ETV Bharat / state

লকডাউন ভেঙে রাস্তায়, পুরুলিয়ায় এখনও পর্যন্ত গ্রেপ্তার 152

লকডাউন উপেক্ষা করে অকারণে রাস্তায় বেরোনোয় পুরুলিয়ায় এখনও পর্যন্ত 152 জনকে গ্রেপ্তার করা হল।

purulia police arrested 152 people in lockdown period
লকডাউনকে উপেক্ষা করে রাস্তায়, গ্রেফতার 152 এবং আটক যানবাহন
author img

By

Published : Apr 24, 2020, 6:09 PM IST

পুরুলিয়া, 24 এপ্রিল: লকডাউনের 1 মাস অতিক্রান্ত হয়েছে । কিন্তু এখনও অনেকে লকডাউনকে উপেক্ষা করে বেরিয়ে পড়ছেন । লকডাউন না মানায় চলতি মাসের 8 তারিখ থেকে আজ পর্যন্ত পুরুলিয়ায় 152 জনকে গ্রেপ্তার করা হয়েছে । আটক করা হয়েছে 1টি গাড়ি, 8 টি টোটো, 49টি মোটরবাইক । সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে গুজব ছড়ানোর কারণে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

অকারণে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন অনেকে । গাড়ি নিয়ে, নয়তো হেঁটেই অলি-গলিতে ঘুরছেন । তাঁদের হাতেনাতে ধরতে পুলিশের তরফে ড্রোন ক্যামেরায় নজরদারি রাখা হচ্ছিল । বড় বড় রাস্তার মুখে পিকেটিং-ও করা হয় ।

কোরোনা মোকাবিলায় এক মাস ধরে চলছে লকডাউন কর্মসূচি । গাড়ি চলাচল, স্কুল-কলেজ, অফিস-আদালত সব বন্ধ । অনেকেই কার্যত গৃহবন্দী । প্রচার চালানো হচ্ছে প্রশাসনের তরফে । তা সত্ত্বেও কোনও কারণ ছাড়াই ঘরের বাইরে বেরিয়ে পড়ছেন অনেকে। এসব রুখতে ধরপাকড় শুরু করেছে পুরুলিয়া জেলা পুলিশ ।

জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "সীমান্ত এলাকায় নাকা চেকিং চলছে । পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে । কড়া নজরদারি চলছে ড্রোন ক্যামেরার মাধ্যমে । এত কিছুর পরও মানুষকে গৃহবন্দী করা যাচ্ছে না । অকারণে অনেকেই বেরিয়ে পড়ছেন রাস্তায় । তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে । আপাতত পুরুলিয়া জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।"

পুরুলিয়া, 24 এপ্রিল: লকডাউনের 1 মাস অতিক্রান্ত হয়েছে । কিন্তু এখনও অনেকে লকডাউনকে উপেক্ষা করে বেরিয়ে পড়ছেন । লকডাউন না মানায় চলতি মাসের 8 তারিখ থেকে আজ পর্যন্ত পুরুলিয়ায় 152 জনকে গ্রেপ্তার করা হয়েছে । আটক করা হয়েছে 1টি গাড়ি, 8 টি টোটো, 49টি মোটরবাইক । সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে গুজব ছড়ানোর কারণে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

অকারণে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন অনেকে । গাড়ি নিয়ে, নয়তো হেঁটেই অলি-গলিতে ঘুরছেন । তাঁদের হাতেনাতে ধরতে পুলিশের তরফে ড্রোন ক্যামেরায় নজরদারি রাখা হচ্ছিল । বড় বড় রাস্তার মুখে পিকেটিং-ও করা হয় ।

কোরোনা মোকাবিলায় এক মাস ধরে চলছে লকডাউন কর্মসূচি । গাড়ি চলাচল, স্কুল-কলেজ, অফিস-আদালত সব বন্ধ । অনেকেই কার্যত গৃহবন্দী । প্রচার চালানো হচ্ছে প্রশাসনের তরফে । তা সত্ত্বেও কোনও কারণ ছাড়াই ঘরের বাইরে বেরিয়ে পড়ছেন অনেকে। এসব রুখতে ধরপাকড় শুরু করেছে পুরুলিয়া জেলা পুলিশ ।

জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "সীমান্ত এলাকায় নাকা চেকিং চলছে । পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে । কড়া নজরদারি চলছে ড্রোন ক্যামেরার মাধ্যমে । এত কিছুর পরও মানুষকে গৃহবন্দী করা যাচ্ছে না । অকারণে অনেকেই বেরিয়ে পড়ছেন রাস্তায় । তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে । আপাতত পুরুলিয়া জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.