ETV Bharat / state

পচা আলুর মতো ছেঁটে ফেলা হবে, তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি মলয়ের - tmc meeting

মলয়বাবু বলেন, কিছু কর্মী রয়েছে যারা লোকসভা নির্বাচনে ভেতরে ভেতরে অন্য দলের হয়ে কাজ করেছেন । তাদের জন্যই দলের এই হার ।

মলয় ঘটক
author img

By

Published : Jun 22, 2019, 11:20 PM IST

Updated : Jun 23, 2019, 2:17 AM IST

পুরুলিয়া, 22 জুন : আজ পুরুলিয়ায় জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে আয়োজিত হয় কর্মিসভা । সেখানে দলীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মলয় ঘটক । কর্মিসভায় তিনি হুঁশিয়ারির সুরে বলেন, যারা তৃণমূলে থেকে অন্য দলের হয়ে কাজ করেছে, তাদের পচা আলুর মতো ছেঁটে ফেলা হবে । সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাত, জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাত সহ দলের অন্য নেতাকর্মীরা ।

সভায় মলয়বাবু বলেন, " কিছু কর্মী রয়েছে যারা লোকসভা নির্বাচনে ভেতরে ভেতরে অন্য দলের হয়ে কাজ করেছে । তাদের জন্যই দলের এই হার । সেই সমস্ত কর্মীদের এত তাড়াতাড়ি চিহ্নিত করা কঠিন । একটু সময় দিলে তাদের চিহ্নিত করে পচা আলুর মতো ছেঁটে ফেলা হবে । "

মলয়বাবু আরও বলেন, " বিধানসভা নির্বাচনের আগেই বিধানসভা ভিত্তিক নতুন করে কোর কমিটি গঠন করা হবে । দল আবার ঘুরে দাঁড়াবে । মমতা ব্যানার্জির উন্নয়ন, আদর্শ ও নীতি মানুষের কাছে তুলে ধরুন । আর মানুষের পাশে থাকুন । তাহলেই দেখবেন রাজ্যে বিরোধী বলে কেউ থাকবে না । "

পুরুলিয়া, 22 জুন : আজ পুরুলিয়ায় জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে আয়োজিত হয় কর্মিসভা । সেখানে দলীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মলয় ঘটক । কর্মিসভায় তিনি হুঁশিয়ারির সুরে বলেন, যারা তৃণমূলে থেকে অন্য দলের হয়ে কাজ করেছে, তাদের পচা আলুর মতো ছেঁটে ফেলা হবে । সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাত, জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি, প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাত সহ দলের অন্য নেতাকর্মীরা ।

সভায় মলয়বাবু বলেন, " কিছু কর্মী রয়েছে যারা লোকসভা নির্বাচনে ভেতরে ভেতরে অন্য দলের হয়ে কাজ করেছে । তাদের জন্যই দলের এই হার । সেই সমস্ত কর্মীদের এত তাড়াতাড়ি চিহ্নিত করা কঠিন । একটু সময় দিলে তাদের চিহ্নিত করে পচা আলুর মতো ছেঁটে ফেলা হবে । "

মলয়বাবু আরও বলেন, " বিধানসভা নির্বাচনের আগেই বিধানসভা ভিত্তিক নতুন করে কোর কমিটি গঠন করা হবে । দল আবার ঘুরে দাঁড়াবে । মমতা ব্যানার্জির উন্নয়ন, আদর্শ ও নীতি মানুষের কাছে তুলে ধরুন । আর মানুষের পাশে থাকুন । তাহলেই দেখবেন রাজ্যে বিরোধী বলে কেউ থাকবে না । "

Intro:পুরুলিয়া : দলীয় কর্মীসভায় যোগ দিয়ে জেলা নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিলেন আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক l শনিবার পুরুলিয়া শহরের একটি বেসরকারি হোটেলে পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্বের উদ্যোগে আয়োজিত হয় একটি দলীয় কর্মিসভা l এদিনের ওই বৈঠকে দলীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক l এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জী, প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতো সহ দলের অন্যান্য নেতাকর্মীরা lBody:প্রসঙ্গত, বিগত লোকসভা নির্বাচনে রাজের বিভিন্ন লোকসভা কেন্দ্রে নিজেদের পায়ের তোলার মাটি খুঁইয়েছে তৃণমূল l আর তারপর থেকেই নড়েচড়ে বসেছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী l একাধিকবার জেলাস্তরের প্রথম শ্রেণীর নেতাকর্মী থেকে নিচু তোলার কর্মীদের সঙ্গে বৈঠকও করেছেন l বদল করেছেন নির্বাচিত প্রতিনিধিদের পদ l এই তালিকায় রয়েছে পুরুলিয়ার মন্ত্রী শান্তিরাম মাহাতোও l একই সঙ্গে প্রথম স্তরের রাজ্য নেতৃত্বদের দিয়ে জেলায় জেলায় দলীয় কর্মসূচি করে হারের পর্যবেক্ষণ করারও নির্দেশ দিয়েছেন তিনি l এরই পরিপ্রেক্ষিতে জেলায় একাধিকবার পরিদর্শনে দলীয় বৈঠক সারলেন আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক l শনিবারও জেলা স্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৈঠকে হারানো জমি ফিরে পাওয়ার টেকনিক তুলে ধরলেন তিনি l একই সঙ্গে দুই নৌকায় পা দেওয়া কর্মীদের হুঁশিয়ারিও দেন তিনি l Conclusion:এদিন মলয় ঘটক তার বক্তব্যে বলেন, "কিছু কর্মী রয়েছে যারা লোকসভা নির্বাচনে ভেতরে ভেতরে অন্য দলের হয়ে কাজ করেছেন l তাদের জন্যই দলের এই হার l সেই সমস্ত কর্মীদের এতো তাড়াতাড়ি চিহ্নিত করা কঠিন l একটু সময় দিলে তাদের চিহ্নিত করে পচা আলুর মতো ছেঁটে ফেলা হবে l" একই সঙ্গে তিনি বলেন, "বিধানসভা নির্বাচনের আগেই বিধানসভা ভিত্তিক নতুন করে কোর কমিটি গঠন করা হবে l দল আবার ঘুরে দাঁড়াবে l মমতা ব্যানার্জীর উন্নয়ন, আদর্শ ও নীতি মানুষের কাছে তুলে ধরুন l আর মানুষের পাশে থাকুন l তাহলেই দেখবেন রাজ্যে বিরোধী বলে কেউ থাকবে না l"
Last Updated : Jun 23, 2019, 2:17 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.