ETV Bharat / state

রোগীমৃত্যুতে চিকিৎসকদের মারধরের অভিযোগ, গ্রেপ্তার 2

author img

By

Published : Nov 12, 2019, 11:15 AM IST

রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ পুরুলিয়া সদর হাসপাতালে। চিকিৎসকদের মারধর ও নার্সদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। গ্রেপ্তার মৃত প্রণব রায়ের ছেলে ও ভাইপো।

ছবি

পুরুলিয়া , 12 নভেম্বর : চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে উত্তেজনা পুরুলিয়া সদর হাসপাতালে ৷ ঘটনার পর চিকিৎসকদের সঙ্গে বচসা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক ৷

আজ ভোরের দিকে মৃত্যু হয় প্রণব রায় (72) নামে এক বৃদ্ধের ৷ তিনি পুরুলিয়া 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন ৷ গ্রেপ্তার হওয়া ওই দুই যুবকের মধ্যে একজন মৃতের ছেলে কৃষ্ণেন্দু রায় ও অন্যজন ভাইপো রাহুল রায় ৷ অভিযোগ, তাঁরা দু'জন কর্মরত চিকিৎসকদের কাজে বাধা দিয়েছেন ও মারধর করেছেন ৷ এর পাশাপাশি নার্সদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে ৷ ঘটনায় আজ ভোরে তাঁদের গ্রেপ্তার করে পুরুলিয়া সদর থানার পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়ছে ৷ আজ তাঁদের তোলা হবে পুরুলিয়া জেলা আদালতে ৷ এদিকে এই ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে হাসপাতাল ৷

গতকাল রাতে শ্বাসকষ্ট জনিত অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে আনা হয় প্রণব রায়কে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ICU-তে ভরতি করা হয় ৷ সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷ এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয় মৃতের পরিবার l ঘটনায় চিকিৎসকদের মারধর করা হয় এবং কর্মরত সেবিকাদের সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে সদর থানার পুলিশ গিয়ে মৃতের ছেলে ও ভাইপোকে গ্রেপ্তার করে ৷

পুরুলিয়া , 12 নভেম্বর : চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে উত্তেজনা পুরুলিয়া সদর হাসপাতালে ৷ ঘটনার পর চিকিৎসকদের সঙ্গে বচসা ও মারধরের অভিযোগে গ্রেপ্তার দুই যুবক ৷

আজ ভোরের দিকে মৃত্যু হয় প্রণব রায় (72) নামে এক বৃদ্ধের ৷ তিনি পুরুলিয়া 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন ৷ গ্রেপ্তার হওয়া ওই দুই যুবকের মধ্যে একজন মৃতের ছেলে কৃষ্ণেন্দু রায় ও অন্যজন ভাইপো রাহুল রায় ৷ অভিযোগ, তাঁরা দু'জন কর্মরত চিকিৎসকদের কাজে বাধা দিয়েছেন ও মারধর করেছেন ৷ এর পাশাপাশি নার্সদের সঙ্গে দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে ৷ ঘটনায় আজ ভোরে তাঁদের গ্রেপ্তার করে পুরুলিয়া সদর থানার পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়ছে ৷ আজ তাঁদের তোলা হবে পুরুলিয়া জেলা আদালতে ৷ এদিকে এই ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়েছে হাসপাতাল ৷

গতকাল রাতে শ্বাসকষ্ট জনিত অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে আনা হয় প্রণব রায়কে ৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ICU-তে ভরতি করা হয় ৷ সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তাঁর ৷ এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয় মৃতের পরিবার l ঘটনায় চিকিৎসকদের মারধর করা হয় এবং কর্মরত সেবিকাদের সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ ৷ খবর পেয়ে ঘটনাস্থানে সদর থানার পুলিশ গিয়ে মৃতের ছেলে ও ভাইপোকে গ্রেপ্তার করে ৷

Intro:পুরুলিয়া : চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু অভিযোগে উত্তাল পুরুলিয়া সদর হাসপাতাল l ঘটনার পরই চিকিৎসকদের সঙ্গে বচসা ও মারধরের অভিযোগে গ্রেফতার দুই যুবক l ঘটনা আজ ভোর রাতের l মৃত প্রৌঢ়ার নাম প্রণব রায় (72) l পুরুলিয়া শহরের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি l গ্রেফতার দুই যুবকের নাম মৃত্যু প্রণব রায়ের ছেলে কৃষ্ণেন্দু রায় ও ভাইপো রাহুল রায় l তাদের বিরুদ্ধে কর্মরত চিকিৎসকদের কাজে বাধা ও মারধরের অভিযোগ, কর্মরত সেবিকাদের দুর্ব্যবহারের অভিযোগে রয়েছে l ঘটনায় আজ ভোর রাতেই গ্রেফতার করে পুরুলিয়া সদর থানার পুলিশ l তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ l আজ তাদের তোলা হবে পুরুলিয়া জেলা আদালতে l এদিকে এই ঘটনার পর কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাসপাতাল lBody:জানা যায়, গতকাল রাতে শ্বাসকষ্ট জনিত অবস্থায় পুরুলিয়া সদর হাসপাতালে আনা হয় প্রণব রায়কে l তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ICU তে ভর্তি করা হয় l সেখানেই চিকিৎসারত অবস্থায় আজ ভোর রাতে মৃত্যু হয় তাঁর l এরপরই চিকিৎসকদের গাফিলতির অভিযোগ তুলে বচসায় বাধে তার ছেলে ও ভাইপো l ঘটনায় চিকিৎসকদের মারধর করা হয় এবং কর্মরত সেবিকাদের সাথে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ l খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানার পুলিশ গিয়ে প্রৌঢ়ার ছেলে ও ভাইপোকে গ্রেফতার করে পুলিশ lConclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.