পুরুলিয়া, 28 নভেম্বর: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সঙ্গে ফুটবল ময়দানে নেমে খেলার সুযোগ পেয়ে এখন রীতিমত সেলিব্রিটি পুরুলিয়ার পুঞ্চা থানার পাক বিড়রা গ্রামের গোলাপি বাস্কে (This Purulia girl played football with Sachin Tendulkar) । ইউনিসেফ-এর উদ্যোগে আয়োজিত সচিন তেন্ডুলকর একাদশ ও আয়ুষ্মান খুরানা একাদশ-এর একটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিলেন পুরুলিয়ার আদিবাসী মেয়েটি । মাঠে সচিন তেন্ডুলকরকে পেয়ে তাঁর স্বপ্ন পূরণ হয়েছে ।
ক্রিকেটের ভগবানের দেখা পেয়ে স্বভাবতই খুশি গোলাপি । শুধু অটোগ্রাফ নয়, জার্সিতে সচিনের সইও মিলেছে । এখনও যেন সবটা বিশ্বাস হচ্ছে না তার। জীবনে কোনওদিন ভাবেনি সে যে সচিনের (Sachin Tendulkar) সঙ্গে মাঠে ফুটবল খেলতে পারবে । ইউনিসেফ (UNICEF) -এর কর্মকর্তারা একবার পাকবিড়রা এসেছিলেন । তখন তাদের চোখে পড়ে গোলাপির খেলা । আর তারপরই আসে সুযোগ ।
আরও পড়ুন: সচিন, লতার সঙ্গে মমতার তুলনা টেনে বিতর্কে বিধায়ক রাজ