ETV Bharat / state

Suvendu Adhikari: রক্ত দেব নন্দীগ্রামে চোরেদের জায়গা দেব না, তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর - কলকাতা হাইকোর্ট

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপি মিছিল করে মনোনয়ন জমা দিতে যায় ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি বলেন, রক্ত দেব নন্দীগ্রামে চোরেদের জায়গা দেব না ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari
author img

By

Published : Jun 13, 2023, 4:32 PM IST

Updated : Jun 13, 2023, 4:54 PM IST

তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর), 13 জুন: বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন দিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-2 ব্লকের বিজেপির প্রার্থীদের নিয়ে স্থানীয় ঠাকুরচক থেকে রেয়াপাড়ায় বিডিও অফিস পর্যন্ত পদযাত্রা করেন নন্দীগ্রামের বিধায়ক ৷

সেখানে তিনি বলেন, ‘‘রক্ত দেব, নন্দীগ্রামে তৃণমূল চোরেদের জায়গা দেব না ৷’’ তাঁর মুখে ‘নো ভোট টু মমতা’ স্লোগানও শুনতে পাওয়া যায় ৷ তিনি জানান, নন্দীগ্রামের 17টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 12টা তাঁরা দখল করবেন । বাকি 5টা ত্রিশঙ্কু হবে । সেটাও পরে বিজেপি দখল করবে ।

এদিন বাদ্যযন্ত্র-সহ মিছিল করে বিজেপি নন্দীগ্রাম-2 ব্লক অফিসে অদূর পর্যন্ত যায় । তার পর নিয়ম মেনে বিজেপির মনোনীত প্রার্থীরা মনোনয়ন করতে যান । সেই মিছিল থেকে শুভেন্দু আরও বলেন, ‘‘যেখানেই ভোট হবে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় হারবে ৷ নো ভোট টু মমতায় আস্তা রাখছে সাধারণ মানুষ ।’’

যদিও কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল । এই দিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘বিজেপি তো বলেছিল শুভেন্দু অধিকারী চোর । নিজে তো সিবিআই ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে । সে এখন কাঁচের ঘরে বসে ঢিল মারছে ৷ এগুলো ঠিক নয় ।’’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে রাজ্যের নির্বাচন কমিশন ৷ আগামী 8 জুলাই নির্বাচন ৷ এখন মনোনয়ন প্রক্রিয়া চলছে ৷ সেই মনোনয়ন ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ উঠেছে ৷ এই পরিস্থিতিতে এদিনই কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত মামলার রায় দেবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: কনস্টেবলের বিরুদ্ধে কনুইয়ের খোঁচা দেওয়ার অভিযোগ তুলে অগ্নিশর্মা অগ্নিমিত্রা

তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

নন্দীগ্রাম (পূর্ব মেদিনীপুর), 13 জুন: বিজেপি প্রার্থীদের নিয়ে মনোনয়ন দিতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-2 ব্লকের বিজেপির প্রার্থীদের নিয়ে স্থানীয় ঠাকুরচক থেকে রেয়াপাড়ায় বিডিও অফিস পর্যন্ত পদযাত্রা করেন নন্দীগ্রামের বিধায়ক ৷

সেখানে তিনি বলেন, ‘‘রক্ত দেব, নন্দীগ্রামে তৃণমূল চোরেদের জায়গা দেব না ৷’’ তাঁর মুখে ‘নো ভোট টু মমতা’ স্লোগানও শুনতে পাওয়া যায় ৷ তিনি জানান, নন্দীগ্রামের 17টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 12টা তাঁরা দখল করবেন । বাকি 5টা ত্রিশঙ্কু হবে । সেটাও পরে বিজেপি দখল করবে ।

এদিন বাদ্যযন্ত্র-সহ মিছিল করে বিজেপি নন্দীগ্রাম-2 ব্লক অফিসে অদূর পর্যন্ত যায় । তার পর নিয়ম মেনে বিজেপির মনোনীত প্রার্থীরা মনোনয়ন করতে যান । সেই মিছিল থেকে শুভেন্দু আরও বলেন, ‘‘যেখানেই ভোট হবে সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় হারবে ৷ নো ভোট টু মমতায় আস্তা রাখছে সাধারণ মানুষ ।’’

যদিও কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল তৃণমূল । এই দিন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘বিজেপি তো বলেছিল শুভেন্দু অধিকারী চোর । নিজে তো সিবিআই ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছে । সে এখন কাঁচের ঘরে বসে ঢিল মারছে ৷ এগুলো ঠিক নয় ।’’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা করে রাজ্যের নির্বাচন কমিশন ৷ আগামী 8 জুলাই নির্বাচন ৷ এখন মনোনয়ন প্রক্রিয়া চলছে ৷ সেই মনোনয়ন ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ উঠেছে ৷ এই পরিস্থিতিতে এদিনই কলকাতা হাইকোর্ট পঞ্চায়েত মামলার রায় দেবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: কনস্টেবলের বিরুদ্ধে কনুইয়ের খোঁচা দেওয়ার অভিযোগ তুলে অগ্নিশর্মা অগ্নিমিত্রা

Last Updated : Jun 13, 2023, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.