ETV Bharat / state

Credit Card for Fishermen : মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড দিতে ফর্ম বিলি শুরু পুরুলিয়ায়

পুরুলিয়ায় শুরু হয়ে গেল মৎস্যজীবীদের ক্রেডিট কার্ডের (Credit Card for Fishermen) জন্য আবেদনপত্র বিলি ও জমা নেওয়ার কাজ ৷ সোমবার পুরুলিয়া-1 ব্লকের ময়রাডি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক মৎস্য আধিকারিক স্বপ্নীল চট্টোপাধ্যায়-সহ প্রশাসনের অন্য কর্তাব্যক্তিরা ৷

form distribution and submission starts in purulia for fishermen credit card
Credit Card for Fishermen : মৎস্যজীবীদের ক্রেডিড কার্ড দিতে ফর্ম বিলি শুরু পুরুলিয়ায়
author img

By

Published : Dec 20, 2021, 8:37 PM IST

Updated : Dec 20, 2021, 9:46 PM IST

পুরুলিয়া, 20 ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর ঘোষণা মাফিক পুরুলিয়ায় শুরু হয়ে গেল মৎস্যজীবীদের ক্রেডিট কার্ডের (Credit Card for Fishermen) জন্য আবেদনপত্র বিলি ও জমা নেওয়ার কাজ ৷ সোমবার পুরুলিয়া-1 ব্লকের ময়রাডি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয় ৷ এই ক্রেডিট কার্ডের আওতায় মৎস্যজীবীরা প্রয়োজনে সর্বাধিক 2 লক্ষ টাকা ঋণ নিতে পারবেন ৷

আরও পড়ুন : Student Credit Card : স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ মঞ্জুর মাত্র 16 শতাংশের

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া-1 ব্লকের মৎস্য আধিকারিক স্বপ্নীল চট্টোপাধ্যায়-সহ প্রশাসনের অন্য কর্তাব্যক্তিরা ৷ স্বপ্নীল বলেন, ‘‘আজ এই শিবিরে প্রকল্পটির সূচনা করা হল ৷ আজ মৎস্যজীবীদের মধ্যে ক্রেডিট কার্ডের জন্য আবেদনপত্র বিলি করা হবে ৷ একইসঙ্গে, আবেদনপত্র পূরণ করে তা এই শিবিরে জমাও দিতে পারবেন মৎস্যজীবীরা ৷ আগামী দিনে ‘দুয়ারে সরকার’-এর শিবিরগুলিতেও এই কাজ চলবে ৷ এর ফলে মৎস্য চাষের প্রয়োজনী অর্থ সংগ্রহ করতে সুবিধা হবে মাছচাষিদের ৷’’

আরও পড়ুন : Student Credit Card : 10 লাখ টাকা পর্যন্ত ঋণের সুবিধা, রাজ্যই গ্যারান্টার

পুরুলিয়া, 20 ডিসেম্বর : মুখ্যমন্ত্রীর ঘোষণা মাফিক পুরুলিয়ায় শুরু হয়ে গেল মৎস্যজীবীদের ক্রেডিট কার্ডের (Credit Card for Fishermen) জন্য আবেদনপত্র বিলি ও জমা নেওয়ার কাজ ৷ সোমবার পুরুলিয়া-1 ব্লকের ময়রাডি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয় ৷ এই ক্রেডিট কার্ডের আওতায় মৎস্যজীবীরা প্রয়োজনে সর্বাধিক 2 লক্ষ টাকা ঋণ নিতে পারবেন ৷

আরও পড়ুন : Student Credit Card : স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ মঞ্জুর মাত্র 16 শতাংশের

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া-1 ব্লকের মৎস্য আধিকারিক স্বপ্নীল চট্টোপাধ্যায়-সহ প্রশাসনের অন্য কর্তাব্যক্তিরা ৷ স্বপ্নীল বলেন, ‘‘আজ এই শিবিরে প্রকল্পটির সূচনা করা হল ৷ আজ মৎস্যজীবীদের মধ্যে ক্রেডিট কার্ডের জন্য আবেদনপত্র বিলি করা হবে ৷ একইসঙ্গে, আবেদনপত্র পূরণ করে তা এই শিবিরে জমাও দিতে পারবেন মৎস্যজীবীরা ৷ আগামী দিনে ‘দুয়ারে সরকার’-এর শিবিরগুলিতেও এই কাজ চলবে ৷ এর ফলে মৎস্য চাষের প্রয়োজনী অর্থ সংগ্রহ করতে সুবিধা হবে মাছচাষিদের ৷’’

আরও পড়ুন : Student Credit Card : 10 লাখ টাকা পর্যন্ত ঋণের সুবিধা, রাজ্যই গ্যারান্টার

Last Updated : Dec 20, 2021, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.