পুরুলিয়া, 24 এপ্রিল: লকডাউনের 1 মাস অতিক্রান্ত হয়েছে । কিন্তু এখনও অনেকে লকডাউনকে উপেক্ষা করে বেরিয়ে পড়ছেন । লকডাউন না মানায় চলতি মাসের 8 তারিখ থেকে আজ পর্যন্ত পুরুলিয়ায় 152 জনকে গ্রেপ্তার করা হয়েছে । আটক করা হয়েছে 1টি গাড়ি, 8 টি টোটো, 49টি মোটরবাইক । সোশাল মিডিয়ায় কোরোনা নিয়ে গুজব ছড়ানোর কারণে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
অকারণে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন অনেকে । গাড়ি নিয়ে, নয়তো হেঁটেই অলি-গলিতে ঘুরছেন । তাঁদের হাতেনাতে ধরতে পুলিশের তরফে ড্রোন ক্যামেরায় নজরদারি রাখা হচ্ছিল । বড় বড় রাস্তার মুখে পিকেটিং-ও করা হয় ।
কোরোনা মোকাবিলায় এক মাস ধরে চলছে লকডাউন কর্মসূচি । গাড়ি চলাচল, স্কুল-কলেজ, অফিস-আদালত সব বন্ধ । অনেকেই কার্যত গৃহবন্দী । প্রচার চালানো হচ্ছে প্রশাসনের তরফে । তা সত্ত্বেও কোনও কারণ ছাড়াই ঘরের বাইরে বেরিয়ে পড়ছেন অনেকে। এসব রুখতে ধরপাকড় শুরু করেছে পুরুলিয়া জেলা পুলিশ ।
জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "সীমান্ত এলাকায় নাকা চেকিং চলছে । পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে । কড়া নজরদারি চলছে ড্রোন ক্যামেরার মাধ্যমে । এত কিছুর পরও মানুষকে গৃহবন্দী করা যাচ্ছে না । অকারণে অনেকেই বেরিয়ে পড়ছেন রাস্তায় । তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে । আপাতত পুরুলিয়া জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।"