ETV Bharat / state

Death In Purulia : পুরুলিয়ায় জলে ডুবে তিন জনের মৃত্যু

পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত জিলিং গ্রামে জলে ডুবে মৃত্যু 3 নাবালকের ৷ চান করতে গিয়ে তিন জন পুকুরে ডুবে গিয়ে মারা যায় (Death In Purulia)।

Death In Purulia
পুরুলিয়ায় জলে ডুবে তিন জনের মৃত্যু
author img

By

Published : Apr 15, 2022, 10:15 PM IST

পুরুলিয়া, 15 এপ্রিল : বছরের প্রথম দিনেই বিপত্তি ৷ জলে ডুবে মৃত্যু হল 3 নাবালকের ৷ ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত জিলিং গ্রামে (Death In Purulia)৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷ জানা যায়, একসঙ্গে চান করতে গিয়ে তিন জন পুকুরে ডুবে গিয়ে মারা যায়। তিন জনের নাম শাহিদ মোমিন, আমানুন মোমিন, সফিক মোমিন ৷ জিলিং গ্রামের মোমিন পাড়া এলাকায় এদের বাড়ি ৷

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, তিন জন এক সঙ্গে চান করতে গিয়ে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে ৷ খবর পায় তারা তিন জন পুকুরে ডুবে গিয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করলে পুকুরে তলিয়ে যাওয়া অবস্থায় তিন জনকে পাওয়া যায়।

আরও পড়ুন : মুর্শিদাবাদের একসঙ্গে জলে ডুবে মৃত্যু 5 শিশুর

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে উদ্ধার করে বাঘমুন্ডি থানার পুলিশ। তাদের উদ্ধার করে বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পরে তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়ায় দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

পুরুলিয়া, 15 এপ্রিল : বছরের প্রথম দিনেই বিপত্তি ৷ জলে ডুবে মৃত্যু হল 3 নাবালকের ৷ ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত জিলিং গ্রামে (Death In Purulia)৷ ঘটনায় এলাকায় শোকের ছায়া ৷ জানা যায়, একসঙ্গে চান করতে গিয়ে তিন জন পুকুরে ডুবে গিয়ে মারা যায়। তিন জনের নাম শাহিদ মোমিন, আমানুন মোমিন, সফিক মোমিন ৷ জিলিং গ্রামের মোমিন পাড়া এলাকায় এদের বাড়ি ৷

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, তিন জন এক সঙ্গে চান করতে গিয়ে দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় বাড়ির লোক খোঁজাখুঁজি শুরু করে ৷ খবর পায় তারা তিন জন পুকুরে ডুবে গিয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করলে পুকুরে তলিয়ে যাওয়া অবস্থায় তিন জনকে পাওয়া যায়।

আরও পড়ুন : মুর্শিদাবাদের একসঙ্গে জলে ডুবে মৃত্যু 5 শিশুর

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে উদ্ধার করে বাঘমুন্ডি থানার পুলিশ। তাদের উদ্ধার করে বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। পরে তিন জনের দেহ ময়নাতদন্তের জন্য পুরুলিয়ায় দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.