ETV Bharat / state

পুরুলিয়ায় দোকানের দেওয়াল চাপা পড়ে আহত 5 - রঘুনাথপুর

মাংসের দোকানের দেওয়াল চাপা পড়ে আহত মালিক, কর্মচারী এবং 3 ক্রেতা l আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক l

5 people were injured after Wall collapsed at meat shop
5 people were injured after Wall collapsed at meat shop
author img

By

Published : Jun 28, 2020, 1:16 PM IST

পুরুলিয়া, 28 জুন : মাংসের দোকানের দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত 5 জন l ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামা গ্রামে l স্থানীয়রা আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে l

জানা গিয়েছে, এলাকার বহু পুরানো মাংসের দোকানটির দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি l বৃষ্টির ফলে দোকানের দেওয়ালে ফাটল ধরে গিয়েছিল l রবিবার মাংসের দোকনে ক্রেতাদের ভিড় হয় l এর ফলে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানটি l ঘটনায় আহত হন মাংসের দোকানের মালিক, এক কর্মচারী এবং 3 জন ক্রেতা l প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার ফলে বেশ কয়েকটি সাইকেলও চাপা পড়ে নষ্ট হয়ে গিয়েছে l ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় l এরপরেই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় l হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজন l

স্থানীয় এক বাসিন্দা বলেন, "মাংসের দোকান বাড়িটি ছিল বহু পুরোনো l দোকানে এতটাই ভিড় ছিল যে ক্রেতারা বেরোতেই পারেনি l এর ফলেই আহত হয়েছেন 5 জন l বেশ কয়েকটি সাইকেলও দেওয়াল চাপা পড়ে নষ্ট হয়ে যায় l"

পুরুলিয়া, 28 জুন : মাংসের দোকানের দেওয়াল চাপা পড়ে গুরুতর আহত 5 জন l ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত চেলিয়ামা গ্রামে l স্থানীয়রা আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে l

জানা গিয়েছে, এলাকার বহু পুরানো মাংসের দোকানটির দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি l বৃষ্টির ফলে দোকানের দেওয়ালে ফাটল ধরে গিয়েছিল l রবিবার মাংসের দোকনে ক্রেতাদের ভিড় হয় l এর ফলে হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দোকানটি l ঘটনায় আহত হন মাংসের দোকানের মালিক, এক কর্মচারী এবং 3 জন ক্রেতা l প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার ফলে বেশ কয়েকটি সাইকেলও চাপা পড়ে নষ্ট হয়ে গিয়েছে l ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় l এরপরেই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় l হাসপাতাল সূত্রের খবর, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজন l

স্থানীয় এক বাসিন্দা বলেন, "মাংসের দোকান বাড়িটি ছিল বহু পুরোনো l দোকানে এতটাই ভিড় ছিল যে ক্রেতারা বেরোতেই পারেনি l এর ফলেই আহত হয়েছেন 5 জন l বেশ কয়েকটি সাইকেলও দেওয়াল চাপা পড়ে নষ্ট হয়ে যায় l"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.