ETV Bharat / state

Suvendu in Nandigram: নন্দীগ্রাম দিবস ! অধিকারী পাড়ায় শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দুর - নন্দীগ্রামের 14 মার্চের ঘটনা

নন্দীগ্রাম আন্দোলনের সময় তিনি ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অন্যতম প্রধান নেতা ছিলেন ৷ তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাম সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন শুভেন্দু অধিকারী ৷ চলতি বছরে তিনি বিজেপি শিবিরে । আদালতের নির্দেশে সকাল 10টার মধ্যে সভা শেষ করতে হবে বিজেপি নেতাকে (Suvendu attends Nandigram Diwas) ৷

Suvendu Adhikari
নন্দীগ্রামে শুভেন্দু
author img

By

Published : Mar 14, 2023, 9:52 AM IST

Updated : Mar 14, 2023, 11:13 AM IST

নন্দীগ্রামে পৌঁছলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম, 14 মার্চ: আজ নন্দীগ্রাম দিবস ৷ সকাল সকাল নন্দীগ্রামে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ 2007 সালের 14 মার্চ বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন পুলিশের গুলিতে নন্দীগ্রামে 13 জন কৃষক-সহ মোট 14 জন আন্দোলনকারীর মৃত্যু হয় ৷ বামশাসনকালে এই জমি আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্য়তম শরিক ছিলেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু ৷ বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনে তৈরি হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, যাঁর অন্যতম প্রধান ছিলেন আজকের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari arrives at Nandigram on Nandigram Diwas) ৷

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, 2011 সালে দীর্ঘ বাম জমানার অবসানের পিছনে এই কৃষক মৃত্যুর ভূমিকা উল্লেখযোগ্য ৷ দীর্ঘ 16 বছর পরেও বাংলার রাজনীতিতে গুরুত্ব হারায়নি নন্দীগ্রামের 14 মার্চের ঘটনা ৷ বলা যায়, 2007 সালের সেই দিন থেকে কার্যত বদলাতে শুরু করেছিল বাংলার রাজনৈতিক মানচিত্র ৷ তবে বিগত 16 বছরে বঙ্গ রাজনীতিতে অনেক বদল এসেছে ৷

মঙ্গলবার সকাল 8টা নাগাদ নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ প্রথমে তিনি গোকুলনগর অধিকারী পাড়ায় শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দেন ৷ এরপরে ভাঙ্গাবেড়া শহিদ মিনারে নন্দীগ্রাম আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন ৷ অন্যদিকে, শহিদ মিনারের কিছুটা দূরে তৃণমূলের তরফ থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে মঞ্চ বাঁধা হয়েছে ৷ সেখানে উপস্থিত থাকবেন, তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি শেখ সুফিয়ান, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী অখিল গিরি, সায়নী ঘোষ, সৌমেন মহাপাত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ অন্য তৃণমূল নেতৃত্বরা ৷

আরও পড়ুন: নন্দীগ্রাম দিবসে সভা করতে পারবেন শুভেন্দু, জানিয়ে দিল হাইকোর্ট

তৃণমূল-বিজেপি টানাপোড়েনের মধ্যে শহিদ বেদিতে মাল্যদান পর্ব আদালত পর্যন্ত গড়িয়েছে ৷ সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, সকাল 8টা থেকে 10টার মধ্যে সভা শেষ করতে হবে শুভেন্দুকে ৷ সকাল সাড়ে 10 টার মধ্যে জায়গা খালি করে দিতে হবে । মামলাকারীরা শান্তিপূর্ণ মিছিল করবে ৷ কোনওভাবেই যেন জনজীবন ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ৷ একই সময়ে দু'টি বিরোধী রাজনৈতিক দলকে অনুমতি দেওয়া হলে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে ৷ তাই আদালতের নির্দেশ, বেলা 11টা থেকে 3টে পর্যন্ত তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে মিছিল করতে পারবে ৷ পৃথক রাজনৈতিক দলকে সময় ভাগ করে মিছিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট ৷

নন্দীগ্রামে পৌঁছলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী

নন্দীগ্রাম, 14 মার্চ: আজ নন্দীগ্রাম দিবস ৷ সকাল সকাল নন্দীগ্রামে পৌঁছলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ 2007 সালের 14 মার্চ বামফ্রন্ট সরকার ক্ষমতায় থাকাকালীন পুলিশের গুলিতে নন্দীগ্রামে 13 জন কৃষক-সহ মোট 14 জন আন্দোলনকারীর মৃত্যু হয় ৷ বামশাসনকালে এই জমি আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অন্য়তম শরিক ছিলেন তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু ৷ বাম সরকারের বিরুদ্ধে আন্দোলনে তৈরি হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, যাঁর অন্যতম প্রধান ছিলেন আজকের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari arrives at Nandigram on Nandigram Diwas) ৷

রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মত, 2011 সালে দীর্ঘ বাম জমানার অবসানের পিছনে এই কৃষক মৃত্যুর ভূমিকা উল্লেখযোগ্য ৷ দীর্ঘ 16 বছর পরেও বাংলার রাজনীতিতে গুরুত্ব হারায়নি নন্দীগ্রামের 14 মার্চের ঘটনা ৷ বলা যায়, 2007 সালের সেই দিন থেকে কার্যত বদলাতে শুরু করেছিল বাংলার রাজনৈতিক মানচিত্র ৷ তবে বিগত 16 বছরে বঙ্গ রাজনীতিতে অনেক বদল এসেছে ৷

মঙ্গলবার সকাল 8টা নাগাদ নন্দীগ্রামের উদ্দেশ্যে রওনা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ প্রথমে তিনি গোকুলনগর অধিকারী পাড়ায় শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দেন ৷ এরপরে ভাঙ্গাবেড়া শহিদ মিনারে নন্দীগ্রাম আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন ৷ অন্যদিকে, শহিদ মিনারের কিছুটা দূরে তৃণমূলের তরফ থেকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে মঞ্চ বাঁধা হয়েছে ৷ সেখানে উপস্থিত থাকবেন, তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভাপতি শেখ সুফিয়ান, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মন্ত্রী অখিল গিরি, সায়নী ঘোষ, সৌমেন মহাপাত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ অন্য তৃণমূল নেতৃত্বরা ৷

আরও পড়ুন: নন্দীগ্রাম দিবসে সভা করতে পারবেন শুভেন্দু, জানিয়ে দিল হাইকোর্ট

তৃণমূল-বিজেপি টানাপোড়েনের মধ্যে শহিদ বেদিতে মাল্যদান পর্ব আদালত পর্যন্ত গড়িয়েছে ৷ সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে, সকাল 8টা থেকে 10টার মধ্যে সভা শেষ করতে হবে শুভেন্দুকে ৷ সকাল সাড়ে 10 টার মধ্যে জায়গা খালি করে দিতে হবে । মামলাকারীরা শান্তিপূর্ণ মিছিল করবে ৷ কোনওভাবেই যেন জনজীবন ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ৷ একই সময়ে দু'টি বিরোধী রাজনৈতিক দলকে অনুমতি দেওয়া হলে আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে ৷ তাই আদালতের নির্দেশ, বেলা 11টা থেকে 3টে পর্যন্ত তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে মিছিল করতে পারবে ৷ পৃথক রাজনৈতিক দলকে সময় ভাগ করে মিছিল করার অনুমতি দিয়েছে হাইকোর্ট ৷

Last Updated : Mar 14, 2023, 11:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.