ETV Bharat / state

ভরদুপুরে পুরুলিয়ার জনবহুল রাস্তায় গুলি, জখম 1 - firing

আজ দুপুরে পুরুলিয়ার আপার বেনিয়াসোল এলাকায় জনবহুল রাস্তায় মহম্মদ ফিরোজ় নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা । গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

গুলিতে জখম ব্যক্তি
author img

By

Published : May 24, 2019, 8:14 PM IST

পুরুলিয়া, 24 মে : প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তায় চলল গুলি । গুলিবিদ্ধ 1 । নাম মহম্মদ ফিরোজ় (40) । আজ দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়ার আদ্রা থানার অন্তর্গত আপার বেনিয়াসোল এলাকায় ।

ফিরোজ়ের বাড়ি আদ্রা থানার অন্তর্গত আপার বেনিয়াসল এলাকায় । দুপুরে একটি মোটরবাইকে করে তিনি মসজিদের দিকে যাচ্ছিলেন । সেসময় উলটো দিক থেকে একটি মোটরবাইক এসে তাঁর পথ আটকায় । কিছু বুঝে উঠার আগেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পর পর দু'টি গুলি চালায় । একটি গুলি পায়ে লাগে । গুলির আওয়াজ শুনেই ছুটে আসেন স্থানীয়রা । কিন্তু তার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । ঘটনাস্থানে পৌঁছেছে আদ্রা থানার পুলিশ । তদন্ত চলছে ।

পুরুলিয়া, 24 মে : প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তায় চলল গুলি । গুলিবিদ্ধ 1 । নাম মহম্মদ ফিরোজ় (40) । আজ দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়ার আদ্রা থানার অন্তর্গত আপার বেনিয়াসোল এলাকায় ।

ফিরোজ়ের বাড়ি আদ্রা থানার অন্তর্গত আপার বেনিয়াসল এলাকায় । দুপুরে একটি মোটরবাইকে করে তিনি মসজিদের দিকে যাচ্ছিলেন । সেসময় উলটো দিক থেকে একটি মোটরবাইক এসে তাঁর পথ আটকায় । কিছু বুঝে উঠার আগেই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে পর পর দু'টি গুলি চালায় । একটি গুলি পায়ে লাগে । গুলির আওয়াজ শুনেই ছুটে আসেন স্থানীয়রা । কিন্তু তার আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । ঘটনাস্থানে পৌঁছেছে আদ্রা থানার পুলিশ । তদন্ত চলছে ।

Intro:পুরুলিয়া : ভোট গণনার পরদিনই প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তায় চললো একাধিকবার গুলি l সেই গুলিতে জখম হন এক ব্যক্তি l আহত ওই ব্যক্তির নাম এমডি ফিরোজ (40) l তার বাড়ি আদ্রা থানার আপার বেনিয়াসলের এলাকায় l কিছু বুঝে ওঠার আগেই বাইক নিয়ে ফেরার হয়ে যায় দুষ্কৃতিরা l তড়িঘড়ি এলাকার এলাকাবাসীরা তাকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করান l আজ দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়ার জেলার আদ্রা থানা আপার বেনিয়াসোল এলাকায়। ঘটনায় নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠেছে জেলা পুলিশের বিরুদ্ধে l Body:প্রসঙ্গত, এদিন দুপুরে আদ্রা থানা এলাকার আপার বেনিয়াসলের বাসিন্দা এমডি ফিরোজ (৪০) এক আত্মীয়র সাথে মোটর সাইকেলে করে মসজিদের দিকে যাচ্ছিলেন l ঠিক সেই সময় সড়কবাঁধের কাছে আচমকাই অপরদিক থেকে একটি মোটরসাইকেলে এসে তাদের পথ আটকায় l করায় কিছু বুঝে উঠার আগেই দুষ্কৃকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। পর পর দুটি গুলি চালালেও একটি গুলি তার পায়ে লাগে। গুলির আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয়রা l সুযোগ বুঝে বাইকে করে পালিয়ে যায় দুষ্কৃতীরা l স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান l ভোট গণনার পরদিনই গুলি চালনার এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় l তবে এই ঘটনায় কোনো রাজনৈতিক রং জড়িয়ে আছে কি না তার তদন্ত শুরু করেছে আদ্রা থানার পুলিশ lConclusion:পুরুলিয়া

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.