ETV Bharat / state

SARI থেকে কোভিড ইউনিট সরানো হল পুরুলিয়া সদর হাসপাতালে - purulia district hospital

বেসরকারি হাসপাতাল থেকে কোভিড ইউনিট সরিয়ে নিয়ে যাওয়া হল পুরুলিয়া সদর হাসপাতালে ৷ সদর হাসপাতালের যাত্রী প্রতীক্ষালয়ে কোভিড হাসপাতাল গড়ে তোলা হয়েছে ৷

purulia district hospital
পুরুলিয়া সদর হাসপাতালে কোভিড ইউনিট চালু
author img

By

Published : Aug 25, 2020, 2:58 PM IST

Updated : Aug 25, 2020, 6:50 PM IST

পুরুলিয়া, 25 অগাস্ট : সরকারি নির্দেশানুযায়ী, পুরুলিয়ার একমাত্র কোভিড হাসপাতাল ছিল 'রোটারি ক্লাব অব পুরুলিয়া'য় ৷ একটি বেসরকারি হাসপাতালে কোভিড ইউনিট গড়ে তোলা হয়েছিল ৷ গত রবিবার সেই ইউনিটকে স্থানান্তর করা হল পুরুলিয়া সদর হাসপাতালে ৷ সদর হাসপাতালের যাত্রী প্রতীক্ষালয়টি কোভিড হাসপাতাল হিসাবে গড়ে তোলা হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই হাসপাতালে প্রবেশের একটি গেট সাধারণের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ৷

জেলার স্টেজ-1 ও স্টেজ-2 কোরোনা সংক্রমিতদের চিকিৎসার জন্য 'রোটারি ক্লাব অব পুরুলিয়া'কে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছিল ৷ ওই বেসরকারি হাসপাতালে প্রায় 400 জন কোরোনা সংক্রমিতের চিকিৎসা হয়েছে ৷ রবিবার বেসরকারি হাসপাতালের কোভিড ইউনিটকে পুরুলিয়া সদর হাসপাতালের যাত্রী প্রতীক্ষালয়ে নিয়ে আসা হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গেছে, ইতিমধ্যেই জেলার সদর হাসপাতালের সব বিভাগগুলিই আলাদা করে দেওয়া হয়েছে ৷ অন্য বিভাগগুলিতে যাতে পরিষেবা স্বাভাবিক থাকে সে দিকে নজর রাখা হচ্ছে ৷ কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ হলে তা যদি স্টেজ-3 ও স্টেজ-4 হয় তাদের বাঁকুড়ার ওন্দা কোভিড হাসপাতালে পাঠানো হবে ৷ জেলায় কোরোনা পরিস্থিতি জটিল হওয়ায় আগামী দিনে পুরুলিয়ায় সম্পূর্ণ কোভিড হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের ৷

এই বিষয়ে 'রোটারি ক্লাব অব পুরুলিয়া' হাসপাতালের কর্তৃপক্ষ রাজকুমার শীল বলেন, "রোটারি ক্লাব অব পুরুলিয়াতে কোভিড হাসপাতালের ইউনিট আর নেই ৷ রোগী ও সরঞ্জামগুলি সরানো হয়েছে পুরুলিয়া সদর হাসপাতালে ৷" জেলায় কোরোনা পরীক্ষা হচ্ছে হাতুয়াড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ গত 24 ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা 86 জন ৷ জেলায় মোট আক্রান্তের সংখ্যা 849 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 488 জন ৷ চিকিৎসাধীনে রয়েছে 360 জন ৷ 1 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ নতুন আক্রান্তরা টামনা, পাড়া, আড়ষা, হুড়া, পুঞ্চা, বলরামপুর, জয়পুর, আদ্রা, কাশিপুর, মানবাজার, পুরুলিয়া মফস্বল থানা এলাকার বাসিন্দা ৷ জেলা প্রশাসনের তরফে উপরোক্ত সবকটি এলাকাকে আপাতত কনটেনমেন্ট জ়োন হিসাবে ঘোষণা করা হয়েছে ৷ এপর্যন্ত জেলায় কনটেনমেন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 213টি ৷

পুরুলিয়া, 25 অগাস্ট : সরকারি নির্দেশানুযায়ী, পুরুলিয়ার একমাত্র কোভিড হাসপাতাল ছিল 'রোটারি ক্লাব অব পুরুলিয়া'য় ৷ একটি বেসরকারি হাসপাতালে কোভিড ইউনিট গড়ে তোলা হয়েছিল ৷ গত রবিবার সেই ইউনিটকে স্থানান্তর করা হল পুরুলিয়া সদর হাসপাতালে ৷ সদর হাসপাতালের যাত্রী প্রতীক্ষালয়টি কোভিড হাসপাতাল হিসাবে গড়ে তোলা হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষ ইতিমধ্যেই হাসপাতালে প্রবেশের একটি গেট সাধারণের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ৷

জেলার স্টেজ-1 ও স্টেজ-2 কোরোনা সংক্রমিতদের চিকিৎসার জন্য 'রোটারি ক্লাব অব পুরুলিয়া'কে কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হয়েছিল ৷ ওই বেসরকারি হাসপাতালে প্রায় 400 জন কোরোনা সংক্রমিতের চিকিৎসা হয়েছে ৷ রবিবার বেসরকারি হাসপাতালের কোভিড ইউনিটকে পুরুলিয়া সদর হাসপাতালের যাত্রী প্রতীক্ষালয়ে নিয়ে আসা হয়েছে ৷ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গেছে, ইতিমধ্যেই জেলার সদর হাসপাতালের সব বিভাগগুলিই আলাদা করে দেওয়া হয়েছে ৷ অন্য বিভাগগুলিতে যাতে পরিষেবা স্বাভাবিক থাকে সে দিকে নজর রাখা হচ্ছে ৷ কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ হলে তা যদি স্টেজ-3 ও স্টেজ-4 হয় তাদের বাঁকুড়ার ওন্দা কোভিড হাসপাতালে পাঠানো হবে ৷ জেলায় কোরোনা পরিস্থিতি জটিল হওয়ায় আগামী দিনে পুরুলিয়ায় সম্পূর্ণ কোভিড হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের ৷

এই বিষয়ে 'রোটারি ক্লাব অব পুরুলিয়া' হাসপাতালের কর্তৃপক্ষ রাজকুমার শীল বলেন, "রোটারি ক্লাব অব পুরুলিয়াতে কোভিড হাসপাতালের ইউনিট আর নেই ৷ রোগী ও সরঞ্জামগুলি সরানো হয়েছে পুরুলিয়া সদর হাসপাতালে ৷" জেলায় কোরোনা পরীক্ষা হচ্ছে হাতুয়াড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ গত 24 ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা 86 জন ৷ জেলায় মোট আক্রান্তের সংখ্যা 849 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 488 জন ৷ চিকিৎসাধীনে রয়েছে 360 জন ৷ 1 জন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ নতুন আক্রান্তরা টামনা, পাড়া, আড়ষা, হুড়া, পুঞ্চা, বলরামপুর, জয়পুর, আদ্রা, কাশিপুর, মানবাজার, পুরুলিয়া মফস্বল থানা এলাকার বাসিন্দা ৷ জেলা প্রশাসনের তরফে উপরোক্ত সবকটি এলাকাকে আপাতত কনটেনমেন্ট জ়োন হিসাবে ঘোষণা করা হয়েছে ৷ এপর্যন্ত জেলায় কনটেনমেন্টের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 213টি ৷

Last Updated : Aug 25, 2020, 6:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.