ETV Bharat / state

পটাশপুরে বিজেপি কর্মীদের উপর হামলা, জখম পাঁচ; আটক চার - পূর্ব মেদিনীপুরের খবর

সকাল থেকে পুলিশ দফায় দফায় তদন্তে নেমে এখনও পর্যন্ত চার জনকে আটক করেছে । বিজেপির অভিযোগ, দুষ্কৃতীরা প্রত্যেকেই তৃণমূল আশ্রিত । তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021
ছবি
author img

By

Published : Feb 24, 2021, 7:41 PM IST

পটাশপুর, 24 ফেব্রুয়ারি : রাতের অন্ধকারে বিজেপি কর্মী ও সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ, ওই দুষ্কৃতীরা রাজ্যের শাসকদলের আশ্রিত । ঘটনায় জখম হয়েছেন পাঁচজন বিজেপি কর্মী । দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করেছে বলেও অভিযোগ উঠেছে । ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ ।

হামলায় যে বিজেপি কর্মীরা জখম হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন চন্দন দোলাই, প্রশান্ত দোলাই, পীয়ূষ জানা, স্বাধীন দোলাই এবং সৌমেন গায়েন । জখমদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁদের মধ্যে চন্দন দোলাই, প্রশান্ত দোলাই, পীয়ূষ জানার অবস্থা গুরুতর । তিনজনকেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ।

এদিকে হামলার পর থেকে এলাকায় বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । পুনরায় এইরকম ঘটনা যাতে না ঘটে, তার জন্য এলাকায় চলছে পুলিশি টহল । সকাল থেকে পুলিশ দফায় দফায় তদন্তে নেমে এখনও পর্যন্ত চার জনকে আটক করেছে । যদিও তৃণমূলের তরফে ঘটনার সঙ্গে কোনওরকম যোগ থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে । বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলেন, "হয় আপনারা ব্যবস্থা নিন, না হলে সাধারণ মানুষ আইন মেনে এর ব্যবস্থা নেবে । আর হার্মাদের দল হল তৃণমূল । ওরা বোমা মেরে, বন্দুক চালিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ।"

বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ

আরও পড়ুন : তৃণমূলের সভা বানচাল করতে মাঠে জল ! অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে

যদিও এই বিষয়ে তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য মামুদ হোসেন বলেন, "এই ঘটনা নব্য ও আদি বিজেপির লড়াই । এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় । আর চার জন নিরীহ মানুষকে পুলিশ ধরেছে । আমি জেলা পুলিশ সুপারকে জানিয়েছি ।"

পটাশপুর, 24 ফেব্রুয়ারি : রাতের অন্ধকারে বিজেপি কর্মী ও সমর্থকদের উপরে হামলা চালানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ, ওই দুষ্কৃতীরা রাজ্যের শাসকদলের আশ্রিত । ঘটনায় জখম হয়েছেন পাঁচজন বিজেপি কর্মী । দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করেছে বলেও অভিযোগ উঠেছে । ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ ।

হামলায় যে বিজেপি কর্মীরা জখম হয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন চন্দন দোলাই, প্রশান্ত দোলাই, পীয়ূষ জানা, স্বাধীন দোলাই এবং সৌমেন গায়েন । জখমদের এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাঁদের মধ্যে চন্দন দোলাই, প্রশান্ত দোলাই, পীয়ূষ জানার অবস্থা গুরুতর । তিনজনকেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ।

এদিকে হামলার পর থেকে এলাকায় বেশ আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে । পুনরায় এইরকম ঘটনা যাতে না ঘটে, তার জন্য এলাকায় চলছে পুলিশি টহল । সকাল থেকে পুলিশ দফায় দফায় তদন্তে নেমে এখনও পর্যন্ত চার জনকে আটক করেছে । যদিও তৃণমূলের তরফে ঘটনার সঙ্গে কোনওরকম যোগ থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে । বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী প্রশাসনকে হুশিয়ারি দিয়ে বলেন, "হয় আপনারা ব্যবস্থা নিন, না হলে সাধারণ মানুষ আইন মেনে এর ব্যবস্থা নেবে । আর হার্মাদের দল হল তৃণমূল । ওরা বোমা মেরে, বন্দুক চালিয়ে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ।"

বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ

আরও পড়ুন : তৃণমূলের সভা বানচাল করতে মাঠে জল ! অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে

যদিও এই বিষয়ে তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য মামুদ হোসেন বলেন, "এই ঘটনা নব্য ও আদি বিজেপির লড়াই । এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় । আর চার জন নিরীহ মানুষকে পুলিশ ধরেছে । আমি জেলা পুলিশ সুপারকে জানিয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.