পুরুলিয়া, 25 মার্চ : পুরুলিয়াতে ভোটের মুখে দলবদলের রেশ কাটতেই চাইছে না। একদিকে তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করেছে ১৫০টি পরিবার। অন্যদিকে, BJP ও CPI(M) ছেড়ে তৃণমূলে যোগদান করেছে ৭০টি পরিবার।
আজ ঝালদা ১ নম্বর ব্লকের মাঠারি-খামার অঞ্চলের শতাধিক কংগ্রেস ও বাম সমর্থক BJP-তে যোগদান করেন। জেলা সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাত যোগদানকারী BJP কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।
অন্যদিকে, গতরাতে পুরুলিয়া জেলার ঝালদা থানার ঝালদা-দরদা গ্রাম পঞ্চায়েতের দরদা অঞ্চলের ১৫০টি পরিবার BJP-তে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন OBC মোর্চার জেলা সভাপতি সুভাষ মাহাত। পাশাপাশি, ঝালদা থানার পুস্তি গ্রাম পঞ্চায়েতের রাজা হেসলা গ্রামের ৭০টি কংগ্রেস, BJP ও CPI(M) সমর্থিত পরিবার তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝালদা ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমীর মাহাত।
BJP-তে যোগদানকারী কর্মী, সমর্থকরা বলেন, "রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার বইছে। অথচ স্বাধীনতার ৭২ বছর পরেও পিছিয়ে রয়েছে পুরুলিয়া জেলার প্রান্তিক ঝালদা এলাকা। তৃণমূলের নেতা, কর্মীদের অত্যাচার ও স্বজনপোষণে তিতিবিরক্ত হয়ে পড়ছি আমরা। তাই এবার বাংলায় BJP চাই।"
অন্যদিকে, তৃণমূলে যোগদানকারী কর্মী, সমর্থকেরা বলেন, "রাজ্যে তৃণমূলের কোনও বিকল্প নেই। উন্নয়নের সঙ্গী হতেই তৃণমূলে যোগদান করছি।"