ETV Bharat / state

ডাইনি সন্দেহে বৃদ্ধাকে মারধরের অভিযোগ - পুরুলিয়া

পুরুলিয়ার বাঘমুন্ডিতে ডাইনি সন্দেহে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ ঘটনায় বৃদ্ধাসহ জখম তিনজন ৷

old lady attacked by villagers
জখম বৃদ্ধা
author img

By

Published : Jan 21, 2020, 2:01 AM IST

পুরুলিয়া, 21 জানুয়ারি : ডাইনি সন্দেহে বৃদ্ধাকে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তাঁর মেয়ে ও বউমা ৷ পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত রামডি গ্রামের ঘটনা ৷

জখম বৃদ্ধার নাম বেহুলা গোপ ৷ তাঁর মেয়ে ও বউমার নাম রেখা গোপ এবং বৈশাখী গোপ ৷ বৃদ্ধার জামাই নগেনচন্দ্র গোপ জানান, তাঁর শাশুড়িকে গ্রামবাসীরা ডাইনি বলে সন্দেহ করত ৷ আগেও এই নিয়ে ঝামেলা হয়েছিল ৷ গতকাল গ্রামবাসীরা ঘরে ঢুকে তাঁর শাশুড়িকে মারধর করে ৷ বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রী ৷

গুরুতর জখম অবস্থায় তিনজনকে প্রথমে বাঘমুন্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছিল ৷ কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে পুরুলিয়া সদর হাসপাতালে রেফার করা হয় ৷

ঘটনায় এখনও পর্যন্ত কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে বাঘমুন্ডি থানার পুলিশ ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

পুরুলিয়া, 21 জানুয়ারি : ডাইনি সন্দেহে বৃদ্ধাকে মারধরের অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ৷ বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত তাঁর মেয়ে ও বউমা ৷ পুরুলিয়ার বাঘমুন্ডি থানার অন্তর্গত রামডি গ্রামের ঘটনা ৷

জখম বৃদ্ধার নাম বেহুলা গোপ ৷ তাঁর মেয়ে ও বউমার নাম রেখা গোপ এবং বৈশাখী গোপ ৷ বৃদ্ধার জামাই নগেনচন্দ্র গোপ জানান, তাঁর শাশুড়িকে গ্রামবাসীরা ডাইনি বলে সন্দেহ করত ৷ আগেও এই নিয়ে ঝামেলা হয়েছিল ৷ গতকাল গ্রামবাসীরা ঘরে ঢুকে তাঁর শাশুড়িকে মারধর করে ৷ বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর স্ত্রী ৷

গুরুতর জখম অবস্থায় তিনজনকে প্রথমে বাঘমুন্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছিল ৷ কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে পুরুলিয়া সদর হাসপাতালে রেফার করা হয় ৷

ঘটনায় এখনও পর্যন্ত কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে বাঘমুন্ডি থানার পুলিশ ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Intro:পুরুলিয়া : ডাইনি সন্দেহে প্রৌঢ়াকে ব্যাপক মারধরের অভিযোগ উঠলো গ্রামবাসীদের বিরুদ্ধে l প্রৌঢ়াকে বাঁচাতে গিয়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হন প্রৌঢ়ার মেয়ে ও ছেলের বৌ l মারের আঘাতে গুরুতর আহত মা-মেয়ে-ছেলের বৌকে প্রথমে বাঘমুন্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় l তাদের অবস্থার অবনতি ঘটলে তাদের পুরুলিয়া সদর হাসপাতালে রেফার করা হয় l আজ ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার রামডি গ্রামে l আহতরা হলেন ঠাকুমা বেহুলা গোপ, মেয়ে বৈশাখী গোপ ও ছেলের বৌ রেখা গোপ l ঘটনার পরই কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে বাঘমুন্ডি থানার পুলিশ l গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ lBody:পুরুলিয়া Conclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.