ETV Bharat / entertainment

বিবাহবার্ষিকীতে দীপিকাকে বিশেষ বার্তা রণবীরের, কী লিখলেন প্রেয়সীর জন্য? - RANVEER DEEPIKA 6TH ANNIVERSARY

বাবা-মা হওয়ার পর প্রথম বিবাহবার্ষিকী ৷ স্ত্রী দীপিকা পাড়ুকোনের না-দেখা ছবি শেয়ার করলেন রণবীর সিং ৷ ষষ্ঠ বিবাহবার্ষিকীতে কী বার্তা দিলেন রণবীর?

Ranveer Singh Shares Unseen Photos Of Deepika Padukone
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 14, 2024, 11:54 AM IST

হায়দরাবাদ, 14 নভেম্বর: সদ্য বাবা-মা হওয়া রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ষষ্ঠ বিবাহবার্ষিকী যাপন করছেন ৷ সম্প্রতি তাঁদের কোল আলো করে এসেছে কন্যা দুয়া ৷ বিশেষ এই দিনে দীপিকার না-দেখা কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন রণবীর ৷

মিষ্টি সেই ছবি ও বিশেষ বার্তা দেখে আপ্লুত নেটপাড়া ৷ তিনি ক্যাপশনে লেখেন, "প্রত্যেকদিন স্ত্রীর অ্যাপ্রিয়েসন করার দিন ৷ কিন্তু আজ বিশেষ দিন ৷ আমি তোমাকে ভালোবাসি ৷" এই ছবি দেখে অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন তারকা জুটিকে ৷

বিগত কয়েকদিন ধরে মেয়ে দুয়াকে নিয়েই ব্যস্ত রয়েছেন তারকা দম্পতি ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে মেয়ের সঙ্গে কীভাবে সময় কাটছে, তার বিশেষ ঝলক মাঝেমধ্যেই শেয়ার করেন দীপিকা ৷ তারমধ্যে নিজেদের বিবাহিত জীবনে রোমান্টিসিজম ধরে রেখেছেন পর্দার 'রামলীলা' ৷

2018 সালে দীর্ঘ প্রেমজীবন কাটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ বিয়ের 6 বছরের মাথায় দীপিকার মা হওয়া নিয়ে প্রথম জল্পনা শুরু হয় বাফতার পুরস্কার মঞ্চে ৷ এর আগে রণবীর-দীপিকাকে একসঙ্গে দর্শক পেয়েছেন 'গোলিয়ো কী রাসলীলা রাম-লীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' ও সম্প্রতি 'সিংঘম এগেইন' ছবিতে ৷ একসঙ্গে জুটিকে দেখা যায় 'কফি উইথ করণ' শোয়ে ৷ যেখানে নিজেদের প্রেম-অবসাদ-ব্যক্তিগত বিষয় নিয়ে খুল্লামখুল্লা আলোচনা করেন দীপিকা-রণবীর ৷

পাশাপাশি মেয়ে দুয়ার জন্মের পর সোশাল মিডিয়ায় প্রথম পোস্ট আসে দীপবীরের ৷ যেখানে সোনালী রঙের রিবন দেখা যায় ৷ তার ভিতরে লেখা থাকে, "স্বাগত বেবি গার্ল ৷ 8.9.2024 ৷" আলোর উৎসবে মেয়ের মিষ্টি একটা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং ৷ সামনে আনেন দুয়া পাড়ুকোন সিংকে ৷

হায়দরাবাদ, 14 নভেম্বর: সদ্য বাবা-মা হওয়া রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন ষষ্ঠ বিবাহবার্ষিকী যাপন করছেন ৷ সম্প্রতি তাঁদের কোল আলো করে এসেছে কন্যা দুয়া ৷ বিশেষ এই দিনে দীপিকার না-দেখা কিছু ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন রণবীর ৷

মিষ্টি সেই ছবি ও বিশেষ বার্তা দেখে আপ্লুত নেটপাড়া ৷ তিনি ক্যাপশনে লেখেন, "প্রত্যেকদিন স্ত্রীর অ্যাপ্রিয়েসন করার দিন ৷ কিন্তু আজ বিশেষ দিন ৷ আমি তোমাকে ভালোবাসি ৷" এই ছবি দেখে অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন তারকা জুটিকে ৷

বিগত কয়েকদিন ধরে মেয়ে দুয়াকে নিয়েই ব্যস্ত রয়েছেন তারকা দম্পতি ৷ ইন্সটাগ্রাম স্টোরিতে মেয়ের সঙ্গে কীভাবে সময় কাটছে, তার বিশেষ ঝলক মাঝেমধ্যেই শেয়ার করেন দীপিকা ৷ তারমধ্যে নিজেদের বিবাহিত জীবনে রোমান্টিসিজম ধরে রেখেছেন পর্দার 'রামলীলা' ৷

2018 সালে দীর্ঘ প্রেমজীবন কাটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং ৷ বিয়ের 6 বছরের মাথায় দীপিকার মা হওয়া নিয়ে প্রথম জল্পনা শুরু হয় বাফতার পুরস্কার মঞ্চে ৷ এর আগে রণবীর-দীপিকাকে একসঙ্গে দর্শক পেয়েছেন 'গোলিয়ো কী রাসলীলা রাম-লীলা', 'বাজিরাও মস্তানি', 'পদ্মাবত' ও সম্প্রতি 'সিংঘম এগেইন' ছবিতে ৷ একসঙ্গে জুটিকে দেখা যায় 'কফি উইথ করণ' শোয়ে ৷ যেখানে নিজেদের প্রেম-অবসাদ-ব্যক্তিগত বিষয় নিয়ে খুল্লামখুল্লা আলোচনা করেন দীপিকা-রণবীর ৷

পাশাপাশি মেয়ে দুয়ার জন্মের পর সোশাল মিডিয়ায় প্রথম পোস্ট আসে দীপবীরের ৷ যেখানে সোনালী রঙের রিবন দেখা যায় ৷ তার ভিতরে লেখা থাকে, "স্বাগত বেবি গার্ল ৷ 8.9.2024 ৷" আলোর উৎসবে মেয়ের মিষ্টি একটা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন দীপিকা পাড়ুকোন-রণবীর সিং ৷ সামনে আনেন দুয়া পাড়ুকোন সিংকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.