ETV Bharat / state

Jhalda Councillor Murder Case : ঝালদায় নিহত তপন কান্দুর বাড়িতে সিবিআই, পূর্ণিমার সঙ্গে কথা তদন্তকারীদের

author img

By

Published : Apr 7, 2022, 6:02 PM IST

Updated : Apr 7, 2022, 6:14 PM IST

ঝালদা-কাণ্ডে নিহত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর বাড়িতে সিবিআই (CBI at Tapan Kandu residence) ।

Jhalda
তপন কান্দুর বাড়িতে সিবিআই

পুরুলিয়া, 7 এপ্রিল : হাইকোর্ট আগেই তপন কান্দু খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে । সেই নির্দেশ অনুযায়ী গতকাল রাতে ঝালদা থানায় এসে পৌঁছেছে সিবিআইয়ের দল । তারপরেই এদিন জিজ্ঞাসাবাদের জন্য তপন কান্দুর বাড়িতে যান তদন্তকারী সংস্থার আধিকারিকরা (CBI at Tapan Kandu residence) । সূত্রের খবর, নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর সঙ্গে তাঁরা কথা বলছেন ।

তপন কান্দু খুনে গত 4 এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার ৷ রাজ্যের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ৷ রাজ্য সরকারকে একহাত নিয়েছেন তিনি ৷ প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবিতে সরব ছিলেন পূর্ণিমা কান্দু ৷ কংগ্রেসও একই দাবি করে ৷ শেষমেশ সিবিআইয়ের টিম এসে পৌঁছানোয় খুশি কংগ্রেস-সহ তপন কান্দুর পরিবার ৷

পুরুলিয়া, 7 এপ্রিল : হাইকোর্ট আগেই তপন কান্দু খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে । সেই নির্দেশ অনুযায়ী গতকাল রাতে ঝালদা থানায় এসে পৌঁছেছে সিবিআইয়ের দল । তারপরেই এদিন জিজ্ঞাসাবাদের জন্য তপন কান্দুর বাড়িতে যান তদন্তকারী সংস্থার আধিকারিকরা (CBI at Tapan Kandu residence) । সূত্রের খবর, নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমা কান্দুর সঙ্গে তাঁরা কথা বলছেন ।

তপন কান্দু খুনে গত 4 এপ্রিল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছে রাজ্য সরকার ৷ রাজ্যের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছেন তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু ৷ রাজ্য সরকারকে একহাত নিয়েছেন তিনি ৷ প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবিতে সরব ছিলেন পূর্ণিমা কান্দু ৷ কংগ্রেসও একই দাবি করে ৷ শেষমেশ সিবিআইয়ের টিম এসে পৌঁছানোয় খুশি কংগ্রেস-সহ তপন কান্দুর পরিবার ৷

আরও পড়ুন : সিবিআই তদন্তের বিরোধিতা কেন ? রাজ্যকে একহাত তাপন কান্দুর স্ত্রীর

Last Updated : Apr 7, 2022, 6:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.