনার পরেই সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে আসে দেশের বিভিন্ন বেসরকারি সংস্থা। তবে প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি। একমাত্র ব্যতিক্রম বাংলা, এই দাবি করলেন CRPF-এর ইনস্পেক্টর জেনেরাল এস রবিন্দ্রন। গতকাল শহিদদের জন্য সাহায্য উপলক্ষ্যে সল্টলেকের CRPF-এর কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে IG বলেন, "পুলওয়ামায় দুর্ঘটনার পর বাংলার শহিদদের বাসস্থান দেওয়ার প্রতিশ্রুতি দেয় CREDAI নামে একটি বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থা। আজ সেই প্রতিশ্রুতি অনুযায়ী শহিদ জওয়ান বাবলু সাঁতরার স্ত্রী এবং সুদীপ বিশ্বাসের মায়ের হাতে দুই ঘর বিশিষ্ট একটি করে ফ্ল্যাটের কাগজপত্র হস্তান্তর করা হল।"
অনুষ্ঠান মঞ্চ থেকে CRPF-এর IG সকলকে অনুরোধ করেন, "মৃত্যুর পরে নয়, জীবিত অবস্থাতেও যেন CRPF জওয়ানদের সমান সন্মান দেওয়া হয়। রাস্তায় কোনও উর্দি পরিহিত জওয়ান দেখলে তাঁকে হাত জোড় করে যেন ধন্যবাদ জানানো হয়।" তিনি বলেন, "আমি বিশ্বাস করি মানুষ যদি জওয়ানদের ধন্যবাদ জানায় তবে জওয়ানরাও সর্বসময় তাদের সুরক্ষায় জীবন দিতে প্রস্তুত থাকবে, এবং আত্মবিশ্বাস বাড়বে।"
এই বিষয়ে শহিদ সুদীপ বিশ্বাসের মা মমতা বিশ্বাস বলেন, "কৃষ্ণনগরে ফ্ল্যাট দেওয়া হবে জানতাম। ভালোই হল ফ্ল্যাট পেয়ে। তবে ছেলে তো আর ফিরবে না। আর কী বলব বলুন। শহরে আসতে বলা হয়েছিল আমাদের। কিন্তু আমাদের ওখানে জমি জায়গা আছে। ওটাই আমাদের সম্বল।"