পুরুলিয়া, 17 মার্চ: নষ্ট হতে চলেছে পুরুলিয়ার অন্যতম শুটিং স্পট আঘরপুর । জয়পুর ব্লকের আঘরপুর ডুংরি জেলার একটি অন্যতম চলচ্চিত্র শুটিং এর জায়গা । বহু বাংলা ছবি ও তথ্য চিত্রের শুটিং হয়েছে এই জায়গায় (Purulia On Shooting Spot)। বর্তমানে এই জায়গাটিতে শুরু হয়েছে নির্মাণ আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে জেলার শিল্পী ও শিল্পপ্রেমী মানুষরা । সম্প্রতি এই ক্ষোভের কথা জানিয়ে জেলাশাসকের কাছে আবেদনও করেছেন কয়েকজন শিল্পী ।
বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে জায়গাটির সৌন্দর্য্য ৷ এই জায়গাটিতে প্রতি বছর মেলাও বসে । মহাশ্বেতা দেবীর গল্প অবলম্বনে বুদ্ধদেব দাশগুপ্তের পরিচালনায় ৬টি টেলিফিল্ম শুটিং হয়েছে এই আঘরপুরে । এছাড়াও মন্দ মেয়ের উপাখ্যান, জানালা, কাঁটাতার, দুই পৃথিবী, বেদেনি, মেঘে ঢাকা তারা, যোদ্ধা, বাড়ির কাছে আরশি নগর এর মতো বহু কালজয়ী সিনেমার শুটিং এই জায়গায় ৷ শিল্পী দেবরাজ মাহাতো বলেন, 'এই জায়গাটি পুরুলিয়ার একটি ঐতীহ্যবাহী জায়গা, কিন্তু এই জায়গাটির করুণ দশা দেখে আমরা ব্যথিত, কে বা কারা নির্মাণ এখানে করছেন সেটিও স্পষ্ট নয় । কারণ সেখানে কোনও বোর্ড নেই ।'
আরও পড়ুন : ফের বন্ধ হতে পারে ধারাবাহিকের শুটিং, গুঞ্জন টলিপাড়ায়
এছাড়াও এখানে পুরুলিয়ার বহু মিউজিক ভিডিও, শর্ট ফিল্মের শুটিং হয়েছে । এখানকার স্থানীয় বাসিন্দারা বলেন, আমাদের চোখের সামনে জায়গাটি নষ্ট হয়ে যাচ্ছে অথচ সরকার এ নিয়ে নীরব, যারা নির্মাণ কাজ করছেন তারাও কিছু বলছেন না ৷ এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে ওই এলাকার বিধায়ক নরহরি মাহাতো বলেন, 'বিষয়টি জানি, শাসক দলের মদতে এটি হচ্ছে । যদি এলাকাবাসীরা এ নিয়ে সরব হন তাহলে আমি পাশে আছি ।'