ETV Bharat / state

BJP-র বিজয় মিছিলে লাঠিচার্জ, অভিযোগ খারিজ পুলিশের

BJP-র তরফে অভিযোগ, BJP কর্মীরা বাজি পটকা ফাটিয়ে ও গেরুয়া আবির উড়িয়ে উৎসব মানাচ্ছিল । সেই সময় পুলিশের গায়ে সেই আবির লাগে । ঘটনায় বচসা বাধে পুলিশ ও BJP কর্মী সমর্থকদের মধ্যে । এরপর বচসা বাড়ায় পুলিশ লাঠিচার্জ করে ।

BJP-র বিজয় মিছিলে লাঠিচার্জ
author img

By

Published : Jun 4, 2019, 6:03 PM IST

পুরুলিয়া, 4 জুন : BJP-র বিজয় মিছিলে পুলিশের লাঠিচার্জ । গতকাল সন্ধেয় ঘটনাটি ঘটে বলরামপুরের ফতেপুর গ্রামে । ঘটনায় জখম প্রায় 50 জনেরও বেশি BJP কর্মী । তাঁদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর ।

BJP - র অভিযোগ, লোকসভা নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েতে লিড পেয়েছে তারা । সে কারণেই বেরিয়েছিল বিজয় মিছিল । মিছিলে BJP কর্মীরা পটকা ফাটিয়ে, গেরুয়া আবির উড়িয়ে বিজয় উৎসব পালন করছিল । অভিযোগ, তখন পুলিশের গায়ে আবির লাগে । শুরু হয় বচসা । BJP- র অভিযোগ, তখনই তাদের কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । জখম হয় 50 জনেরও বেশি কর্মী ।

জখম BJP কর্মী সন্তোষ মাঝি জানান, সোমবার পুরুলিয়ার ফতেপুর গ্রামে BJP বিজয় মিছিলের আয়োজন করে । সেই মিছিলেই লাঠিচার্জের ঘটনা ঘটে । যদিও ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুরুলিয়া জেলা পুলিশ । পুলিশের দাবি, বিজয় মিছিলে পুলিশকে লক্ষ্য করে আবির ও বাজি ছোড়া হয় । তখনই বচসা বাধে । কিন্তু কোনওরকম লাঠিচার্জ হয়নি ।

পুরুলিয়া, 4 জুন : BJP-র বিজয় মিছিলে পুলিশের লাঠিচার্জ । গতকাল সন্ধেয় ঘটনাটি ঘটে বলরামপুরের ফতেপুর গ্রামে । ঘটনায় জখম প্রায় 50 জনেরও বেশি BJP কর্মী । তাঁদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর ।

BJP - র অভিযোগ, লোকসভা নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েতে লিড পেয়েছে তারা । সে কারণেই বেরিয়েছিল বিজয় মিছিল । মিছিলে BJP কর্মীরা পটকা ফাটিয়ে, গেরুয়া আবির উড়িয়ে বিজয় উৎসব পালন করছিল । অভিযোগ, তখন পুলিশের গায়ে আবির লাগে । শুরু হয় বচসা । BJP- র অভিযোগ, তখনই তাদের কর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । জখম হয় 50 জনেরও বেশি কর্মী ।

জখম BJP কর্মী সন্তোষ মাঝি জানান, সোমবার পুরুলিয়ার ফতেপুর গ্রামে BJP বিজয় মিছিলের আয়োজন করে । সেই মিছিলেই লাঠিচার্জের ঘটনা ঘটে । যদিও ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুরুলিয়া জেলা পুলিশ । পুলিশের দাবি, বিজয় মিছিলে পুলিশকে লক্ষ্য করে আবির ও বাজি ছোড়া হয় । তখনই বচসা বাধে । কিন্তু কোনওরকম লাঠিচার্জ হয়নি ।

Intro:পুরুলিয়া : বিজেপির বিজয় মিছিলে পুলিশের গায়ে গেরুয়া আবির লাগায় পুলিশের পাল্টা লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী l তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর l সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বলরামপুর থানার তেঁতলো গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে l পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে ওইদিন রাতেই দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করানো হয় l আহতদের বাকিদের মধ্যে চিকিৎসার জন্য কিছুজনকে পাঠানো হয় বলরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং কিছুজনকে পাঠানো হয়েছে টাটাতে l Body:গুরুতর আহত বিজেপি কর্মী সন্তোষ মাঝি ও প্রায় 55 বছর বয়সী বৃদ্ধ বিজেপি কর্মী রাজারাম মাহাতোরা জানান, "সোমবার পুরুলিয়ার ফতেপুর গ্রামে বিজেপির পক্ষ থেকে এক বিজয় মিছিলের আয়োজন করা হয় l সেই মিছিলে উৎসাহিত বিজেপি কর্মীরা বক্সের তালে তালে সামান্য বাজি পটকা ফাটিয়ে এবং গেরুয়া আবির উড়িয়ে বিজয় উৎসব মানাচ্ছিল l সেই সামান্য মিছিলে উপস্থিত একজন পুলিশ কর্মীর গায়ে গেরুয়া আবির লাগে l এই ঘটনায় পুলিশের বিজেপি কর্মীদের বচসা হয় l ঠিক তখনই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপর ব্যাপক ভাবে লাঠিচার্জ করে l ঘটনায় 50 জনেরও বেশি বিজেপি কর্মীর জখম হন l তাদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর হওয়ায় তড়িঘড়ি বিজেপি কর্মীর তাদের উদ্ধার করে 2 জনকে সদর হাসপাতালে, 3 জনকে বলরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং বাকি একজনকে টাটাতে চিকিৎসার জন্য পাঠায় l যদিও এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুরুলিয়া জেলা পুলিশ l পুলিশের দাবি, "বিজয় মিছিলে পুলিশকে লক্ষ করে বিজেপি কর্মী সমর্থকেরা গেরুয়া আবির ও পটকা ছুঁড়ে l তাই তাদের সঙ্গে বচসা বাধে l কিন্তু কোনোরকম লাঠিচার্জ করা হয়নি l"Conclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.