পুরুলিয়া, 22 ফেব্রুয়ারি: নির্বাচনের মরশুমে উদ্ধার মাওবাদী নামাঙ্কিত পোস্টার ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জেলায় ৷ রবিবার এবং সোমবার, দু’দিন ধরে পুরুলিয়া জেলার বাঘমুণ্ডী, ঝালদা, কোটশিলা এবং বলরামপুর এলাকা থেকে লাল কালিতে লেখা অসংখ্য মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে।
পোস্টারিংয়ের খবর পাওয়ার পরই ঘটনাস্থলে যায় পুলিশ ৷ পোস্টারগুলি খুলে নিয়ে যায় তারা ৷ পোস্টারে কেন্দ্রের নয় তিন কৃষি আইন বাতিল-সহ রাজ্যের স্কুলগুলিতে উন্নত পঠনপাঠনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে ৷ পাশাপাশি, নানা ইশুতে রাজনৈতিক নেতা ও পুলিশ প্রশাসনকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ হুমকি দেওয়ার হয়েছে রেশন ডিলারদেরও ৷
পোস্টারে পুরনো এবং দলছুট মাওবাদীদেরও বার্তা দেওয়া হয়েছে ৷ তাঁদের ফের সক্রিয়ভাবে আন্দোলনে ফেরার ডাক দেওয়া হয়েছে পোস্টারগুলিতে ৷
আরও পড়ুন: দিলীপ ঘোষসহ 6 বিজেপি নেতার নামে মাওবাদী নামাঙ্কিত দেওয়াল লিখন
পোস্টারের নিচে লেখা রয়েছে সিপিআই মাওবাদী। পুরুলিয়ার পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাত জানান, পোস্টারগুলির সত্যতা যাচাই করে দেখা হচ্ছে ৷ কারা, কখন এই পোস্টারগুলি সাঁটাল, তার খোঁজ চলছে ৷