শ্রীনগর, 10 নভেম্বর: সেনাবাহিনী-জঙ্গিদের মধ্যে চলা গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত শ্রীনগর ৷ জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানীতে এই মাসে এই নিয়ে এটি দ্বিতীয় এনকাউন্টার ৷ রবিবার সকাল থেকে শ্রীনগরে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি এনকাউন্টার শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, শ্রীনগরের ইশবার এলাকার কাছে জবরবনের জঙ্গলে সেনাবাহিনী-জঙ্গিদের মধ্যে এই গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টার সম্পর্কে কাশ্মীর জোন পুলিশ তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছে, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা সূত্রে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শ্রীনগরের জবরবনের বনাঞ্চলে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ অভিযান শুরু হয়েছে। অভিযান চলাকালীন দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে ।
গত সপ্তাহে, উসমান নামে পরিচিত এক পাকিস্তানি জঙ্গিকে শ্রীনগরের খানিয়ার এলাকায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনী যৌথ অভিযানে খতম করে ৷ নিরাপত্তা বাহিনী এই এলাকার একটি বাড়িতে জঙ্গিদের লুকিয়ে থাকার তথ্য পেয়ে অভিযান চালিয়েছিল। এই মাসের প্রথম দশ দিন উত্তর কাশ্মীরের বান্দিপোরা এবং কুপওয়ারা জেলা মঙ্গলবার সন্ধ্যায় জোড়া এনকাউন্টারের সাক্ষী হয়েছে এবং বৃহস্পতিবার সোপোরে আরও একটি এনকাউন্টার হয়েছে।
সাম্প্রতিক অতীতে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলা এবং এনকাউন্টারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৷ কাশ্মীর এবং জম্মু উভয় অঞ্চলেই এই ধরনের ঘটনা পরপর ঘটছে । সম্প্রতি, ইটিভি ভারত-এর সঙ্গে কথা বলতে গিয়ে এক সিনিয়র পুলিশ অধিকারিক বলেন, "ভারতে শান্তি বিঘ্নিত করার এই প্রচেষ্টায় দায়ী প্রতিবেশী দেশ ।"
জম্মু কাঠুয়া সাম্বা রেঞ্জের ডিজিপি, শিব কুমার শর্মা ইটিভি ভারতকে জানান, জঙ্গিরা শান্তি বিঘ্নিত করতে, সন্ত্রাসবাদ ছড়াতে নতুন কৌশল কাজে লাগাচ্ছে । তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীরের পুলিশ এবং সিআরপিএফ জাওয়ানরা জঙ্গিদের দমনের জন্য প্রশিক্ষিত।