ETV Bharat / state

Two Boys Died: পাখির বাচ্চা বের করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু 2 বালকের - পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল

মাটি চাপা পড়ে মর্মান্তিক মত্য়ু দুই বালকের ৷ বৃহস্পতিবার পুরুলিয়ার ফুসড়াটাড় গ্রামের ঘটনা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
পুরুলিয়ায় মাটি চাপা পড়ে মৃত্যু দুই বালকের
author img

By

Published : Jun 30, 2023, 3:50 PM IST

পুরুলিয়া, 30 জুন: মাঠে গরু চরাতে গিয়ে বড় গর্ত দেখতে পেয়েছিল দুই পড়ুয়া ৷ কৌতূহল বশত সেই গর্তের সামনে যেতেই দেখতে পায় সেখানে মাছরাঙা পাখির বাচ্চা রয়েছে ৷ সেই বাচ্চাগুলিকে বের করতে গিয়েই বিপত্তি বাঁধে ৷ মাটি চাপা পড়ে মৃত্যু হয় ওই দুই বালকের ৷ পুরুলিয়ার আড়শা থানা এলাকার ফুসড়াটাড় গ্রামে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ৷ মৃত দুই বালকের নাম সনৎ বাস্কে (14) ও মহেশ্বর হেমব্রম (10) ৷ এর মধ্যে মহেশ্বর মুদালী উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং সনৎ ওই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণির পড়ুয়া ছিল ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ফুসড়াটাড় গ্রাম থেকে একটু দূরে গরু চড়াতে গিয়ে খেলা করছিল চার বালক ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খেলতে খেলতে বাচ্চাদের চোখে পড়ে মাঠের মধ্যে কয়েকটি জায়গায় মাটির মধ্যে গর্ত রয়েছে ৷ সেই গর্ত থেকে মাছরাঙা পাখির বাচ্চা বের করার চেষ্টা করছিল ৷ তখনই তদের উপর মাটির চাঁই পড়ে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাটি অপর দুই বালকের চোখে পড়তেই তারা গ্রামে গিয়ে পরিবারের লোকজনদের কাছে খবর দেয় ৷ পরিবারের লোকজন এসে ওই দুই বালককে উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় ৷ প্রাথমিক পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মহেশ্বরকে মৃত ঘোষণা করেন । পরে সন্ধ্যা নাগাদ চিকিৎসা চলাকালীন আরেক বালক সনৎ-এর মৃত্যু হয় ।

আরও পড়ুন: উত্তরবঙ্গ মেডিক্যালে ফের শিশু মৃত্যু, ফিরল অ্যাডিনো আতঙ্ক

এদিন মৃত বালকের পরিবারের সদস্যরা জানান, গবাদি পশু নিয়ে মাঠে যাওয়ার সময় নদীর পাড়ে খেলা করছিল ছেলেগুলি ৷ কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না । সব কিছু এক লহমায় শেষ হয়ে গেল ৷ এদিন ঘটনার পর ঘটনাস্থলে তদন্তে যান আড়শা থানার পুলিশ আধিকারিকরা । দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

পুরুলিয়া, 30 জুন: মাঠে গরু চরাতে গিয়ে বড় গর্ত দেখতে পেয়েছিল দুই পড়ুয়া ৷ কৌতূহল বশত সেই গর্তের সামনে যেতেই দেখতে পায় সেখানে মাছরাঙা পাখির বাচ্চা রয়েছে ৷ সেই বাচ্চাগুলিকে বের করতে গিয়েই বিপত্তি বাঁধে ৷ মাটি চাপা পড়ে মৃত্যু হয় ওই দুই বালকের ৷ পুরুলিয়ার আড়শা থানা এলাকার ফুসড়াটাড় গ্রামে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ৷ মৃত দুই বালকের নাম সনৎ বাস্কে (14) ও মহেশ্বর হেমব্রম (10) ৷ এর মধ্যে মহেশ্বর মুদালী উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং সনৎ ওই বিদ্যালয়েরই অষ্টম শ্রেণির পড়ুয়া ছিল ৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ফুসড়াটাড় গ্রাম থেকে একটু দূরে গরু চড়াতে গিয়ে খেলা করছিল চার বালক ৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খেলতে খেলতে বাচ্চাদের চোখে পড়ে মাঠের মধ্যে কয়েকটি জায়গায় মাটির মধ্যে গর্ত রয়েছে ৷ সেই গর্ত থেকে মাছরাঙা পাখির বাচ্চা বের করার চেষ্টা করছিল ৷ তখনই তদের উপর মাটির চাঁই পড়ে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাটি অপর দুই বালকের চোখে পড়তেই তারা গ্রামে গিয়ে পরিবারের লোকজনদের কাছে খবর দেয় ৷ পরিবারের লোকজন এসে ওই দুই বালককে উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় ৷ প্রাথমিক পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মহেশ্বরকে মৃত ঘোষণা করেন । পরে সন্ধ্যা নাগাদ চিকিৎসা চলাকালীন আরেক বালক সনৎ-এর মৃত্যু হয় ।

আরও পড়ুন: উত্তরবঙ্গ মেডিক্যালে ফের শিশু মৃত্যু, ফিরল অ্যাডিনো আতঙ্ক

এদিন মৃত বালকের পরিবারের সদস্যরা জানান, গবাদি পশু নিয়ে মাঠে যাওয়ার সময় নদীর পাড়ে খেলা করছিল ছেলেগুলি ৷ কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল কিছুই বুঝতে পারছি না । সব কিছু এক লহমায় শেষ হয়ে গেল ৷ এদিন ঘটনার পর ঘটনাস্থলে তদন্তে যান আড়শা থানার পুলিশ আধিকারিকরা । দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.