ETV Bharat / state

পুরুলিয়ায় দলবদল

পুরুলিয়াতে ভোটের মুখে দলবদল। একদিকে তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করেছে ১৫০টি পরিবার। অন্যদিকে, BJP ও CPI(M) ছেড়ে তৃণমূলে যোগদান করছে ৭০টি পরিবার।

author img

By

Published : Mar 25, 2019, 11:48 PM IST

পুরুলিয়ায় দলবদল

পুরুলিয়া, 25 মার্চ : পুরুলিয়াতে ভোটের মুখে দলবদলের রেশ কাটতেই চাইছে না। একদিকে তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করেছে ১৫০টি পরিবার। অন্যদিকে, BJP ও CPI(M) ছেড়ে তৃণমূলে যোগদান করেছে ৭০টি পরিবার।

আজ ঝালদা ১ নম্বর ব্লকের মাঠারি-খামার অঞ্চলের শতাধিক কংগ্রেস ও বাম সমর্থক BJP-তে যোগদান করেন। জেলা সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাত যোগদানকারী BJP কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

অন্যদিকে, গতরাতে পুরুলিয়া জেলার ঝালদা থানার ঝালদা-দরদা গ্রাম পঞ্চায়েতের দরদা অঞ্চলের ১৫০টি পরিবার BJP-তে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন OBC মোর্চার জেলা সভাপতি সুভাষ মাহাত। পাশাপাশি, ঝালদা থানার পুস্তি গ্রাম পঞ্চায়েতের রাজা হেসলা গ্রামের ৭০টি কংগ্রেস, BJP ও CPI(M) সমর্থিত পরিবার তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝালদা ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমীর মাহাত।

BJP-তে যোগদানকারী কর্মী, সমর্থকরা বলেন, "রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার বইছে। অথচ স্বাধীনতার ৭২ বছর পরেও পিছিয়ে রয়েছে পুরুলিয়া জেলার প্রান্তিক ঝালদা এলাকা। তৃণমূলের নেতা, কর্মীদের অত্যাচার ও স্বজনপোষণে তিতিবিরক্ত হয়ে পড়ছি আমরা। তাই এবার বাংলায় BJP চাই।"

অন্যদিকে, তৃণমূলে যোগদানকারী কর্মী, সমর্থকেরা বলেন, "রাজ্যে তৃণমূলের কোনও বিকল্প নেই। উন্নয়নের সঙ্গী হতেই তৃণমূলে যোগদান করছি।"

পুরুলিয়া, 25 মার্চ : পুরুলিয়াতে ভোটের মুখে দলবদলের রেশ কাটতেই চাইছে না। একদিকে তৃণমূল, ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস ছেড়ে BJP-তে যোগদান করেছে ১৫০টি পরিবার। অন্যদিকে, BJP ও CPI(M) ছেড়ে তৃণমূলে যোগদান করেছে ৭০টি পরিবার।

আজ ঝালদা ১ নম্বর ব্লকের মাঠারি-খামার অঞ্চলের শতাধিক কংগ্রেস ও বাম সমর্থক BJP-তে যোগদান করেন। জেলা সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাত যোগদানকারী BJP কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

অন্যদিকে, গতরাতে পুরুলিয়া জেলার ঝালদা থানার ঝালদা-দরদা গ্রাম পঞ্চায়েতের দরদা অঞ্চলের ১৫০টি পরিবার BJP-তে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন OBC মোর্চার জেলা সভাপতি সুভাষ মাহাত। পাশাপাশি, ঝালদা থানার পুস্তি গ্রাম পঞ্চায়েতের রাজা হেসলা গ্রামের ৭০টি কংগ্রেস, BJP ও CPI(M) সমর্থিত পরিবার তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ঝালদা ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমীর মাহাত।

BJP-তে যোগদানকারী কর্মী, সমর্থকরা বলেন, "রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার বইছে। অথচ স্বাধীনতার ৭২ বছর পরেও পিছিয়ে রয়েছে পুরুলিয়া জেলার প্রান্তিক ঝালদা এলাকা। তৃণমূলের নেতা, কর্মীদের অত্যাচার ও স্বজনপোষণে তিতিবিরক্ত হয়ে পড়ছি আমরা। তাই এবার বাংলায় BJP চাই।"

অন্যদিকে, তৃণমূলে যোগদানকারী কর্মী, সমর্থকেরা বলেন, "রাজ্যে তৃণমূলের কোনও বিকল্প নেই। উন্নয়নের সঙ্গী হতেই তৃণমূলে যোগদান করছি।"

Intro:পুরুলিয়া : অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গুলির আঘাতে মৃত্যু হলো এক তৃণমূল কর্মী l বৃহস্পতিবার রাত 9:17 নাগাদ কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান I মৃত ব্যক্তির নাম পিন্টু সিনহা (42) l তার বাড়ি পুরুলিয়া জেলার পুঞ্চা থানার পাড়ুই গ্রামে I
Body:বুধবার ভোরবেলা পাড়ুই গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী পিন্টু সিনহা ও বাবলু সিনহা কালী মন্দিরে ছাগ বলি দিয়ে নিজের বাড়ির গেটের সামনে মাংস কাটছিলেন l ঠিক সেই সময় হঠাৎই সামনের ঝোপ থেকে গুলির আওয়াজ শোনা যায় l গুলি এসে লাগে পিন্টু সিনহার পিঠে l মাটিতে লুটিয়ে পড়েন পিন্টু l গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন l কিন্তু কে এই গুলি চালালো তা কেউই বুঝে উঠতে পারেনি l সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করে l কিন্তু কাউকে দেখতে পাননি তারা l খবর দেওয়া হয় স্থানীয় থানায় l স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় পিন্টু সিনহাকে প্রথমে পুঞ্চা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল থেকে তাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় l কিন্তু সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতার SSKM হাসপাতালে রেফার কোরানো হয় l সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাত 9:17 নাগাদ সে মারা যান l ঘটনার পর মৃতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া l

কি কারণে ওই তৃণমূল কর্মীর উপর হামলা হলো এবং কে ওই দুস্কৃতি তার তদন্ত শুরু করেছে পুলিশ l ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ l ঘটনার পর একদিন পার হয়ে গেলেও দুস্কৃতি এখনও অধরা l পরিবারের সদস্যদের অভিযোগ, "একদিন পার হয়ে গেলেও পুলিশ এখনও দুষ্কৃতিকে চিহ্নিতকরণই করতে পারলো না l" এ বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মৃতের পরিবার সহ এলাকার মানুষজনেরাও lConclusion:বুধবার ভোরবেলা পাড়ুই গ্রামের বাসিন্দা তৃণমূল কর্মী পিন্টু সিনহা ও বাবলু সিনহা কালী মন্দিরে ছাগ বলি দিয়ে নিজের বাড়ির গেটের সামনে মাংস কাটছিলেন l ঠিক সেই সময় হঠাৎই সামনের ঝোপ থেকে গুলির আওয়াজ শোনা যায় l গুলি এসে লাগে পিন্টু সিনহার পিঠে l মাটিতে লুটিয়ে পড়েন পিন্টু l গুলির আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন l কিন্তু কে এই গুলি চালালো তা কেউই বুঝে উঠতে পারেনি l সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারা এদিক সেদিক খোঁজাখুঁজি শুরু করে l কিন্তু কাউকে দেখতে পাননি তারা l খবর দেওয়া হয় স্থানীয় থানায় l স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় পিন্টু সিনহাকে প্রথমে পুঞ্চা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল থেকে তাকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় l কিন্তু সেখানেও তার অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতার SSKM হাসপাতালে রেফার কোরানো হয় l সেখানে চিকিৎসারত অবস্থায় বৃহস্পতিবার রাত 9:17 নাগাদ সে মারা যান l ঘটনার পর মৃতের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া l

কি কারণে ওই তৃণমূল কর্মীর উপর হামলা হলো এবং কে ওই দুস্কৃতি তার তদন্ত শুরু করেছে পুলিশ l ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ l ঘটনার পর একদিন পার হয়ে গেলেও দুস্কৃতি এখনও অধরা l পরিবারের সদস্যদের অভিযোগ, "একদিন পার হয়ে গেলেও পুলিশ এখনও দুষ্কৃতিকে চিহ্নিতকরণই করতে পারলো না l" এ বিষয়ে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন মৃতের পরিবার সহ এলাকার মানুষজনেরাও l

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.