ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরে দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করল তৃণমূল - দল থেকে বহিষ্কার

এদিনের সভায় তৃণমূলের জেলার কোর কমিটির মেম্বার ও বিধানসভার জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে একটি বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র, জেলা সাধারণ সম্পাদক তরুণ জানা ও জেলা কমিটির সদস্যরা ।

দলের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করল তৃণমূল
দলের দুই শীর্ষ নেতাকে বহিষ্কার করল তৃণমূল
author img

By

Published : May 8, 2021, 1:56 PM IST

মেদিনীপুর, 8 মে: দলবিরোধী কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কার করা হল জেলার দুই শীর্ষ নেতা আনন্দময় অধিকারী ও রঞ্জিত মণ্ডলকে ৷ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির একটি সাংগঠনিক সভা হয় । সেখানে জেলার বেশ কয়েকটি কেন্দ্রে হারের বিষয়ে আলোচনার পর দু’জনকে বহিষ্কার করা হয় ৷

এদিনের সভায় তৃণমূলের জেলার কোর কমিটির মেম্বার ও বিধানসভার জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে একটি বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র, জেলা সাধারণ সম্পাদক তরুণ জানা ও জেলা কমিটির সদস্যরা । ওই সভায় জেলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে হারের পর্যালোচনা হয় । তারপর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মদক্ষ ও খেজুরি বিধানসভার প্রাক্তন বিধায়ক রঞ্জিত মণ্ডলকে দলবিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয় ।

জেলার সাধারণ সম্পাদক তরুণ জানা বলেন, "আজকে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সাংগঠনিক পর্যালোচনা হয় । তারপর জেলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের হারের কারণ দর্শানো হয় । তারপর জেলার দুই শীর্ষ নেতা আনন্দময় অধিকারী ও রঞ্জিত মণ্ডলকে বহিষ্কার করা হয় ।"

রঞ্জিত মণ্ডলকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এখনও পর্যন্ত বহিষ্কারের বিষয়ে আমার কিছু জানা নেই । আমার কাছে কোনও বহিষ্কারের চিঠি আসেনি ।"

আরও পড়ুন : মহিলাকে গণধর্ষণের অভিযোগ, পথ অবরোধ খেজুরিতে

মেদিনীপুর, 8 মে: দলবিরোধী কার্যকলাপের জন্য দল থেকে বহিষ্কার করা হল জেলার দুই শীর্ষ নেতা আনন্দময় অধিকারী ও রঞ্জিত মণ্ডলকে ৷ শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির একটি সাংগঠনিক সভা হয় । সেখানে জেলার বেশ কয়েকটি কেন্দ্রে হারের বিষয়ে আলোচনার পর দু’জনকে বহিষ্কার করা হয় ৷

এদিনের সভায় তৃণমূলের জেলার কোর কমিটির মেম্বার ও বিধানসভার জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে একটি বৈঠক হয় । বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র, জেলা সাধারণ সম্পাদক তরুণ জানা ও জেলা কমিটির সদস্যরা । ওই সভায় জেলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে হারের পর্যালোচনা হয় । তারপর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কর্মদক্ষ ও খেজুরি বিধানসভার প্রাক্তন বিধায়ক রঞ্জিত মণ্ডলকে দলবিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করা হয় ।

জেলার সাধারণ সম্পাদক তরুণ জানা বলেন, "আজকে পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সাংগঠনিক পর্যালোচনা হয় । তারপর জেলার বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের হারের কারণ দর্শানো হয় । তারপর জেলার দুই শীর্ষ নেতা আনন্দময় অধিকারী ও রঞ্জিত মণ্ডলকে বহিষ্কার করা হয় ।"

রঞ্জিত মণ্ডলকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এখনও পর্যন্ত বহিষ্কারের বিষয়ে আমার কিছু জানা নেই । আমার কাছে কোনও বহিষ্কারের চিঠি আসেনি ।"

আরও পড়ুন : মহিলাকে গণধর্ষণের অভিযোগ, পথ অবরোধ খেজুরিতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.