ETV Bharat / state

এলাকায় জমে জল, দুর্ভোগে রায়গঞ্জের 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

নিকাশি ব্যবস্থা নেই । জমা জলের জেরে দুর্ভোগে পড়েছেন রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ।

Problem of stagnant water
Problem of stagnant water
author img

By

Published : Oct 6, 2020, 2:53 PM IST

রায়গঞ্জ, 6 অক্টোবর : দিন কয়েক আগেই বৃষ্টি থেমেছে । কিন্তু নিকাশি ব্যবস্থা না থাকায় এলাকায় জল জমে চরম দুর্ভোগে পড়েছেন রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নোংরা, পচা জল জমে থাকায় ছড়াচ্ছে দূষণ । বাড়ছে জলবাহিত রোগের প্রাদুর্ভাব । এই পরিস্থিতিতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে বাসিন্দাদের বিভিন্ন ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।

নিকাশি ব্যবস্থা না থাকায় রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের রাজীব কলোনি, নেতাজি সুভাষ কলোনি সহ কয়েকটি এলাকায় বৃষ্টির জল জমে রয়েছে । প্রায় দু'সপ্তাহ ধরে জমা জলে আটকে দক্ষিণ বীরনগর এলাকার কয়েকশো পরিবার । শুধু এলাকার রাস্তাঘাট নয়, বাড়ির ভিতরেও নোংরা জল জমে রয়েছে । একে তো দুর্গন্ধ ছড়াচ্ছে তার উপর মশার উপদ্রব বাড়ছে ।

এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস । তাঁর উদ্যোগে স্থানীয় মর্নিং গার্লস হাইস্কুল ও বীণাপাণি প্রাইমারি স্কুলে দু'টি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে । জলবন্দী বাসিন্দাদের ওই ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।

তপনবাবু বলেন, শহরের সমস্ত জল শ্মশান কলোনির একটি ক্যানেল এবং দেবীনগরে একটি সেতুর নীচ দিয়ে গিয়ে কুলিক নদীতে পড়ত । কিন্তু এখন সেখান দিয়ে বের হতে না পারায় জল জমছে এলাকায় ।

রায়গঞ্জ, 6 অক্টোবর : দিন কয়েক আগেই বৃষ্টি থেমেছে । কিন্তু নিকাশি ব্যবস্থা না থাকায় এলাকায় জল জমে চরম দুর্ভোগে পড়েছেন রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা । ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নোংরা, পচা জল জমে থাকায় ছড়াচ্ছে দূষণ । বাড়ছে জলবাহিত রোগের প্রাদুর্ভাব । এই পরিস্থিতিতে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে বাসিন্দাদের বিভিন্ন ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।

নিকাশি ব্যবস্থা না থাকায় রায়গঞ্জ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের রাজীব কলোনি, নেতাজি সুভাষ কলোনি সহ কয়েকটি এলাকায় বৃষ্টির জল জমে রয়েছে । প্রায় দু'সপ্তাহ ধরে জমা জলে আটকে দক্ষিণ বীরনগর এলাকার কয়েকশো পরিবার । শুধু এলাকার রাস্তাঘাট নয়, বাড়ির ভিতরেও নোংরা জল জমে রয়েছে । একে তো দুর্গন্ধ ছড়াচ্ছে তার উপর মশার উপদ্রব বাড়ছে ।

এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ওয়ার্ডের কাউন্সিলর তপন দাস । তাঁর উদ্যোগে স্থানীয় মর্নিং গার্লস হাইস্কুল ও বীণাপাণি প্রাইমারি স্কুলে দু'টি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে । জলবন্দী বাসিন্দাদের ওই ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।

তপনবাবু বলেন, শহরের সমস্ত জল শ্মশান কলোনির একটি ক্যানেল এবং দেবীনগরে একটি সেতুর নীচ দিয়ে গিয়ে কুলিক নদীতে পড়ত । কিন্তু এখন সেখান দিয়ে বের হতে না পারায় জল জমছে এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.