ETV Bharat / state

পোষ্যের আক্রমণে মৃত ব্যক্তি - kol

পোষ্য মোষের আক্রমণে প্রাণ হারালেন এক ব্যক্তি। আজ বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত জামবাইদ গ্রামে।

ব্যক্তি
author img

By

Published : Mar 1, 2019, 11:39 PM IST

পুরুলিয়া, ১ মার্চ : পোষ্য মোষের আক্রমণে প্রাণ হারালেন এক ব্যক্তি। আজ বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত জামবাইদ গ্রামে। মৃতের নাম প্রেম মাহাত (৫৭)।

বিকেলের দিকে ওই ব্যক্তি তার দুটি পোষ্য মোষকে পুকুরে স্নান করাতে নিয়ে যান। বাড়ি ফেরার সময় একটি মোষ হঠাৎই তাকে লক্ষ্য করে আক্রমণ করে। স্থানীয়রা সেই মোষটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সেই ফাঁকে প্রেম পালানোর চেষ্টা করে। তখন ওই মোষটি পিছন থেকে এসে তাকে বেশ কয়েকবার সিং দিয়ে তাঁকে গুঁতো মারে। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভরতি করলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গ্রামবাসীরা মোষটিকে জাল দিয়ে ধরে বেঁধে রাখা হয়েছে।

পুরুলিয়া, ১ মার্চ : পোষ্য মোষের আক্রমণে প্রাণ হারালেন এক ব্যক্তি। আজ বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত জামবাইদ গ্রামে। মৃতের নাম প্রেম মাহাত (৫৭)।

বিকেলের দিকে ওই ব্যক্তি তার দুটি পোষ্য মোষকে পুকুরে স্নান করাতে নিয়ে যান। বাড়ি ফেরার সময় একটি মোষ হঠাৎই তাকে লক্ষ্য করে আক্রমণ করে। স্থানীয়রা সেই মোষটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সেই ফাঁকে প্রেম পালানোর চেষ্টা করে। তখন ওই মোষটি পিছন থেকে এসে তাকে বেশ কয়েকবার সিং দিয়ে তাঁকে গুঁতো মারে। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভরতি করলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গ্রামবাসীরা মোষটিকে জাল দিয়ে ধরে বেঁধে রাখা হয়েছে।

Intro:পুরুলিয়া : কৃষি ও বনবিভাগে ওয়াটারশেড প্রকল্পের চুক্তিভিত্তিক কর্মচারীদের ৬০ বছর বয়স পর্যন্ত স্থায়ীকরণ করা সহ তিন দফা দাবি নিয়ে ভুমিসংরক্ষণ দপ্তরে স্মারকলিপি প্রদান করল ওয়াটারশেড ডেভেলপমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন l বুধবার জেলার 60 জন অস্থায়ী কর্মীরা এদিন ব্যানার, পোস্টার হাতে নিয়ে মিছিল করে ভুমিসংরক্ষণ দপ্তরের উপকৃষি অধিকর্তার নিকট দাবি দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন l Body:ওয়াটারশেড ডেভেলপমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারি সুভাষ ভট্টাচার্য জানান, মাসিক 14 হাজার থেকে 15 হাজার টাকা বেতনপ্রাপ্ত কর্মচারীগণরা দীর্ঘ তিন মাস বেতন পাননি l এমত অবস্থায় চরম সংকট দেখা দিয়েছে তাঁদের পরিবারে l তাছাড়া চুক্তিভিত্তিক জেলার এই 60 জন অস্থায়ী কর্মীদের মেয়াদ প্রায় শেষের মুখে l এবার তারা কি করবেন? কোথায় কাজ পাবেন প্রশ্ন কর্মীদের l তাদের মূল দাবি গুলি হলো বকেয়া বেতন প্রদান করা, চুক্তিভিত্তিক কর্মচারীদের 60 বছর পর্যন্ত স্থায়ীকরণ করা ও বেতন বৃদ্ধি করা l Conclusion:এই সমস্ত দাবি দাওয়া নিয়ে এদিন মিছিল সহকারে ওয়াটারশেড ডেভেলপমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের জেলার 60 জন চুক্তিভিত্তিক কর্মীরা একত্রিত হয়ে ভুমিসংরক্ষণ দপ্তরে স্মারকলিপি প্রদান করেন l তারা জানিয়েছেন, শীঘ্রই এই দাবিদাওয়া পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন l এবিষয়ে জেলার প্রকল্প আধিকারিক তথা ভূমি সংরক্ষণ দপ্তরের উপকৃষি অধিকর্তা দেবাশিষ দত্ত বলেন, তাদের দাবীগুলি বিবেচনা করা হবে l

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.