ETV Bharat / state

বান্দোয়ানে গণধর্ষণের পর খুন : দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল - police

কিশোরীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় তদন্ত ও শাস্তির দাবিতে ছাত্র সংগঠন AIDSO-র নেতৃত্বে মিছিল করে এলাকাবাসী । গতকাল গ্রেপ্তার করা হয়েছে দু'জনকে ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : May 18, 2019, 3:00 PM IST

পুরুলিয়া, 18 মে : কিশোরীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল পুরুলিয়ায় । ছাত্র সংগঠন AIDSO-র নেতৃত্বে বান্দোয়ানবাসী রাস্তায় নামে । পুরুলিয়া রেল স্টেশন থেকে জেলা পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত মিছিল করে স্মারকলিপি প্রদান করে তারা ।

3 মে নিখোঁজ হয়েছিল ওই কিশোরী । তার আটদিনের মাথায় বোরো থানার জামির টিলার জঙ্গলের একটি পাথর খাদান লাগোয়া এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় মৃতদেহ । প্রাথমিক অনুমান, ত্রিকোণ প্রেমের শিকার কিশোরী । বোরো থানা এলাকার দুই যুবকের সাথে প্রেম করত সে । গতকাল অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ।

যদিও কিশোরীর পরিবার ও একাধিক সংগঠনের অভিযোগ, দু'জন গ্রেপ্তার হলেও পুলিশ প্রশাসন তদন্তে অবহেলা করছে । ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।

পুরুলিয়া, 18 মে : কিশোরীকে গণধর্ষণ করে খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল পুরুলিয়ায় । ছাত্র সংগঠন AIDSO-র নেতৃত্বে বান্দোয়ানবাসী রাস্তায় নামে । পুরুলিয়া রেল স্টেশন থেকে জেলা পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত মিছিল করে স্মারকলিপি প্রদান করে তারা ।

3 মে নিখোঁজ হয়েছিল ওই কিশোরী । তার আটদিনের মাথায় বোরো থানার জামির টিলার জঙ্গলের একটি পাথর খাদান লাগোয়া এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় মৃতদেহ । প্রাথমিক অনুমান, ত্রিকোণ প্রেমের শিকার কিশোরী । বোরো থানা এলাকার দুই যুবকের সাথে প্রেম করত সে । গতকাল অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ ।

যদিও কিশোরীর পরিবার ও একাধিক সংগঠনের অভিযোগ, দু'জন গ্রেপ্তার হলেও পুলিশ প্রশাসন তদন্তে অবহেলা করছে । ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ।

Intro:পুরুলিয়াঃ মনিকা মাহাতোকে গণধর্ষণ করে হত্যাকাণ্ডের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠল পুরুলিয়া।ছাত্র সংগঠন AIDSO এর নেতৃত্বে পুরো বান্দোয়ানবাসী পুরুলিয়া শহরে পথে নামল মনিকা মাহাতোর গণধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।এদিন পুরুলিয়া রেল স্টেশন থেকে শুরু করে জেলা পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদানে এগিয়ে আসেন তারা।Body:প্রসঙ্গত, পুরুলিয়া জেলার বান্দোয়ান এর এ.এন.ঝা হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী মনিকা মাহাতো গত ৩/০৫/২০১৯ তারিখে নিখোঁজ হওয়ার পর আটদিন দিনের মধ্যে বোরো থানার জামির টিলার জঙ্গলের একটি পাথর খাদান লাগোয়া এলাকায় মাটি ও পাথর চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হয় মনিকা মাহাতোর মৃতদেহ।পুলিশের প্রাথমিক অনুমান যে ত্রিকোণ প্রেমের শিকার মনিকা মাহাতো।লেখাপড়া সূত্রে বান্দোয়ানে থাকতো মনিকা মাহাতো,কিন্তু তার বাড়ি বোরো থানার মামরো গ্রামে।ওই থানার হাতিরামগোড়া গ্রামের অরুণ মাহাতো ও অরিজিত মাহাত দুই ছেলের সঙ্গে সমান তালে প্রেম করতো মনিকা মাহাতো।এ ঘটনায় ধৃত অরুণ ও অরিজিৎকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় গত শুক্রবার রাতে গ্রেপ্তার করে পুলিশ।এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে এলাকায় এমনকি ভোট বয়কটেরও ডাক দেই গ্রামবাসীরা। Conclusion:তাদের পরিবার এবং একাধিক সামাজিক সংগঠনের দাবি ঘটনার দশ দিন পর দুই ছেলেকে গ্রেপ্তার করলেও পুলিশ প্রশাসন তদন্তে অবহেলা করেছে।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।এই ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র সংগঠন AIDSO এর উদ্যোগে পুরুলিয়া রেল স্টেশন থেকে জেলা পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত বিক্ষোভ মিছিল হয় এবং জেলা পুলিশ সুপার কে মনিকা মাহাতোর অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।আজকের বিক্ষোভ ডেপুটেশন উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিকাশ রঞ্জন কুমার ও জেলা সভাপতি স্বদেশ প্রিয় মাহাতো।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.