ETV Bharat / state

দশমীর দিনে জলে তলিয়ে মৃত একই পরিবারের 2 - তমলুক

নৌকা নিয়ে ঘুরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একই পরিবারের দু'জনের ৷ ছয় ভাইবোন মিলে নৌকা নিয়ে ঘুরতে গেছিল তারা ৷ নৌকা হঠাৎ উলটে গেলে চারজন সাঁতরে পাড়ে এলেও দু'জন জলে তলিয়ে যায় ৷

তমলুক
author img

By

Published : Oct 8, 2019, 8:06 PM IST

Updated : Oct 8, 2019, 8:12 PM IST

তমলুক, 8 অক্টোবর : নৌকা নিয়ে ঘুরতে গেছিল মাইতি পরিবারের ছয় ভাইবোন ৷ গ্রামে মাছ চাষের জন্য ঝিলে থাকা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিল তারা ৷ ঝিলের মাঝে যাওয়ার পর হঠাৎ উলটে যায় নৌকাটি ৷ ভাসমান বাঁশ ধরে সাঁতরে চারজন পাড়ের দিকে উঠে এলেও উঠে আসতে পারেনি সুতপা মাইতি (21) ও উজ্জ্বল মাইতি (15) ৷

দীর্ঘক্ষণ খোঁজার পর দু'জনকে উদ্ধার করে স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় তমলুক থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহ দু'টিকে তমলুক হাসপাতালে পাঠানো হয় ৷

দেখুন ভিডিয়ো

মৃতদের আত্মীয় উত্তমকুমার গুছাইত জানান, গ্রামবাসীরা নৌকাটিকে উদ্ধার করতে পারলেও ওদের তখনও খুঁজে পাওয়া যায়নি ৷ প্রায় আধঘণ্টা খোঁজাখুঁজির পর ওদের যখন পাওয়া গেল তখন প্রায় সব শেষ ৷ স্থানীয় চিকিৎসকরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি ভাইবোনকে ৷

তমলুক, 8 অক্টোবর : নৌকা নিয়ে ঘুরতে গেছিল মাইতি পরিবারের ছয় ভাইবোন ৷ গ্রামে মাছ চাষের জন্য ঝিলে থাকা নৌকা নিয়ে বেরিয়ে পড়েছিল তারা ৷ ঝিলের মাঝে যাওয়ার পর হঠাৎ উলটে যায় নৌকাটি ৷ ভাসমান বাঁশ ধরে সাঁতরে চারজন পাড়ের দিকে উঠে এলেও উঠে আসতে পারেনি সুতপা মাইতি (21) ও উজ্জ্বল মাইতি (15) ৷

দীর্ঘক্ষণ খোঁজার পর দু'জনকে উদ্ধার করে স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় তমলুক থানার পুলিশ ৷ ময়নাতদন্তের জন্য দেহ দু'টিকে তমলুক হাসপাতালে পাঠানো হয় ৷

দেখুন ভিডিয়ো

মৃতদের আত্মীয় উত্তমকুমার গুছাইত জানান, গ্রামবাসীরা নৌকাটিকে উদ্ধার করতে পারলেও ওদের তখনও খুঁজে পাওয়া যায়নি ৷ প্রায় আধঘণ্টা খোঁজাখুঁজির পর ওদের যখন পাওয়া গেল তখন প্রায় সব শেষ ৷ স্থানীয় চিকিৎসকরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি ভাইবোনকে ৷

Intro:তমলুক ,৮ অগাস্ট : বিজয়া দশমীর দুপুরে নৌকা বিহার করতে গিয়ে নৌকা উল্টে মৃত্যু হল ভাই বোনর । ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানা উত্তর হরশংকর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন সুতপা মাইতি (২১)ও উজ্জল মাইতি (১৫)। Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর বারোটা নাগাদ উত্তর হরশংকর গ্রামে মাছ চাষের ঝিলে থাকা নৌকা নিয়ে নৌকা বিহারে বেরিয়েছিল এলাকার ছয় কিশোর-কিশোরী। নৌকা কিছুটা এগিয়ে যাওয়ার পরে ঝিলের মাঝ বরাবর হঠাৎই তা উল্টে যায়। নৌকায় চাপা পড়ে যায় সকলেই । তাদের মধ্যে চারজন সামনের ভাসমান বাঁশ ধরে সাঁতরে পাড়ের দিকে উঠে আসে। ঝিলের গভীর জল থেকে আর উঠে আসতে পারেনি সুতপা এবং উজ্জ্বল । দুজনেই গভীর জলে তলিয়ে যায়। বাকি চারজন চিৎকার শুরু করলে এলাকার বাসিন্দারা এসে তাদের উদ্ধার করে। বাকি দুজনকেও উদ্ধারের চেষ্টা শুরু করে। দীর্ঘক্ষণ পরে দুজনকে উদ্ধার করা গেলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তমলুক থানার পুলিশ। দেহ দুটিকে তারা ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়।Conclusion:মৃতের এক আত্মীয় উত্তম কর গুছাইয়া জানিয়েছেন, নৌকা উল্টে দুজনেই তার মধ্যে চাপা পড়ে গিয়েছিল। পরে গ্রামবাসীরা নৌকাটিকে উদ্ধার করতে পারলেও ওদেরকে তখন খুঁজে পাওয়া যায়নি। প্রায় আধঘন্টা খোঁজাখুঁজির পর ওদের যখন পাওয়া গেল তখন প্রায় সব শেষ। স্থানীয় চিকিৎসকরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেনি ভাই-বোনকে।
Last Updated : Oct 8, 2019, 8:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.