পুরুলিয়া, 16 ফেব্রুয়ারি : পুরুলিয়ায় দলবদল চলছেই । একদিকে BJP ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিন সাংগঠনিক কার্যকর্তা সহ 150 পরিবার । অন্যদিকে তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিল 72 টি পরিবার ।
আজ BJP-র তিন সাংগঠনিক কার্যকর্তা সহ 150টি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া জেলার তৃণমূল সভাপতি শান্তিরাম মাহাত । তাঁদের মধ্যে রয়েছেন ঝালদা এক নম্বর ব্লকের BJP-র মণ্ডল সভাপতি শালিগ্রাম মাহাত । নাম রয়েছে ইচাগ গ্রাম পঞ্চায়েত সদস্য পঙ্কজ মুড়া ও স্থানীয় বুথ সভাপতি বীরেশ কর্মকারেরও ।
অন্যদিকে পুরুলিয়ায় আজ তৃণমূল থেকে অনেকে BJP-তে যোগ দেন । বরাবাজারের ভাগাবাঁধ অঞ্চলের 41টি পরিবার তৃণমূল থেকে BJP-তে যোগ দেয় । পুরুলিয়ার দুলমিতে BJP কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন OBC মোর্চার জেলা সভাপতি সুভাষ মাহাত । আবার, নিমটাড়ের BJP কার্যালয়ে 31টি তৃণমূল পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP যুব মোর্চার জেলা সভাপতি রাজেশ চিন্না ।