ETV Bharat / state

স্কুলে নেই শিক্ষক, জল থাকে না শৌচালয়ে ; বিক্ষোভ পড়ুয়াদের

স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে বিক্ষোভে সামিল পড়ুয়া ও অভিভাবকরা । আজ সকালে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয় পড়ুয়া ও অভিভাবকরা ।

স্কুলের গেটের সামনে পড়ুয়াদের বিক্ষোভ
author img

By

Published : Jul 8, 2019, 12:02 PM IST

Updated : Jul 8, 2019, 12:23 PM IST

পুরুলিয়া, 8 জুলাই : বেহাল পরিকাঠামোর উন্নয়ন ও পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নিয়োগের দাবিতে বিক্ষোভ । স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা । প্রতিবাদে শামিল হয় স্কুল পড়ুয়ারাও । ঘটনাস্থান পুরুলিয়া জেলা স্কুল । এর জেরে বন্ধ পঠনপাঠন ।

বর্তমানে প্রয়োজনের তুলনায় অনেক কম শিক্ষক নিয়েই চলছে পুরুলিয়া জেলা স্কুলের পঠনপাঠন । স্কুলের বেহাল পরিকাঠামো ও শিক্ষকদের অভাবের কথা স্বীকার করে নেন প্রধান শিক্ষক তারাপদ গোস্বামী । তিনি বলেন, "শিক্ষক সংখ্যা কম । দুটো বিভাগকে একসঙ্গে করে কোনওভাবে স্কুল পরিচালনার চেষ্টা করছি । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি । প্রায় দেড় বছর ধরে পর্যাপ্ত শিক্ষক স্কুলে নেই । সরকারি প্রক্রিয়াও চলছে । কিন্তু বিক্ষোভ-আন্দোলন সমস্যার সমাধান নয় ।"

আরও পড়ুন : জয় শ্রীরাম না বলায় মার, খুনের হুমকি নাবালককে

প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে মোট 56 জন শিক্ষকের প্রয়োজন । কিন্তু আছে 29 জন শিক্ষক-শিক্ষিকা । মর্নিং বা প্রাতঃবিভাগে প্রয়োজন 12 জন শিক্ষক-শিক্ষিকার । রয়েছে মাত্র পাঁচ জন শিক্ষক । অথচ ওই বিভাগে পড়ুয়াদের সংখ্যা 355 জন । তাই প্রাতঃবিভাগের প্রতিটি শ্রেণির সমস্ত বিভাগ একসঙ্গে করে পঠনপাঠন চালানোর চেষ্টা করা হচ্ছে । কিন্তু আজ সকালে পর্যাপ্ত শিক্ষকের দাবিতে সরব হন অভিভাবকরা ।

এদিকে অভিভাবকদের অভিযোগ, স্কুলে পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই । নেই নিরাপত্তারক্ষীও । অভিভাবক আলপনা পাল বলেন, "বর্তমানে স্কুলের পঠনপাঠনের মান তলানিতে ঠেকেছে । স্কুলের পরিকাঠামোও বেহাল । পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকার অভাবে পঠনপাঠন ধুঁকছে । প্রতিদিনই টিফিনে ছুটি হয়ে যাচ্ছে । স্কুলের শৌচালয়ে জল নেই । গেটে নিরাপত্তারক্ষীও নেই ।" তাই বাধ্য় হয়েই স্কুলে শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে এই বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকরা ।

দেখুন ভিডিয়ো

পুরুলিয়া, 8 জুলাই : বেহাল পরিকাঠামোর উন্নয়ন ও পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকা নিয়োগের দাবিতে বিক্ষোভ । স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা । প্রতিবাদে শামিল হয় স্কুল পড়ুয়ারাও । ঘটনাস্থান পুরুলিয়া জেলা স্কুল । এর জেরে বন্ধ পঠনপাঠন ।

বর্তমানে প্রয়োজনের তুলনায় অনেক কম শিক্ষক নিয়েই চলছে পুরুলিয়া জেলা স্কুলের পঠনপাঠন । স্কুলের বেহাল পরিকাঠামো ও শিক্ষকদের অভাবের কথা স্বীকার করে নেন প্রধান শিক্ষক তারাপদ গোস্বামী । তিনি বলেন, "শিক্ষক সংখ্যা কম । দুটো বিভাগকে একসঙ্গে করে কোনওভাবে স্কুল পরিচালনার চেষ্টা করছি । বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি । প্রায় দেড় বছর ধরে পর্যাপ্ত শিক্ষক স্কুলে নেই । সরকারি প্রক্রিয়াও চলছে । কিন্তু বিক্ষোভ-আন্দোলন সমস্যার সমাধান নয় ।"

আরও পড়ুন : জয় শ্রীরাম না বলায় মার, খুনের হুমকি নাবালককে

প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে মোট 56 জন শিক্ষকের প্রয়োজন । কিন্তু আছে 29 জন শিক্ষক-শিক্ষিকা । মর্নিং বা প্রাতঃবিভাগে প্রয়োজন 12 জন শিক্ষক-শিক্ষিকার । রয়েছে মাত্র পাঁচ জন শিক্ষক । অথচ ওই বিভাগে পড়ুয়াদের সংখ্যা 355 জন । তাই প্রাতঃবিভাগের প্রতিটি শ্রেণির সমস্ত বিভাগ একসঙ্গে করে পঠনপাঠন চালানোর চেষ্টা করা হচ্ছে । কিন্তু আজ সকালে পর্যাপ্ত শিক্ষকের দাবিতে সরব হন অভিভাবকরা ।

এদিকে অভিভাবকদের অভিযোগ, স্কুলে পর্যাপ্ত জলের ব্যবস্থা নেই । নেই নিরাপত্তারক্ষীও । অভিভাবক আলপনা পাল বলেন, "বর্তমানে স্কুলের পঠনপাঠনের মান তলানিতে ঠেকেছে । স্কুলের পরিকাঠামোও বেহাল । পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকার অভাবে পঠনপাঠন ধুঁকছে । প্রতিদিনই টিফিনে ছুটি হয়ে যাচ্ছে । স্কুলের শৌচালয়ে জল নেই । গেটে নিরাপত্তারক্ষীও নেই ।" তাই বাধ্য় হয়েই স্কুলে শিক্ষক নিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের দাবিতে এই বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকরা ।

দেখুন ভিডিয়ো
Intro:পুরুলিয়া : "বিদ্যালয়ের পরিকাঠামো ও শিক্ষক-শিক্ষিকার অভাবে লাটে উঠেছে স্কুলের পঠন পাঠন" এই অভিযোগ তুলে সোমবার সকালে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে পথ অবরোধ বিক্ষোভে নামেন খুদে ছাত্রদের সঙ্গে সঙ্গে অভিভাবকেরা l ঘটনা পুরুলিয়া জেলার একমাত্র সরকারি স্কুল "পুরুলিয়া জেলা স্কুলের" l এদিনের এই অবরোধ বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় স্কুলের পঠনপাঠন l অন্যদিকে পরিকাঠামো ও শিক্ষক-শিক্ষিকার অভাবের কথা স্বীকার করে নিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক তারাপদ গোস্বামী lBody:অভিভাবক আল্পনা পাল জানান, "বর্তমানে জেলা স্কুলের পড়াশুনার মান একেবারেই তলিয়ে গিয়েছে l স্কুলের পরিকাঠামো বেহাল l নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা l তাই শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস করানো হচ্ছে না বিদ্যালয়ে l এমনকি গেটম্যানও নেই বিদ্যালয়ে l যেকোনো সময় ছাত্ররা স্কুলের বাইরে বেরিয়ে যায় l এমত অবস্থায় ছেলেদের ভবিষ্যত অন্ধকারে চলে যাচ্ছে l তাই বাধ্য হয়ে স্কুলে শিক্ষক নিয়োগ, পরিকাঠামোর উন্নয়নের দাবি তুলে অভিভাবক ও মর্নি বিভাগের খুদে ছাত্ররা অবরোধ বিক্ষোভে সামিল হয়েছেন l"Conclusion:অন্যদিকে প্রধান শিক্ষক তারাপদ গোস্বামী জানান, "বর্তমানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার খুব অভাব রয়েছে l বিদ্যালয়ের 56 জন শিক্ষকের প্রয়োজন থাকলেও মাত্র 29 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন l আবার মর্নি বিভাগে ছাত্র সংখ্যা রয়েছে 355 জন l কিন্তু এই মর্নি বিভাগে 12 জন শিক্ষক থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 5 জন l তাই দুটো শ্রেণীকে একসাথে বসিয়ে ক্লাস করাতে বাধ্য l আর অন্যদিকে 23 জন স্কুল স্টাফ থাকার কথা থাকলেও রয়েছে মাত্র 9 জন l এমত অবস্থায় বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করাতে অসমর্থ আমরা l তবে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে l এবার তারা কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার l"
Last Updated : Jul 8, 2019, 12:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.