ETV Bharat / state

Abhishek Banerjee: বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে ফের রাজনীতি ছাড়ার 'শপথ' অভিষেকের - পুরুলিয়ায় অভিষেক

সোমবার পুরুলিয়ার পঞ্চায়েত ভোটের প্রচারে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন মূলত বিজেপির উদ্দেশ্যেই আক্রমণ শানান তিনি ৷

ETV Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 3, 2023, 7:41 PM IST

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

বাঘমুন্ডি, 3 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পুরুলিয়ায় এসে বিজেপি-র সমালোচনায় সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বাঘমুন্ডিতে সভা ছিল অভিষেকের ৷ এই সভা থেকে তিনি বলেন, "শুধু ভোটের সময় তৃণমূল মানুষের কাছে থাকে তা নয়, আমরা সারা বছর মানুষের পাশে থাকি । কিন্তু বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে । আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের প্রাপ্য সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে ।" এদিন বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে ফের রাজনীতি ছেড়ে দেওয়ার কথা শোনা গিয়েছে তাঁর মুখে ৷

ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, একমাত্র বাংলার একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রের সরকার ৷ কারণ বাংলায় বিজেপি জিততে পারেনি ৷ তাঁর কথায়, "এই সভায় আসা 75 শতাংশ মানুষ বলছেন তাঁরা একশো দিনের কাজের উপর নির্ভর করে থাকেন ৷ পুরুলিয়াতে 12 লক্ষ জব কার্ড হোল্ডার আছেন । দৈনন্দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে ভারতীয় জনতা পার্টির সরকার । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে দিচ্ছেন, বিজেপি-সিপিএম কেউ বাদ যাননি । আর কোনও রাজ্যের বিজেপির কোনও মুখ্যমন্ত্রী যদি মাসে 1 হাজার করে টাকাও দিতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব ৷"

আর পড়ুন: 'কাশ্মীর-মণিপুরকে ধ্বংস করে এবার বিজেপির লক্ষ্য বাংলা', বিভাজনের রাজনীতির অভিযোগ মমতার

নরেন্দ্র মোদি 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় আসার আগে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি বলে এদিন ফের কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি-র কথায় ভুলে তাদের প্রার্থীদের ভোট না-দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি ৷ এদিন সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিজেপির নেতাদের টিভিতে টাকা নিতে দেখেছেন, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিল, কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ মোদিজি বলছেন আচ্ছে দিন আসছে, কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন । আধার কার্ড ও পেন কার্ড লিংক করার নামে 1 হাজার করে টাকা নেওয়া হচ্ছে । পদ্ম ফুল না-সর্ষে ফুল সেটা দেখা যাবে ভোটের রেজাল্টে ৷"

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

বাঘমুন্ডি, 3 জুলাই: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে পুরুলিয়ায় এসে বিজেপি-র সমালোচনায় সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন বাঘমুন্ডিতে সভা ছিল অভিষেকের ৷ এই সভা থেকে তিনি বলেন, "শুধু ভোটের সময় তৃণমূল মানুষের কাছে থাকে তা নয়, আমরা সারা বছর মানুষের পাশে থাকি । কিন্তু বিজেপি মানুষের সঙ্গে প্রতারণা করেছে । আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের প্রাপ্য সাড়ে সাত হাজার কোটি টাকা আটকে রেখেছে ।" এদিন বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে ফের রাজনীতি ছেড়ে দেওয়ার কথা শোনা গিয়েছে তাঁর মুখে ৷

ডায়মন্ড হারবারের সাংসদের দাবি, একমাত্র বাংলার একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রের সরকার ৷ কারণ বাংলায় বিজেপি জিততে পারেনি ৷ তাঁর কথায়, "এই সভায় আসা 75 শতাংশ মানুষ বলছেন তাঁরা একশো দিনের কাজের উপর নির্ভর করে থাকেন ৷ পুরুলিয়াতে 12 লক্ষ জব কার্ড হোল্ডার আছেন । দৈনন্দিন জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে ভারতীয় জনতা পার্টির সরকার । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার সবাইকে দিচ্ছেন, বিজেপি-সিপিএম কেউ বাদ যাননি । আর কোনও রাজ্যের বিজেপির কোনও মুখ্যমন্ত্রী যদি মাসে 1 হাজার করে টাকাও দিতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব ৷"

আর পড়ুন: 'কাশ্মীর-মণিপুরকে ধ্বংস করে এবার বিজেপির লক্ষ্য বাংলা', বিভাজনের রাজনীতির অভিযোগ মমতার

নরেন্দ্র মোদি 2014 সালে কেন্দ্রে ক্ষমতায় আসার আগে প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি বলে এদিন ফের কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি-র কথায় ভুলে তাদের প্রার্থীদের ভোট না-দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি ৷ এদিন সরাসরি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিজেপির নেতাদের টিভিতে টাকা নিতে দেখেছেন, শুভেন্দু অধিকারী টাকা নিয়েছিল, কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ মোদিজি বলছেন আচ্ছে দিন আসছে, কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন । আধার কার্ড ও পেন কার্ড লিংক করার নামে 1 হাজার করে টাকা নেওয়া হচ্ছে । পদ্ম ফুল না-সর্ষে ফুল সেটা দেখা যাবে ভোটের রেজাল্টে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.