ETV Bharat / state

টাকা ফেরত নিয়ে বচসার জেরে ছুরি নিয়ে হামলা - attack with Knife

টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে মারধর । গুরুতর জখম এক । ঘটনাটি পুরুলিয়ার পুঞ্চা থানার ন'পাড়া এলাকার ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 24, 2019, 9:48 PM IST

পুরুলিয়া, 24 জুন : টাকা ফেরত নিয়ে দুই ব্যক্তির মধ্যে বচসা । গুরুতর জখম এক । তাঁর নাম রাজেশ সেন । তিনি এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত । ঘটনাটি পুরুলিয়ার পুঞ্চা থানার ন'পাড়া এলাকার । জখম রাজেশ বর্তমানে পুরুলিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।

অভিযোগ, গতকাল রাতে স্থানীয় BJP কর্মী তথা LIC এজেন্ট রাজেশ রক্ষিতের সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটি হয় রাজেশ সেনের । সেই সময় তাঁকে ছুরি দিয়ে আঘাত করে রাজেশ রক্ষিত । স্থানীয় বাসিন্দারা রাজেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

রাজেশ সেনের অভিযোগ, ওই BJP কর্মীর কাছ থেকে টাকা পেতেন তিনি । সেই টাকা চাওয়াতেই গতকাল ছুরি নিয়ে হামলা করা হয় । আজ জখম তৃণমূলকর্মী রাজেশকে দেখতে হাসপাতালে যান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি । বিষয়টির নিন্দা করার পাশপাশি তিনি ওই BJP কর্মীকে "ঠগ LIC" এজেন্ট বলেও দাবি করেন ।

দেখুন ভিডিয়ো

যদিও, BJP-র বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দলের জেলা নেতৃত্ব ।

পুরুলিয়া, 24 জুন : টাকা ফেরত নিয়ে দুই ব্যক্তির মধ্যে বচসা । গুরুতর জখম এক । তাঁর নাম রাজেশ সেন । তিনি এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী বলে পরিচিত । ঘটনাটি পুরুলিয়ার পুঞ্চা থানার ন'পাড়া এলাকার । জখম রাজেশ বর্তমানে পুরুলিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন ।

অভিযোগ, গতকাল রাতে স্থানীয় BJP কর্মী তথা LIC এজেন্ট রাজেশ রক্ষিতের সঙ্গে টাকা নিয়ে কথা কাটাকাটি হয় রাজেশ সেনের । সেই সময় তাঁকে ছুরি দিয়ে আঘাত করে রাজেশ রক্ষিত । স্থানীয় বাসিন্দারা রাজেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ।

রাজেশ সেনের অভিযোগ, ওই BJP কর্মীর কাছ থেকে টাকা পেতেন তিনি । সেই টাকা চাওয়াতেই গতকাল ছুরি নিয়ে হামলা করা হয় । আজ জখম তৃণমূলকর্মী রাজেশকে দেখতে হাসপাতালে যান পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি । বিষয়টির নিন্দা করার পাশপাশি তিনি ওই BJP কর্মীকে "ঠগ LIC" এজেন্ট বলেও দাবি করেন ।

দেখুন ভিডিয়ো

যদিও, BJP-র বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দলের জেলা নেতৃত্ব ।

Intro:পুরুলিয়া : ছুরি আঘাতে গুরুতর জখম এক তৃণমূল কর্মী l ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠেছে এক বিজেপি কর্মীর দিকে l রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার পুঞ্চা থানার নপাড়া এলাকায় l আহত ওই তৃণমূল কর্মীর নাম রাজেশ সেন l এদিন রাতেই আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে আনা হয় l সোমবার আহত তৃণমূল কর্মীকে হাসপাতালে দেখতে গিয়ে ঘটনায় বিজেপির তীব্র নিন্দা করেন জেলা পরিষদ সভাধিপতি সুজয় ব্যানার্জী lBody:অভিযোগ, রবিবার রাত্রে কাজ সেরে বাড়ি ফেরার পথে ছুরি নিয়ে অপ্রত্যাশিত হামলা চালায় এক বিজেপি কর্মী l ওই বিজেপি কর্মী এলআইসি-র এজেন্টের কাজ করে l দীর্ঘদিন যাবৎ রাজেশ সেনের টাকা ফেরৎ না দেওয়ায় কথাকাটাকাটি হয় রবিবার l আর সেদিন রাতেই এই ঘটনা ঘটে l ছুরির আঘাতে রাজেশ সেন চিৎকার করে উঠলে পালিয়ে যায় অভিযুক্ত l এরপরই তাকে সেখান থেকে উদ্ধার করে রাতেই পুরুলিয়া সদর হাসপাতালে আনা হয় l আহত তৃণমূল কর্মী জানান, "রাত্রি বেলায় হঠাৎ ছুরি নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে এলাকার এক বিজেপি কর্মী lConclusion:ঘটনার পরের দিন অর্থাৎ আজ আহত তৃণমূলের ওই বুথ কর্মীকে দেখতে যান পুরুলিয়া জেলা পরিষদ সভাধিপতি সুজয় বন্দোপাধ্যায় l তাঁর দাবি, "ঠকবাজ এলআইসি এজেন্ট হিসেবে পরিচিত এবং এলাকার সক্রিয় বিজেপি কর্মীর আক্রমণে তৃণমূলের বুথ কর্মীর গুরুতর আহত হওয়ার ঘটনার তীব্র ধিক্কার জানাচ্ছি l" অন্যদিকে বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে জেলা বিজেপি l তবে এই হামলার ঘটনা কোন রাজনৈতিক হিংসা নাকি অন্য কিছু তা এখনও অপরিষ্কার l

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.