ETV Bharat / state

10 মার্চ মনোনয়ন পেশ, নন্দীগ্রাম মহারণের প্রস্তুতি শুরু মমতার

author img

By

Published : Mar 7, 2021, 9:18 PM IST

আগামী 10 মার্চ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নিজের মনোনয়ন পেশ করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই মতো জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে জেলার তৃণমূল নেতৃত্ব ৷ অন্যদিকে, 12 মার্চ অর্থাৎ শেষদিনে মনোনয়ন পেশ করবেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী ৷

west-bengal-assembly-election-2021-mamata-banerjee-submit-her-nomination-for-nandigram-assembly-on-10th-march
10 মার্চ মনোনয়ন পেশ, নন্দীগ্রাম মহারণের প্রস্তুতি শুরু মমতার

নন্দীগ্রাম, 7 মার্চ : নন্দীগ্রামের মহারণের প্রস্তুতি এবার ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক সময়ের সহযোদ্ধাই আজ তাঁর প্রতিদ্বন্দ্বী তথা প্রধান প্রতিপক্ষ ৷ আর তাই নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এটা সম্মানরক্ষার লড়াই মমতা বন্দ্যেোপাধ্যায়ের কাছে ৷ সেই লড়াইয়ের প্রস্তুতিতে আগামী 9 মার্চ নন্দীগ্রামের প্রচারে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ পরেরদিন সকালে অর্থাৎ 10 মার্চ হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে গিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে, নন্দীগ্রামের ভূমিপুত্র তথা বিজেপির শুভেন্দু অধিকারী 12 মার্চ মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন পেশ করতে পারেন বলে খবর ৷

এক সময়ের সহযোদ্ধা থেকে 10 বছরের তৃণমূল সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী ছিলেন শুভেন্দু অধিকারী ৷ তারপর দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগে শিবির বদলে আজ তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে শুভেন্দু অধিকারী মমতার প্রধান প্রতিপক্ষ ৷ তৃণমূলের উত্থানের মাটি নন্দীগ্রাম থেকেই বিধানসভায় লড়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ৷ ফলে 2021 বিধানসভা ভোটে সেই নন্দীগ্রামই বর্তমানে বাংলার রাজনীতির হট টপিক ৷ প্রার্থী হওয়ার পর সেখানে প্রথমবার প্রচারে আসছেন তৃণমূল নেত্রী ৷ 9 মার্চ নন্দীগ্রামে সমাবেশ রয়েছে তাঁর ৷ সেই প্রচারে বাংলার মুখ্যমন্ত্রী কী বার্তা দেবেন? সেই দিকেই নজর থাকবে গোটা জঙ্গলমহল থেকে শুরু করে সমগ্র পশ্চিমবঙ্গের ৷ 10 মার্চ সকালে হলদিয়া মহকুমা শাসকরে দফতরে গিয়ে মনোনয়ন পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে মমতা ও শুভেন্দু

তবে, প্রশ্ন থাকছে শুভেন্দু অধিকারী কবে তাঁর মনোনয়ন পেশ করবেন ? কারণ এ নিয়ে বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্বের কাছে কোনও খবর নেই বলে জানিয়েছেন সভাপতি নবারুণ নায়েক ৷ তবে, তিনি কিছু বলতে না পারলেও, সাংগঠনিক জেলার সম্পাদক সোমনাথ বক্সী এর উত্তর দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন 12 মার্চ শুভেন্দু তাঁর মনোনয়ন জমা দেবেন মহকুমা দফতরে ৷

নন্দীগ্রাম, 7 মার্চ : নন্দীগ্রামের মহারণের প্রস্তুতি এবার ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এক সময়ের সহযোদ্ধাই আজ তাঁর প্রতিদ্বন্দ্বী তথা প্রধান প্রতিপক্ষ ৷ আর তাই নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এটা সম্মানরক্ষার লড়াই মমতা বন্দ্যেোপাধ্যায়ের কাছে ৷ সেই লড়াইয়ের প্রস্তুতিতে আগামী 9 মার্চ নন্দীগ্রামের প্রচারে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ৷ পরেরদিন সকালে অর্থাৎ 10 মার্চ হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে গিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়ন জমা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অন্যদিকে, নন্দীগ্রামের ভূমিপুত্র তথা বিজেপির শুভেন্দু অধিকারী 12 মার্চ মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন পেশ করতে পারেন বলে খবর ৷

এক সময়ের সহযোদ্ধা থেকে 10 বছরের তৃণমূল সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী ছিলেন শুভেন্দু অধিকারী ৷ তারপর দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগে শিবির বদলে আজ তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে শুভেন্দু অধিকারী মমতার প্রধান প্রতিপক্ষ ৷ তৃণমূলের উত্থানের মাটি নন্দীগ্রাম থেকেই বিধানসভায় লড়ার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ৷ ফলে 2021 বিধানসভা ভোটে সেই নন্দীগ্রামই বর্তমানে বাংলার রাজনীতির হট টপিক ৷ প্রার্থী হওয়ার পর সেখানে প্রথমবার প্রচারে আসছেন তৃণমূল নেত্রী ৷ 9 মার্চ নন্দীগ্রামে সমাবেশ রয়েছে তাঁর ৷ সেই প্রচারে বাংলার মুখ্যমন্ত্রী কী বার্তা দেবেন? সেই দিকেই নজর থাকবে গোটা জঙ্গলমহল থেকে শুরু করে সমগ্র পশ্চিমবঙ্গের ৷ 10 মার্চ সকালে হলদিয়া মহকুমা শাসকরে দফতরে গিয়ে মনোনয়ন পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : নন্দীগ্রামে মুখোমুখি লড়াইয়ে মমতা ও শুভেন্দু

তবে, প্রশ্ন থাকছে শুভেন্দু অধিকারী কবে তাঁর মনোনয়ন পেশ করবেন ? কারণ এ নিয়ে বিজেপির সাংগঠনিক জেলা নেতৃত্বের কাছে কোনও খবর নেই বলে জানিয়েছেন সভাপতি নবারুণ নায়েক ৷ তবে, তিনি কিছু বলতে না পারলেও, সাংগঠনিক জেলার সম্পাদক সোমনাথ বক্সী এর উত্তর দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন 12 মার্চ শুভেন্দু তাঁর মনোনয়ন জমা দেবেন মহকুমা দফতরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.