ETV Bharat / bharat

নাগপুর-কলকাতা বিমানে বোমাতঙ্ক, রায়পুরে জরুরি অবতরণ - NAGPUR KOLKATA FLIGHT BOMB THREAT

নাগপুর থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্কের খবর পেয়েই পাইলট জরুরি অবতরণ করেন ৷ যাত্রীদের নামিয়ে শুরু হয়েছে তল্লাশি ৷

NAGPUR KOLKATA FLIGHT
ফাইল ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 11:44 AM IST

রায়পুর, 14 নভেম্বর: ফের বোমাতঙ্কের খবর ছড়াল বিমানে ৷ ইন্ডিগোর ওই বিমানটি বৃহস্পতিবার নাগপুর থেকে কলকাতা আসছিল ৷ সেই সময়ই খবর পাওয়া যায় বিমানে বম্ব রয়েছে ৷ পাইলট তড়িঘড়ি রায়পুর বিমানবন্দরে যাত্রীগামী বিমানটিকে অবতরণ করেন ৷ যাত্রীদের নামিয়ে শুরু হয়েছে তল্লাশি ৷

রায়পুরের সিনিয়র এক পুলিশ আধিকারিক সন্তোষ সিং বলেন, "বোমার হুমকি পাওয়ার পরে, 187 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার নিয়ে ইন্ডিগো বিমানটি রায়পুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করে ৷ নিরাপত্তার দিকে জোর দেওয়া হয় ৷ বম্ব স্কোয়াডকে ডাকা হয় ৷ যাত্রীদের নামানোর পর নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা বিমানে তল্লাশি করেন ৷ তল্লাশির পর বিমানের ভিতর থেকে কোনও বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি।" এরপর বিমানটিকে 143 জন যাত্রী-সহ হায়দরাবাদে পাঠিয়ে দেওয়া হয় ৷

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা রাখা রয়েছে বলে হুমকি পাঠানো হচ্ছে । অন্তর্দেশীয় বিমান তো বটেই, আন্তর্জাতিক বিমানেও একাধিকবার বোমাতঙ্ক খবর আসে। যদিও পরে দেখা যায়, সব বিমানে বোমা রাখার তথ্য ভুয়ো। কারণ প্রতিবারই তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি ৷ এদিকে একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারের ৷ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অসামরিক বিমানমন্ত্রক ৷ এই ধরনের ভুয়ো হুমকির মোকাবিলায় কঠিনতম শাস্তির বন্দোবস্ত করা হবে বলে জানানো হয় মন্ত্রকের তরফে ৷

উল্লেখ্য়, বিমানের পাশাপাশি ট্রেনেও বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে দিন দশেক আগে ৷ যার জেরে উত্তরপ্রদেশে থেমে যায় ক্রান্তি এক্সপ্রেস ৷ বারংবার কারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু হয়েছে ৷

রায়পুর, 14 নভেম্বর: ফের বোমাতঙ্কের খবর ছড়াল বিমানে ৷ ইন্ডিগোর ওই বিমানটি বৃহস্পতিবার নাগপুর থেকে কলকাতা আসছিল ৷ সেই সময়ই খবর পাওয়া যায় বিমানে বম্ব রয়েছে ৷ পাইলট তড়িঘড়ি রায়পুর বিমানবন্দরে যাত্রীগামী বিমানটিকে অবতরণ করেন ৷ যাত্রীদের নামিয়ে শুরু হয়েছে তল্লাশি ৷

রায়পুরের সিনিয়র এক পুলিশ আধিকারিক সন্তোষ সিং বলেন, "বোমার হুমকি পাওয়ার পরে, 187 জন যাত্রী এবং 6 জন ক্রু মেম্বার নিয়ে ইন্ডিগো বিমানটি রায়পুর এয়ারপোর্টে জরুরি অবতরণ করে ৷ নিরাপত্তার দিকে জোর দেওয়া হয় ৷ বম্ব স্কোয়াডকে ডাকা হয় ৷ যাত্রীদের নামানোর পর নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা বিমানে তল্লাশি করেন ৷ তল্লাশির পর বিমানের ভিতর থেকে কোনও বিস্ফোরক পদার্থ বা রহস্যজনক বস্তুর সন্ধান মেলেনি।" এরপর বিমানটিকে 143 জন যাত্রী-সহ হায়দরাবাদে পাঠিয়ে দেওয়া হয় ৷

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহে ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা রাখা রয়েছে বলে হুমকি পাঠানো হচ্ছে । অন্তর্দেশীয় বিমান তো বটেই, আন্তর্জাতিক বিমানেও একাধিকবার বোমাতঙ্ক খবর আসে। যদিও পরে দেখা যায়, সব বিমানে বোমা রাখার তথ্য ভুয়ো। কারণ প্রতিবারই তল্লাশি চালিয়ে কিছু পাওয়া যায়নি ৷ এদিকে একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ বেড়েই চলেছে কেন্দ্রীয় সরকারের ৷ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে অসামরিক বিমানমন্ত্রক ৷ এই ধরনের ভুয়ো হুমকির মোকাবিলায় কঠিনতম শাস্তির বন্দোবস্ত করা হবে বলে জানানো হয় মন্ত্রকের তরফে ৷

উল্লেখ্য়, বিমানের পাশাপাশি ট্রেনেও বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে দিন দশেক আগে ৷ যার জেরে উত্তরপ্রদেশে থেমে যায় ক্রান্তি এক্সপ্রেস ৷ বারংবার কারা এই ভুয়ো খবর ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.