ETV Bharat / state

''আমাদের ছেড়ে যাবেন না'', BDO-র বদলি রুখতে অবস্থান এলাকাবাসীর - routine transfer of BDO

11 মাস ধরে রামনগর 2 নম্বর ব্লকের BDO হিসেবে দায়িত্বভার সামলেছেন ৷ কিন্তু এবার ঝাড়গ্রামে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে বদলির নির্দেশ দেওয়া হয়েছে ৷ তবে এলাকাবাসী চায় না, BDO তাদের এলাকা ছেড়ে অন্যত্র চলে যান ৷ তাই আজ সকাল থেকে BDO অফিসে অবস্থান শুরু করে তারা ৷

to stop transfer of BDO residents of Ramnagar 2 block protest
to stop transfer of BDO residents of Ramnagar 2 block protest
author img

By

Published : Aug 28, 2020, 4:52 PM IST

Updated : Aug 30, 2020, 9:39 AM IST

রামনগর, 28 অগাস্ট : বদলির সরকারি নির্দেশ এসেছে ৷ কিন্তু ব্লকের দায়িত্ব ছেড়ে তিনি চলে যান, সেটা চায় না এলাকার লোকজন ৷ তাই পছন্দের BDO-কে আগলে রাখার চেষ্টায় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর ৷ "11 মাসের মাথায় BDO-কে বদলি করা হচ্ছে কেন ? জবাব চাই, জবাব দাও" বলে স্লোগান তোলে স্থানীয় বাসিন্দারা ৷ বদলির আবেদন পুনর্বিবেচনা করে দেখার আর্জি জানানো হয় জেলাশাসকের কাছে ৷ দাবি না মানলে আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা ৷ পূর্ব মেদিনীপুরের রামনগর 2 নম্বর ব্লকের ঘটনা ৷

Argha Ghosh, BDO, Ramnagar 2 block
অর্ঘ্য ঘোষ, রামনগর 2 নম্বর ব্লকের BDO

অর্ঘ্য ঘোষ ৷ এতদিন রামনগর 2 নম্বর ব্লকের BDO-র দায়িত্ব সামলাচ্ছিলেন ৷ এবার ঝাড়গ্রামে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে বদলি হচ্ছেন ৷ কিন্তু তাঁর এই বদলির নির্দেশ মেনে নিতে পারছে না এলাকার লোকজন ৷ তাদের অভিযোগ, মাত্র 11 মাসের মধ্যে অর্ঘ্য ঘোষকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে ৷ যা অনুচিত ৷

এলাকার বাসিন্দা শীর্ষেন্দু দাস বলেন, "এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে বিগত 11 মাসে ৷ দিন রাত অর্ঘ্যবাবু মানুষের পাশে থেকেছেন ৷ কাজ করেছেন ৷ আজ খবর পাই অর্ঘ্যবাবু বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন ৷ এটা আমরা মন থেকে মেনে নিতে পারছি না ৷ BDO-র কাছে অনুরোধ, আমেদের ছেড়ে যাবেন না ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতদিন না তাঁর বদলির নির্দেশের উপর স্থগিতাদেশ দিচ্ছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব ৷ প্রয়োজন বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব ৷ এখন শুধু BDO অফিস ঘেরাও করেছি ৷ পরে পথ অবরোধ করব ৷"

locals protest infront of BDO office
BDO অফিসের সামনে স্থানীয়দের অবস্থান

আরও এক স্থানীয় বাসিন্দা কল্পনা বেরা বলেন, "আমাদের উন্নয়নের কাণ্ডারীর বদলির নির্দেশ এসেছে । আমরা এটা মেনে নিতে পারছি না । যদি বদলির নির্দেশে স্থগিতাদেশ না দেওয়া হয়, তাহলে আমরা পথ অবরোধ করে অনশন চালিয়ে যাব।"

''আমাদের ছেড়ে যাবেন না'', BDO-র বদলি রুখতে অবস্থান এলাকাবাসীর

এই বিষয়ে অর্ঘ্য ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মানুষের এই ভালোবাসা পেয়ে আমি খুব খুশি । কিন্তু, আমার করার কিছুই নেই । সরকারি নির্দেশ মানতে হবে । আর আমার নিজের বদলির নির্দেশ আমি নিজে আটকাতে পারি না । তাই আমি গ্রামবাসীদের বলি, আপনাদের যদি কোনও অভিযোগ থাকে, জেলাশাসকের কাছে লিখিত দিন । এই রকমভাবে আমার গাড়ি আটকে রাখলে আমার কাজের ক্ষতি হবে ।''

এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আছেন ৷ পরে এই বিষয়ে কথা বলবেন ৷

রামনগর, 28 অগাস্ট : বদলির সরকারি নির্দেশ এসেছে ৷ কিন্তু ব্লকের দায়িত্ব ছেড়ে তিনি চলে যান, সেটা চায় না এলাকার লোকজন ৷ তাই পছন্দের BDO-কে আগলে রাখার চেষ্টায় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর ৷ "11 মাসের মাথায় BDO-কে বদলি করা হচ্ছে কেন ? জবাব চাই, জবাব দাও" বলে স্লোগান তোলে স্থানীয় বাসিন্দারা ৷ বদলির আবেদন পুনর্বিবেচনা করে দেখার আর্জি জানানো হয় জেলাশাসকের কাছে ৷ দাবি না মানলে আন্দোলনের পথে হাঁটারও হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা ৷ পূর্ব মেদিনীপুরের রামনগর 2 নম্বর ব্লকের ঘটনা ৷

Argha Ghosh, BDO, Ramnagar 2 block
অর্ঘ্য ঘোষ, রামনগর 2 নম্বর ব্লকের BDO

অর্ঘ্য ঘোষ ৷ এতদিন রামনগর 2 নম্বর ব্লকের BDO-র দায়িত্ব সামলাচ্ছিলেন ৷ এবার ঝাড়গ্রামে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে বদলি হচ্ছেন ৷ কিন্তু তাঁর এই বদলির নির্দেশ মেনে নিতে পারছে না এলাকার লোকজন ৷ তাদের অভিযোগ, মাত্র 11 মাসের মধ্যে অর্ঘ্য ঘোষকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে ৷ যা অনুচিত ৷

এলাকার বাসিন্দা শীর্ষেন্দু দাস বলেন, "এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে বিগত 11 মাসে ৷ দিন রাত অর্ঘ্যবাবু মানুষের পাশে থেকেছেন ৷ কাজ করেছেন ৷ আজ খবর পাই অর্ঘ্যবাবু বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন ৷ এটা আমরা মন থেকে মেনে নিতে পারছি না ৷ BDO-র কাছে অনুরোধ, আমেদের ছেড়ে যাবেন না ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যতদিন না তাঁর বদলির নির্দেশের উপর স্থগিতাদেশ দিচ্ছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব ৷ প্রয়োজন বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব ৷ এখন শুধু BDO অফিস ঘেরাও করেছি ৷ পরে পথ অবরোধ করব ৷"

locals protest infront of BDO office
BDO অফিসের সামনে স্থানীয়দের অবস্থান

আরও এক স্থানীয় বাসিন্দা কল্পনা বেরা বলেন, "আমাদের উন্নয়নের কাণ্ডারীর বদলির নির্দেশ এসেছে । আমরা এটা মেনে নিতে পারছি না । যদি বদলির নির্দেশে স্থগিতাদেশ না দেওয়া হয়, তাহলে আমরা পথ অবরোধ করে অনশন চালিয়ে যাব।"

''আমাদের ছেড়ে যাবেন না'', BDO-র বদলি রুখতে অবস্থান এলাকাবাসীর

এই বিষয়ে অর্ঘ্য ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, "মানুষের এই ভালোবাসা পেয়ে আমি খুব খুশি । কিন্তু, আমার করার কিছুই নেই । সরকারি নির্দেশ মানতে হবে । আর আমার নিজের বদলির নির্দেশ আমি নিজে আটকাতে পারি না । তাই আমি গ্রামবাসীদের বলি, আপনাদের যদি কোনও অভিযোগ থাকে, জেলাশাসকের কাছে লিখিত দিন । এই রকমভাবে আমার গাড়ি আটকে রাখলে আমার কাজের ক্ষতি হবে ।''

এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আছেন ৷ পরে এই বিষয়ে কথা বলবেন ৷

Last Updated : Aug 30, 2020, 9:39 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.