ETV Bharat / state

BJP নেতাকে ভোজালির কোপ, প্রাণে বাঁচলেন প্রার্থী - bjp leader

পুরুলিয়ায় BJP প্রার্থীর উপর হামলা চালাল দুষ্কৃতীরা। তিনি প্রাণে বাঁচলেও ভোজালির কোপে গুরুতর আহত হয়েছেন এক BJP নেতা।

আহত BJP নেতা
author img

By

Published : Apr 26, 2019, 2:12 PM IST

Updated : Apr 26, 2019, 2:40 PM IST

কোটশিলা(পুরুলিয়া), 26 এপ্রিল : পুরুলিয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত-র উপর হামলা চালাল দুষ্কৃতীরা। তিনি কোনওরকমে প্রাণে বাঁচলেও ভোজালির কোপে গুরুতর আহত হয়েছেন এক BJP নেতা। ঘটনাটি পুরুলিয়ার কোটশিলা এলাকার। আহত শালগ্রাম মাহাত স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য।

আজ প্রচারে বেরোন BJP প্রার্থী। সঙ্গে ছিলেন দলের নেতা, কর্মী ও সমর্থকরা। আচমকাই তাঁর উপর হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। শেষ মুহূর্তে সরে যাওয়ায় ভোজালির কোপ গিয়ে পড়ে শালগ্রামের উপর। তাঁকে পুরুলিয়া দেবেন মাহাত হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর গলার ডানদিকে ভোজালির আঘাত লেগেছে।

দেখুন ভিডিয়ো

BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "প্রচার চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোজালি নিয়ে আমার উপর হামলা চালায় । কিন্তু, ভোজালির আঘাত লাগে পাশে থাকা BJP-র পঞ্চায়েত সমিতির সদস্যের উপর । এই ঘটনায় তৃণমূলের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি । প্রতিবাদে জেলাজুড়ে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে । নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে ।"

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "ভোটের আগে সন্ত্রাস করে বাজিমাত করতে চাইছে শাসকদল তৃণমূল কংগ্রেস । আজ আমাদের প্রার্থীকে খুন করতে চেয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন । আহত হন পঞ্চায়েত সমিতির সদস্য।"

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি বলেন, "এই ঘটনায় তৃণমূল জড়িত নয় । এটা সম্পূর্ণভাবে একটি পারিবারিক ঝামেলা । সেটাতে BJP রাজনৈতিক রং লাগাতে চাইছে । আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব ।

কোটশিলা(পুরুলিয়া), 26 এপ্রিল : পুরুলিয়া লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত-র উপর হামলা চালাল দুষ্কৃতীরা। তিনি কোনওরকমে প্রাণে বাঁচলেও ভোজালির কোপে গুরুতর আহত হয়েছেন এক BJP নেতা। ঘটনাটি পুরুলিয়ার কোটশিলা এলাকার। আহত শালগ্রাম মাহাত স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য।

আজ প্রচারে বেরোন BJP প্রার্থী। সঙ্গে ছিলেন দলের নেতা, কর্মী ও সমর্থকরা। আচমকাই তাঁর উপর হামলা চালায় বেশ কয়েকজন দুষ্কৃতী। শেষ মুহূর্তে সরে যাওয়ায় ভোজালির কোপ গিয়ে পড়ে শালগ্রামের উপর। তাঁকে পুরুলিয়া দেবেন মাহাত হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁর গলার ডানদিকে ভোজালির আঘাত লেগেছে।

দেখুন ভিডিয়ো

BJP প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "প্রচার চলাকালীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোজালি নিয়ে আমার উপর হামলা চালায় । কিন্তু, ভোজালির আঘাত লাগে পাশে থাকা BJP-র পঞ্চায়েত সমিতির সদস্যের উপর । এই ঘটনায় তৃণমূলের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি । প্রতিবাদে জেলাজুড়ে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে । নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে ।"

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে BJP জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "ভোটের আগে সন্ত্রাস করে বাজিমাত করতে চাইছে শাসকদল তৃণমূল কংগ্রেস । আজ আমাদের প্রার্থীকে খুন করতে চেয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন । আহত হন পঞ্চায়েত সমিতির সদস্য।"

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালি বলেন, "এই ঘটনায় তৃণমূল জড়িত নয় । এটা সম্পূর্ণভাবে একটি পারিবারিক ঝামেলা । সেটাতে BJP রাজনৈতিক রং লাগাতে চাইছে । আমরা রাজনৈতিকভাবে এর মোকাবিলা করব ।

Intro:পুরুলিয়া : প্রাণে বাঁচলেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো। তবে দুষ্কৃতীর ভোজালির কোপে গুরুতর আহত হলেন ভোট প্রচারে প্রার্থীর পাশে থাকা স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য l আহত ওই বিজেপি নেতার নাম শালগ্রাম মাহাতো।l শুক্রবার ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার কোটশিলা থানার মাঝিডি গ্রামে কাছে।
Body:প্রসঙ্গত, এদিন দলীয় ভোট প্রচারে ওই এলাকায় গিয়েছিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো l তার সঙ্গে ছিলেন রাজ্য যুব মোর্চার এক নেতা সহ স্থানীয় বিজেপি কার্যকর্তারা। প্রচার চলাকালীন সশস্ত্র দুষ্কৃতীর একটি দল অতর্কিত হামলা চালায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে। জ্যোতির্ময় কোন ক্রমে সরে যেতেই ভোজালির কোপ পড়ে পাশে থাকা বিজেপির পঞ্চায়েত সদস্যের উপর l দুস্কৃতির ভোজালির কোপে আশঙ্কাজনক অবস্থায় পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় l চিকিৎসকরা জানান, তার গলার ডান পাশে ভোজালির কোপে গভীর ক্ষত হয়েছে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "ভোটের আগে সন্ত্রাস করে বাজিমাত করতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন আমাদের প্রার্থীকে খুন করতে চেয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভাগ্যক্রমে বাঁচলেন তিনি । তবুও পাশে থাকা এক পঞ্চায়েত সমিতির সদস্য গুরুতর আহত হন। এইভাবে খুন খারাপি এবং রক্তাক্ত করে ভোটে জেতা যাবে না। এর প্রতিবাদ জনগণকে নিয়ে করবো আমরা। এর প্রতিবাদ জানিয়ে জেলা জুড়ে বিভিন্ন জায়গায় পথ অবরোধ বিক্ষোভের ডাক দেন তিনি l" পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ঘটনার ব্যাপারে জানান, "দলীয় প্রচার চলাকালীন হঠাৎ তৃণমূল আশ্রিত এক দুষ্কৃতি ভোজালি নিয়ে আমার উপর হামলা চালায় l ঘটনায় কোনোক্রমে বেঁচে যাই আমি l কিন্তু ভোজালির সেই আঘাত লাগে পাশে থাকা বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের উপর l তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় l অবস্থার পরিণতি হলে তাকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় l এই ঘটনায় তৃণমূলের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি l প্রতিবাদে আমরা জেলা জুড়ে পথ অবরোধ বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে l সেই সঙ্গে নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হবে l Conclusion:অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক নবেন্দু মাহালী জানান, "এই ঘটনায় তৃণমূল কোনোভাবেই জড়িত নয় l এটা সম্পূর্ণ ভাবে পারিবারিক ঝামেলা l সেটাকে বিজেপি রাজনৈতিক রং লাগাতে চাইছে l আমরা রাজনৈতিক ভাবে এর মোকাবিলা করবো l এই ঘটনার পর ব্যাপক রাজনৈতিক চাপানউতোর তৈরী হয়েছে জেলা জুড়ে l এই ঘটনার প্রতিবাদে জেলা বিজেপির পক্ষ থেকে কোটশিলা, পুরুলিয়া শহরের পোস্ট অফিস মোড় সহ একাধিক জায়গায় ঘন্টাখানেক ধরে পথ অবরোধ বিক্ষোভে সামিল হয় বিজেপি l
Last Updated : Apr 26, 2019, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.