ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাক মুলুকে যাবে না দল, জানিয়ে দিল বিসিসিআই - ICC CHAMPIONS TROPHY 2025

পাক ক্রিকেট বোর্ডের শত আশ্বাসেও ভিজল না চিঁড়ে ৷ ওয়াঘার ওপারে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসি'কে জানিয়ে দিল বিসিসিআই ৷

BCCI HEADQUARTERS
বিসিসিআই সদর দফতর (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 10, 2024, 12:47 PM IST

মুম্বই, 10 নভেম্বর: সম্ভাবনা ছিলই ৷ আর সেই সম্ভাবনা সত্যি করেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না-যাওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ রবিবার নিরাপত্তা খতিয়ে দেখতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুগুলি পরিদর্শনে যাওয়ার কথা আইসিসি প্রতিনিধি দলের ৷ ঠিক তার আগে ভারতীয় বোর্ডের তরফে মৌখিকভাবে আইসিসি'কে জানিয়ে দেওয়া হল পাকিস্তানে দল পাঠাচ্ছে না তাঁরা ৷

মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে ৷ যার প্রভাব পড়েছে বাইশ গজেও ৷ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে সেই থেকেই ৷ কেবলমাত্র আইসিসি কিংবা এসিসি'র ফ্ল্য়াগশিপ ইভেন্টগুলোতে একে অপরের মুখোমুখি হয় দুই দল ৷ কিন্তু 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ায় নিরাপত্তাজনিত কারণে শুরু থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রশ্নে বেঁকে বসেছিল বিসিসিআই ৷ যদিও পাকিস্তানের তরফে চেষ্টার ত্রুটি রাখা হয়নি ৷

সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাকিস্তান সফরকালে তাঁকে বারংবার আশ্বস্ত করার চেষ্টা করা হয় ৷ পাক ক্রিকেট বোর্ডের তরফে বিরাট কোহলি-রোহিত শর্মাদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয় বলে সূত্রের খবর ৷ এমনকী ভারতীয় ক্রিকেট বোর্ডেকে তাঁদের পছন্দের ভেন্যু বেছে নেওয়ারও প্রস্তাব দেওয়া হয় সেদেশের তরফে ৷ কিন্তু সব প্রচেষ্টাই বিফলে গেল ৷ সরকারের সঙ্গে আলোচনা করেই সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি না-খেলতে যাওয়ার সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'কে জানিয়ে দিল ভারতীয় বোর্ড ৷

বিসিসিআই'য়ের এক সূত্রকে উদ্ধৃত করে 'দ্য হিন্দু' লিখেছে, "পাকিস্তানে খেলতে না-যাওয়ার সিদ্ধান্ত আমরা সরকারিভাবে আইসিসি'কে জানিয়ে দিয়েছি ৷ আমাদের অবস্থান স্পষ্ট, আমরা হাইব্রিড মডেলেই খেলতে চাই ৷" এদিকে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার ৷ প্রাথমিকভাবে ভারতের এই প্রস্তাব পিসিবি প্রত্যাখ্যান করেছিল বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছিল ৷

ভারত তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় 2023 এশিয়া কাপের মতই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷ সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহী কিংবা শ্রীলঙ্কার মাটিতে ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

মুম্বই, 10 নভেম্বর: সম্ভাবনা ছিলই ৷ আর সেই সম্ভাবনা সত্যি করেই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে না-যাওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ রবিবার নিরাপত্তা খতিয়ে দেখতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যুগুলি পরিদর্শনে যাওয়ার কথা আইসিসি প্রতিনিধি দলের ৷ ঠিক তার আগে ভারতীয় বোর্ডের তরফে মৌখিকভাবে আইসিসি'কে জানিয়ে দেওয়া হল পাকিস্তানে দল পাঠাচ্ছে না তাঁরা ৷

মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকে দু'দেশের কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে ৷ যার প্রভাব পড়েছে বাইশ গজেও ৷ ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে সেই থেকেই ৷ কেবলমাত্র আইসিসি কিংবা এসিসি'র ফ্ল্য়াগশিপ ইভেন্টগুলোতে একে অপরের মুখোমুখি হয় দুই দল ৷ কিন্তু 2025 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান হওয়ায় নিরাপত্তাজনিত কারণে শুরু থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রশ্নে বেঁকে বসেছিল বিসিসিআই ৷ যদিও পাকিস্তানের তরফে চেষ্টার ত্রুটি রাখা হয়নি ৷

সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাকিস্তান সফরকালে তাঁকে বারংবার আশ্বস্ত করার চেষ্টা করা হয় ৷ পাক ক্রিকেট বোর্ডের তরফে বিরাট কোহলি-রোহিত শর্মাদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের আশ্বাস দেওয়া হয় বলে সূত্রের খবর ৷ এমনকী ভারতীয় ক্রিকেট বোর্ডেকে তাঁদের পছন্দের ভেন্যু বেছে নেওয়ারও প্রস্তাব দেওয়া হয় সেদেশের তরফে ৷ কিন্তু সব প্রচেষ্টাই বিফলে গেল ৷ সরকারের সঙ্গে আলোচনা করেই সেদেশে চ্যাম্পিয়ন্স ট্রফি না-খেলতে যাওয়ার সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি'কে জানিয়ে দিল ভারতীয় বোর্ড ৷

বিসিসিআই'য়ের এক সূত্রকে উদ্ধৃত করে 'দ্য হিন্দু' লিখেছে, "পাকিস্তানে খেলতে না-যাওয়ার সিদ্ধান্ত আমরা সরকারিভাবে আইসিসি'কে জানিয়ে দিয়েছি ৷ আমাদের অবস্থান স্পষ্ট, আমরা হাইব্রিড মডেলেই খেলতে চাই ৷" এদিকে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে অনিচ্ছুক পাকিস্তান ক্রিকেট বোর্ড এখন কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার ৷ প্রাথমিকভাবে ভারতের এই প্রস্তাব পিসিবি প্রত্যাখ্যান করেছিল বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশিত হয়েছিল ৷

ভারত তাঁদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়ায় 2023 এশিয়া কাপের মতই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিও হাইব্রিড মডেলে যাওয়ার সম্ভাবনা প্রবল ৷ সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহী কিংবা শ্রীলঙ্কার মাটিতে ভারতের ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.