কলকাতা, 10 নভেম্বর: ফের কলকাতার বুকে, তা-ও একেবারে কলেজের সামনে থেকে উদ্ধার একাধিক বেআইনি আগ্নেয়াস্ত্র ! বেআইনি আগ্নেয়াস্ত্রের হদিস পেয়ে ঘটনাস্থলে গোপনে অভিযান চালান কলকাতা পুলিশের স্পেশাল টাক্স ফোর্সের গোয়েন্দারা। শিয়ালদার সুরেন্দ্রনাথ কলেজের অদূরে একটি ডেরা থেকে একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
লালবাজার সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাক্স ফোর্স। এই ঘটনায় মোট পাঁচটি দামি আগ্নেয়াস্ত্র এবং 90 রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।
শনিবার রাত সাড়ে 9টা নাগাদ আচমকাই সাদা পোশাকের পুলিশকে দেখে উত্তেজনা ছড়ায় শিয়ালদার বৈঠকখানা বাজারে সুরেন্দ্রনাথ কলেজের একেবারে কাছে। পরে জানা যায়, একটি ঘরে একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে পাচারের ছক করা হয়েছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের স্পেশাল টাস ফোর্সের এক আধিকারিক ইটিভি ভারতকে বলেন, "আমরা গোপন সূত্রে খবর পাই যে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের সামনে একটি গোডাউনের সামনে থেকে একাধিক আগ্নেয়াস্ত্র পাচার করা হবে। সেই মতো আমরা সেখানে সাদা পোশাকে হাজির হয়ে যাই। এখনও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, বাকিদের খোঁজ চালানো হচ্ছে।"
মনে করা হচ্ছে, বাইরের রাজ্য থেকে এই রাজ্যে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হয়েছে। এর সঙ্গে বিহারের মুঙ্গেরের যোগ থাকতে পারে। লালবাজার সূত্রের খবর, সামনে বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচন রয়েছে। সেই উপনির্বাচনে গন্ডগোল করার জন্যই এই আগ্নেয়াস্ত্রগুলি মজুদ করে রাখা হয়েছিল। সময় মতো এইগুলি অন্যত্র চালান করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল।
তবে কলকাতার বুকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বাবুঘাট বাস স্ট্যান্ড, স্ট্র্যান্ড রোড, রাজাবাজার, একবালপুর, তিলজলা-সহ একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লালবাজার।