পুরুলিয়া, 20 মে : মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায় ৷ শুক্রবার সকালে স্থানীয় কোটশিলা থানার অর্ন্তগত চিতমু গ্রাম পঞ্চায়েতের বড়রলা গ্রাম থেকে উদ্ধার হয়েছে পোস্টারগুলি ৷ লাল কালিতে লেখা ওই মাও নামাঙ্কিত পোস্টারগুলিতে রেললাইন উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে । সেই সঙ্গে পুলিশ প্রশাসনকেও সাবধান করা হয়েছে পোস্টারে (Maoist posters in Purulia) ৷
চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস নাগাদ পুরুলিয়ার আড়ষা, বাঘমুন্ডি থানার বেশকিছু জায়গা থেকে উদ্ধার হয়েছিল মাওবাদী নামাঙ্কিত পোস্টার । ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছিল পুলিশ । যদিও নিরাপত্তা বিষয়ে যথেষ্ট তৎপর হয়ে উঠেছে পুলিশ । প্রান্তিক পুরুলিয়া সীমান্ত লাগোয়া এলাকায় পুলিশের পক্ষ থেকে নাকা তল্লাশি চালানো হচ্ছে ।
আরও পড়ুন: Maoist poster at Sarenga : খেলা হবে তৃণমূল নেতাদের সঙ্গে, সারেঙ্গায় মাও পোস্টার
নিরাপত্তা বজায় রাখতে সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জঙ্গলমহলের জেলাগুলিতে এসে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকও করে গিয়েছেন । কিন্তু তারপরেও এই মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার হওয়ায় আতঙ্ককে আরও উসকে দিল । কারা এই পোষ্টার দিয়েছে তার তদন্তে নেমেছে পুলিশ ।
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেি ঝাড়গ্রাম, বাঁকুড়া, মেদিনীপুরেও মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধারের ঘটনা প্রকাশ্য আসে ৷ এরপর আবার পুরুলিয়ায় একই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে । পাশিপাশি বোমাতঙ্ক ঘিরে ধরেছে জেলাবাসীকে ।