ETV Bharat / state

কিশোরীকে মারধর-শ্লীলতাহানি, গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী - molestation case

কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে পুরুলিয়ায় গ্রেপ্তার এক প্রাক্তন সেনাকর্মী । গতরাতেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে । অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনের ধারায় মামলা করা হয়েছে ।

গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী
author img

By

Published : Jul 14, 2019, 9:23 PM IST

পুরুলিয়া, 14 জুলাই : কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী । পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত চিলা গ্রামের ঘটনা ।

গতরাতে বাড়ির সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে প্রাক্তন ওই সেনাকর্মীর বচসা বাধে । সেই সময় ওই ব্যক্তির মেয়ে বচসা থামাতে বাইরে বেরিয়ে আসে । অভিযোগ, সেই সময় ওই প্রাক্তন সেনাকর্মী ওই কিশোরীকে মারধর এবং শ্লীলতাহানি করে ।

গতরাতেই বান্দোয়ান থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবার । পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে । অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনের ধারায় মামলা করা হয়েছে । আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । বিচারক অভিযুক্তের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

পুরুলিয়া, 14 জুলাই : কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন সেনাকর্মী । পুরুলিয়ার বান্দোয়ান থানার অন্তর্গত চিলা গ্রামের ঘটনা ।

গতরাতে বাড়ির সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে প্রাক্তন ওই সেনাকর্মীর বচসা বাধে । সেই সময় ওই ব্যক্তির মেয়ে বচসা থামাতে বাইরে বেরিয়ে আসে । অভিযোগ, সেই সময় ওই প্রাক্তন সেনাকর্মী ওই কিশোরীকে মারধর এবং শ্লীলতাহানি করে ।

গতরাতেই বান্দোয়ান থানায় অভিযোগ দায়ের করে ওই কিশোরীর পরিবার । পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে । অভিযুক্তের বিরুদ্ধে POCSO আইনের ধারায় মামলা করা হয়েছে । আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় । বিচারক অভিযুক্তের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

Intro:পুরুলিয়া : শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে গ্রেপ্তার এক প্রাক্তন সেনাকর্মী l ঘটনাটি ঘটেছে বান্দোয়ান থানার চিলা গ্রামে l গতকাল রাতে বাড়ির সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী ধীরেন কর্মকারের সাথে প্রাক্তন এই সেনাকর্মীর বচসা ও মারধরের ঘটনা ঘটে l সেই সময় ধীরেন কর্মকারের মেয়ে ক্লাস এইটের ছাত্রী বচসা থামাতে আসে l অভিযোগ সেই সময় এই প্রাক্তন সেনাকর্মী ছাত্রীকে মারধর এবং শ্লীলতাহানি করে বলে lBody:এরপরই গতকাল রাতে বন্দোয়ান থানায় অভিযোগ দায়ের করে এই ছাত্রীর পরিবার l অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে বন্দোয়ান থানার পুলিশ l অভিযুক্তর বিরুদ্ধে মারধর ও পকসো ধারায় মামলা করা হয়েছে l রবিবার তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন l এদিন ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা হয় সদর হাসপাতালে lConclusion:পুরুলিয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.