ETV Bharat / state

রেশনের মান খতিয়ে দেখতে পরিদর্শনে পুরুলিয়ার জেলাশাসক - dm visits ration stores amid lockdown in purulia

আজ পুরুলিয়া জেলা পাড়া, রঘুনাথপুর 1 ও 2, নিতুড়িয়া, সাঁতুড়ি ব্লকগুলিতে জেলাশাসক ও তাঁর বিশেষ টিম পরিদর্শনে যান ৷

dm visits ration stores amid lockdown in purulia
রেশনের মান খতিয়ে দেখতে পরিদর্শনে পুরুলিয়ার জেলাশাসক
author img

By

Published : May 3, 2020, 4:30 PM IST

পুরুলিয়া, 3 মে : লকডাউনে রেশন দোকানগুলিতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি ? উপভোক্তারা মাস্ক পরে রেশন সংগ্রহ করছেন কি ? রেশন সামগ্রীর মান কীরকম?৷ আজ পরিদর্শনে গিয়ে সবকিছু সরেজমিনে খতিয়ে দেখলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ৷ আজ পুরুলিয়া জেলা পাড়া, রঘুনাথপুর 1 ও 2, নিতুড়িয়া, সাঁতুড়ি ব্লকগুলিতে জেলাশাসক ও তাঁর বিশেষ টিম পরিদর্শনে যান ৷

প্রতিটি ব্লক এলাকায় রেশন দোকানগুলিতে ঘুরে ঘুরে রেশন সামগ্রীর মান খতিয়ে দেখেন তিনি ৷ পাশাপাশি, রেশন দোকানগুলিতে সামাজিক দূরত্ব মানার নির্দেশ দেন ৷ মাস্ক না পরলে রেশন না দেওয়ারও নির্দেশ দেন রেশন ডিলারদের ৷ সকলকেই সমানভাবে রেশন সামগ্রী দেওয়ার নির্দেশ দেন তিনি ৷ একইসঙ্গে যাঁদের রেশন কার্ড নেই তাঁদের ফুড কুপনও বিলি করেন তিনি ৷ কথা বলেন উপভোক্তা ও রেশন ডিলারদের সঙ্গে ৷

কোরোনা মোকাবিলায় টানা এক মাসের বেশি সময় ধরে দেশ জুড়ে চলছে লকডাউন ৷ ফলে বহু পরিবারে দেখা দিয়েছে অভাব ৷ আর তাই রাজ্য সরকার বর্ধিত হারে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত রেশন সামগ্রী দেওয়ার কথা ঘোষনা করে ৷ পাশাপাশি, যাঁদের রেশন কার্ড নেই তাঁদের ফুড কুপনের মাধ্যমে রেশন দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে ৷ ওই নতুন নির্দেশিকা অনুযায়ী পুরুলিয়া জেলা জুড়ে রেশন সামগ্রী দেওয়ার কাজ শুরু হয় ৷ তাই রাজ্য সরকারের নির্দেশ মতো মানুষ বর্ধিত হারে রেশন সামগ্রী পাচ্ছেন কি না ৷ সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি না ৷ মাস্ক পরে রেশন সংগ্রহ করছেন কি না উপভোক্তারা, সেসব সরেজমিনে খতিয়ে দেখলেন জেলাশাসক রাহুল মজুমদার ও তাঁর বিশেষ টিম ৷

জেলাশাসক রাহুল মজুমদার বলেন, "এবার থেকে মাস্ক না পরলে মিলবে না রেশন ৷ পাশাপাশি, সামাজিক দূরত্ব মেনে রেশন সংগ্রহ করতে হবে উপভোক্তাদের ৷ আর এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে জেলার বেশ কয়েকটি ব্লক এলাকায় আজ পরিদর্শনে যাওয়া হয় ৷ সেখানে গিয়ে রেশন সামগ্রীর মানও খতিয়ে দেখা হয় ৷ রেশন ডিলারদের সঙ্গে ও উপভোক্তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয় ৷ সাধারণ মানুষকেও নিজেদের প্রাপ্য বুঝে ও রেশনের মান দেখে রেশন সামগ্রী নেওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ এছাড়াও এখনও পর্যন্ত যাঁদের রেশন কার্ড নেই তাঁদের ফুড কুপন বিলি করা হয় ৷ ওই ফুড কুপন থেকে উপভোক্তারা স্থানীয় রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী নিতে পারবেন ৷ "

পুরুলিয়া, 3 মে : লকডাউনে রেশন দোকানগুলিতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি ? উপভোক্তারা মাস্ক পরে রেশন সংগ্রহ করছেন কি ? রেশন সামগ্রীর মান কীরকম?৷ আজ পরিদর্শনে গিয়ে সবকিছু সরেজমিনে খতিয়ে দেখলেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার ৷ আজ পুরুলিয়া জেলা পাড়া, রঘুনাথপুর 1 ও 2, নিতুড়িয়া, সাঁতুড়ি ব্লকগুলিতে জেলাশাসক ও তাঁর বিশেষ টিম পরিদর্শনে যান ৷

প্রতিটি ব্লক এলাকায় রেশন দোকানগুলিতে ঘুরে ঘুরে রেশন সামগ্রীর মান খতিয়ে দেখেন তিনি ৷ পাশাপাশি, রেশন দোকানগুলিতে সামাজিক দূরত্ব মানার নির্দেশ দেন ৷ মাস্ক না পরলে রেশন না দেওয়ারও নির্দেশ দেন রেশন ডিলারদের ৷ সকলকেই সমানভাবে রেশন সামগ্রী দেওয়ার নির্দেশ দেন তিনি ৷ একইসঙ্গে যাঁদের রেশন কার্ড নেই তাঁদের ফুড কুপনও বিলি করেন তিনি ৷ কথা বলেন উপভোক্তা ও রেশন ডিলারদের সঙ্গে ৷

কোরোনা মোকাবিলায় টানা এক মাসের বেশি সময় ধরে দেশ জুড়ে চলছে লকডাউন ৷ ফলে বহু পরিবারে দেখা দিয়েছে অভাব ৷ আর তাই রাজ্য সরকার বর্ধিত হারে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত রেশন সামগ্রী দেওয়ার কথা ঘোষনা করে ৷ পাশাপাশি, যাঁদের রেশন কার্ড নেই তাঁদের ফুড কুপনের মাধ্যমে রেশন দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে ৷ ওই নতুন নির্দেশিকা অনুযায়ী পুরুলিয়া জেলা জুড়ে রেশন সামগ্রী দেওয়ার কাজ শুরু হয় ৷ তাই রাজ্য সরকারের নির্দেশ মতো মানুষ বর্ধিত হারে রেশন সামগ্রী পাচ্ছেন কি না ৷ সামাজিক দূরত্ব মানা হচ্ছে কি না ৷ মাস্ক পরে রেশন সংগ্রহ করছেন কি না উপভোক্তারা, সেসব সরেজমিনে খতিয়ে দেখলেন জেলাশাসক রাহুল মজুমদার ও তাঁর বিশেষ টিম ৷

জেলাশাসক রাহুল মজুমদার বলেন, "এবার থেকে মাস্ক না পরলে মিলবে না রেশন ৷ পাশাপাশি, সামাজিক দূরত্ব মেনে রেশন সংগ্রহ করতে হবে উপভোক্তাদের ৷ আর এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে জেলার বেশ কয়েকটি ব্লক এলাকায় আজ পরিদর্শনে যাওয়া হয় ৷ সেখানে গিয়ে রেশন সামগ্রীর মানও খতিয়ে দেখা হয় ৷ রেশন ডিলারদের সঙ্গে ও উপভোক্তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয় ৷ সাধারণ মানুষকেও নিজেদের প্রাপ্য বুঝে ও রেশনের মান দেখে রেশন সামগ্রী নেওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ এছাড়াও এখনও পর্যন্ত যাঁদের রেশন কার্ড নেই তাঁদের ফুড কুপন বিলি করা হয় ৷ ওই ফুড কুপন থেকে উপভোক্তারা স্থানীয় রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী নিতে পারবেন ৷ "

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.