ETV Bharat / state

Maoist Posters: বরাবাজারে ফের মাওবাদী পোস্টার, এবার প্রশাসনিক আধিকারিকদের খুনের হুমকি

ফের মাওবাদী পোস্টার পুরুলিয়ায় বরাবাজারে ৷ এবার নিশানায় প্রশাসনিক আধিকারিকরা ৷ তাঁদের খুনের হুমকি দিয়ে পোস্টার পড়েছে এলাকায় ৷ এদিন সকাল থেকেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন জেলাশাসক ।

বরাবাজারে ফের মাওবাদী পোস্টার
বরাবাজারে ফের মাওবাদী পোস্টার
author img

By

Published : Sep 6, 2021, 3:31 PM IST

পুরুলিয়া, 6 সেপ্টেম্বর : বরাবাজারে ফের মাওবাদী পোস্টার ৷ প্রশাসনিক আধিকারিকদের খুনের হুমকি দেওয়া এই পোস্টার উদ্ধারের ঘটনায় এদিন সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ পুলিশ পোস্টারগুলি উদ্ধার করেছে ৷ তদন্তও শুরু হয়েছে ৷

সোমবার সকালে পুরুলিয়ার বরাবাজার থানার মানপুর, তিলাডি, বানজোড়া, শুকুরহুটু এলাকার একাধিক জায়গায় লাল কালিতে লেখা মাওবাদী পোস্টার উদ্ধার হয় । বিদ্যুতের খুঁটি, বাড়ির দেওয়ালে সেগুলি সাঁটানো ছিল ৷ সাদা কাগজের ওপর লাল কালিতে বাংলায় লেখা পোস্টারগুলিতে সিপিআই মাওবাদীর নাম থাকতে দেখা যায় ৷ পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিশ ।

পোস্টারে ব্লক ভূমি সংস্কার আধিকারিক ও মানবাজার মহকুমা শাসককে খুনের হুমকি দেওয়া হয়েছে । পোস্টারে লেখা রয়েছে, "সাধারণ মানুষকে হেনস্তা করছে, তাই আমাদের আদালতে তারা অপরাধী । মৃত্যুর জন্য তৈরি হও ।" পাশাপাশি গণতন্ত্র বাঁচাতে মাওবাদী দলে যোগ দিতে এবং পুঁজিবাদ দূর করতে সাধারণ মানুষকে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে ওই পোস্টারগুলিতে । দাবি জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কালাকানুন দূর করারও । দেশজুড়ে মাও শাসন প্রতিষ্ঠা করার কথাও বলা হয়েছে ৷

বারবার বরাবাজার এলাকা থেকে মাওবাদী পোস্টার উদ্ধার ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় । পুলিশ তদন্ত শুরু করেছে । তবে পুরুলিয়া জেলায় ভোট পরবর্তী একাধিকবার এমন মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে, তাহলে কি আবার মাওবাদীদের উপদ্রব বাড়তে চলেছে ?

মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনায় সোমবার সকাল থেকেই বরাবাজার এলাকায় চাঞ্চল্য ছড়ায়

বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার । তিনি বলেন, "পুলিশ-প্রশাসন তদন্ত করে দেখবে এটার সারবত্তা কী ৷ আর এমনিতেও কারোর যদি সরকারি কাজের কোনও রকম প্রয়োজন থাকে বা পরিষেবা পাওয়ার জায়গা থাকে, তাহলে সরাসরি তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৷"

আরও পড়ুন : Maoist Posters : ‘খেলা হবে’ স্লোগান লেখা মাও পোস্টার উদ্ধার পুরুলিয়ার বরাবাজারে

পুরুলিয়া, 6 সেপ্টেম্বর : বরাবাজারে ফের মাওবাদী পোস্টার ৷ প্রশাসনিক আধিকারিকদের খুনের হুমকি দেওয়া এই পোস্টার উদ্ধারের ঘটনায় এদিন সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ পুলিশ পোস্টারগুলি উদ্ধার করেছে ৷ তদন্তও শুরু হয়েছে ৷

সোমবার সকালে পুরুলিয়ার বরাবাজার থানার মানপুর, তিলাডি, বানজোড়া, শুকুরহুটু এলাকার একাধিক জায়গায় লাল কালিতে লেখা মাওবাদী পোস্টার উদ্ধার হয় । বিদ্যুতের খুঁটি, বাড়ির দেওয়ালে সেগুলি সাঁটানো ছিল ৷ সাদা কাগজের ওপর লাল কালিতে বাংলায় লেখা পোস্টারগুলিতে সিপিআই মাওবাদীর নাম থাকতে দেখা যায় ৷ পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিশ ।

পোস্টারে ব্লক ভূমি সংস্কার আধিকারিক ও মানবাজার মহকুমা শাসককে খুনের হুমকি দেওয়া হয়েছে । পোস্টারে লেখা রয়েছে, "সাধারণ মানুষকে হেনস্তা করছে, তাই আমাদের আদালতে তারা অপরাধী । মৃত্যুর জন্য তৈরি হও ।" পাশাপাশি গণতন্ত্র বাঁচাতে মাওবাদী দলে যোগ দিতে এবং পুঁজিবাদ দূর করতে সাধারণ মানুষকে এক হওয়ার আহ্বান জানানো হয়েছে ওই পোস্টারগুলিতে । দাবি জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কালাকানুন দূর করারও । দেশজুড়ে মাও শাসন প্রতিষ্ঠা করার কথাও বলা হয়েছে ৷

বারবার বরাবাজার এলাকা থেকে মাওবাদী পোস্টার উদ্ধার ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায় । পুলিশ তদন্ত শুরু করেছে । তবে পুরুলিয়া জেলায় ভোট পরবর্তী একাধিকবার এমন মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে, তাহলে কি আবার মাওবাদীদের উপদ্রব বাড়তে চলেছে ?

মাওবাদী পোস্টার উদ্ধারের ঘটনায় সোমবার সকাল থেকেই বরাবাজার এলাকায় চাঞ্চল্য ছড়ায়

বিষয়টি নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার । তিনি বলেন, "পুলিশ-প্রশাসন তদন্ত করে দেখবে এটার সারবত্তা কী ৷ আর এমনিতেও কারোর যদি সরকারি কাজের কোনও রকম প্রয়োজন থাকে বা পরিষেবা পাওয়ার জায়গা থাকে, তাহলে সরাসরি তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৷"

আরও পড়ুন : Maoist Posters : ‘খেলা হবে’ স্লোগান লেখা মাও পোস্টার উদ্ধার পুরুলিয়ার বরাবাজারে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.