ETV Bharat / sports

উদ্বোধনের পরই ধূলিসাৎ ! মোহনবাগানের মার্চেন্ডাইজ শপ গুঁড়িয়ে দিল সেনাবাহিনী - MOHUN BAGAN MERCHANDISE SHOP

বিশ্বকাপের সময় ইডেনে তৈরি স্পেশাল বক্স, ইস্টবেঙ্গলে তৈরি হওয়া শৌচালয় সবই সেনাবাহিনীর রোষানলে । এবার তাতে নয়া সংযোজন মোহনবাগানের মার্চেন্ডাইজ শপ ।

Army Demolish Mohun Bagan Merchandise Shop
মোহনবাগানের মার্চেন্ডাইজ শপ গুঁড়িয়ে দিল সেনাবাহিনী (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 15, 2024, 3:08 PM IST

কলকাতা, 15 নভেম্বর: ঘটা করে মার্চেন্টাইজ শপ উদ্বোধনের আটচল্লিশ ঘণ্টার মধ্যে তা ভূলুন্ঠিত । মোহনবাগান ক্লাবের স্যুভেনিয়র শপ ভেঙে দিল সেনাবাহিনী । শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে । সেই সময় ক্লাবে কোনও পদাধিকারী ছিলেন না । কার্যত চুপিসারে এসে এই ভাঙার কাজটি করে সেনাবাহিনী । এমনকী মাঠের ভেতর যে বিজ্ঞাপনের হোর্ডিংগুলি ছিল, তাও ভেঙে দেওয়া হয়েছে ।

ক্লাবে এই কাণ্ড ঘটছে শুনে ছুটে আসেন এক আধা-কর্মকর্তা । তিনিও পুরো ঘটনা দেখে হতবাক হয়ে যান । কেন এই ঘটনা সেই ব্যাখ্যা তাঁর কাছেও নেই । ময়দানে কোনও নির্মাণকেই থিতু হতে দিচ্ছে না সেনাবাহিনী । বিশ্বকাপের সময় ইডেনে তৈরি স্পেশাল বক্স, ইস্টবেঙ্গলে তৈরি হওয়া শৌচালয় সবই সেনাবাহিনীর রোষানলে । এবার তাতে নয়া সংযোজন মোহনবাগানের মার্চেন্ডাইজ শপ ।

উদ্বোধনের পরই ধূলিসাৎ ! (ইটিভি ভারত)

বাণিজ্যে বসতি লক্ষ্মী’, এই প্রবাদকে সঙ্গী করে বাণিজ্যকরণে পা বাড়াল মোহনবাগান । ছাতা, টুপি, গেঞ্জি থেকে শুরু করে জলের বোতল এবং আরও অনেক কিছু মার্চেন্ডাইজ করার সিদ্ধান্ত নিল সবুজ-মেরুন । উদ্দেশ্য মোহনবাগানের স্মারক যাতে আগত দর্শনার্থী, সদস্য-সমর্থকরা সংগ্রহে রাখতে পারেন । ভবিষ্যতে মার্চেন্ডাইজের তালিকায় আরও অনেক কিছু যোগ হবে বলেও জানিয়েছেন বাগান সচিব ।

শহরের চার দিকে মোহনবাগান মার্চেন্ডাইজ শপ খোলা হবে । ইতিমধ্যে ক্লাবে একটি শপ খোলা হয়েছে । সেখান থেকে বিক্রিও শুরু হয়েছে । মোহনবাগান সচিব নিজে সেই মার্চেন্ডাইজ শপ ঘুরে দেখেছেন । প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে সেটি খোলা হবে । বন্ধ সাড়ে ছ’টায় । সমর্থকরা বলছেন, মোহনবাগানের স্মারক নেওয়ার ইচ্ছে বহুদিনের । যা এতদিনে পূরণ হল । দেবাশিস দত্ত জানিয়েছেন, এই স্মারক সংগ্রহ করতে পকেটে টান পড়বে না । অথচ যাবতীয় সুন্দর ভাবনায় সেনাবাহিনীর ধাক্কা ।

আরও পড়ুন

কলকাতা, 15 নভেম্বর: ঘটা করে মার্চেন্টাইজ শপ উদ্বোধনের আটচল্লিশ ঘণ্টার মধ্যে তা ভূলুন্ঠিত । মোহনবাগান ক্লাবের স্যুভেনিয়র শপ ভেঙে দিল সেনাবাহিনী । শুক্রবার সকালে এই ঘটনাটি ঘটে । সেই সময় ক্লাবে কোনও পদাধিকারী ছিলেন না । কার্যত চুপিসারে এসে এই ভাঙার কাজটি করে সেনাবাহিনী । এমনকী মাঠের ভেতর যে বিজ্ঞাপনের হোর্ডিংগুলি ছিল, তাও ভেঙে দেওয়া হয়েছে ।

ক্লাবে এই কাণ্ড ঘটছে শুনে ছুটে আসেন এক আধা-কর্মকর্তা । তিনিও পুরো ঘটনা দেখে হতবাক হয়ে যান । কেন এই ঘটনা সেই ব্যাখ্যা তাঁর কাছেও নেই । ময়দানে কোনও নির্মাণকেই থিতু হতে দিচ্ছে না সেনাবাহিনী । বিশ্বকাপের সময় ইডেনে তৈরি স্পেশাল বক্স, ইস্টবেঙ্গলে তৈরি হওয়া শৌচালয় সবই সেনাবাহিনীর রোষানলে । এবার তাতে নয়া সংযোজন মোহনবাগানের মার্চেন্ডাইজ শপ ।

উদ্বোধনের পরই ধূলিসাৎ ! (ইটিভি ভারত)

বাণিজ্যে বসতি লক্ষ্মী’, এই প্রবাদকে সঙ্গী করে বাণিজ্যকরণে পা বাড়াল মোহনবাগান । ছাতা, টুপি, গেঞ্জি থেকে শুরু করে জলের বোতল এবং আরও অনেক কিছু মার্চেন্ডাইজ করার সিদ্ধান্ত নিল সবুজ-মেরুন । উদ্দেশ্য মোহনবাগানের স্মারক যাতে আগত দর্শনার্থী, সদস্য-সমর্থকরা সংগ্রহে রাখতে পারেন । ভবিষ্যতে মার্চেন্ডাইজের তালিকায় আরও অনেক কিছু যোগ হবে বলেও জানিয়েছেন বাগান সচিব ।

শহরের চার দিকে মোহনবাগান মার্চেন্ডাইজ শপ খোলা হবে । ইতিমধ্যে ক্লাবে একটি শপ খোলা হয়েছে । সেখান থেকে বিক্রিও শুরু হয়েছে । মোহনবাগান সচিব নিজে সেই মার্চেন্ডাইজ শপ ঘুরে দেখেছেন । প্রতিদিন বিকেল সাড়ে চারটে থেকে সেটি খোলা হবে । বন্ধ সাড়ে ছ’টায় । সমর্থকরা বলছেন, মোহনবাগানের স্মারক নেওয়ার ইচ্ছে বহুদিনের । যা এতদিনে পূরণ হল । দেবাশিস দত্ত জানিয়েছেন, এই স্মারক সংগ্রহ করতে পকেটে টান পড়বে না । অথচ যাবতীয় সুন্দর ভাবনায় সেনাবাহিনীর ধাক্কা ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.