ETV Bharat / state

Women Police Squad : নিরাপত্তার স্বার্থে বিশেষ মহিলা স্কোয়াড পূর্ব মেদিনীপুরে

মহিলাদের নিরাপত্তার জন্য প্রশাসনের বিশেষ উদ্যোগ ৷ পূর্ব মেদিনীপুরের পৌর এলাকাগুলিতে নিয়োজিত হল মহিলা পুলিশের বিশেষ স্কোয়াড (Women Police Squad) ৷

contai
পূর্ব মেদিনীপুরে মহিলা পুলিশের বিশেষ স্কোয়াড
author img

By

Published : Apr 19, 2022, 6:53 PM IST

কাঁথি, 19 এপ্রিল : মহিলাদের নিরাপত্তার স্বার্থে মহিলা পুলিশের বিশেষ স্কোয়াড তৈরি করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ (Special Women Police Squad in East Midnapore for Women Security)। মঙ্গলবার কাঁথিতে জেলা পুলিশ সুপার কে অমরনাথ এই স্কোয়াডের উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুবল মান্না ও উপপৌরপ্রধান সুপ্রকাশ গিরি-সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা ।

এই স্কোয়াডের জন্য জন্য দশটি স্কুটি বরাদ্দ করা হয়েছে । এর মধ্যে কাঁথি পৌরসভার জন্য পাঁচটি ও দিঘার জন্য পাঁচটি । দেওয়া হয়েছে একটি হেল্পলাইন নম্বরও ৷ 7865032978 - এই নম্বরে ফোন করলেই তৎক্ষণাৎ মহিলা পুলিশের বিশেষ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে ৷ এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার কে অমরনাথ বলেন, "মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হচ্ছে মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ মহিলা পুলিশ স্কোয়াড । গত একমাস ধরে মহিলা কনস্টেবলদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই টিমকে উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে ৷ দিঘায় মহিলা পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পাঁচটি গাড়ি থাকছে । বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশদের নিয়ে এক একটি টিম তৈরি করা হয়েছে । মহিলাদের নিরাপত্তাজনিত যে কোনও অভিযোগ পেলেই 5 থেকে 10 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবে মহিলা পুলিশের এই বিশেষ টিম । অপর একটি টিম থাকবে কাঁথি পৌরসভা এলাকার জন্য । বর্তমানে পৌর এলাকায় পরিষেবা দিতে শুরু করলেও গ্রামাঞ্চলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে এখানে দেওয়া হেল্পলাইনে ফোন করলে মিলবে সাহায্য ৷ এখান থেকে দ্রুত সেখানকার স্থানীয় থানায় খবর পাঠানো হবে ৷ যার ফলে উপকৃত হবেন গ্রামের মহিলারাও ৷ খুব শীঘ্রই এই পরিষেবা হলদিয়া জেলা সদর তমলুকের জন্যও তৈরি করা হবে ৷"

পূর্ব মেদিনীপুরে মহিলা পুলিশের স্কোয়াড

যেভাবে ছোট থেকে বড়, সব বয়সি মহিলাদের উপর অপরাধের ঘটনা দিন দিন বাড়ছে, তাতে প্রশাসনের এই উদ্যোগ অনেকটাই কার্যকরী হবে বলে মনে করছে পুলিশ মহল ৷

আরও পড়ুন : Kolkata Police Dog Squad : কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে নয় নতুন সদস্য

কাঁথি, 19 এপ্রিল : মহিলাদের নিরাপত্তার স্বার্থে মহিলা পুলিশের বিশেষ স্কোয়াড তৈরি করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ (Special Women Police Squad in East Midnapore for Women Security)। মঙ্গলবার কাঁথিতে জেলা পুলিশ সুপার কে অমরনাথ এই স্কোয়াডের উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুবল মান্না ও উপপৌরপ্রধান সুপ্রকাশ গিরি-সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা ।

এই স্কোয়াডের জন্য জন্য দশটি স্কুটি বরাদ্দ করা হয়েছে । এর মধ্যে কাঁথি পৌরসভার জন্য পাঁচটি ও দিঘার জন্য পাঁচটি । দেওয়া হয়েছে একটি হেল্পলাইন নম্বরও ৷ 7865032978 - এই নম্বরে ফোন করলেই তৎক্ষণাৎ মহিলা পুলিশের বিশেষ টিম পৌঁছে যাবে ঘটনাস্থলে ৷ এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার কে অমরনাথ বলেন, "মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি জেলায় তৈরি হচ্ছে মহিলাদের নিরাপত্তার জন্য বিশেষ মহিলা পুলিশ স্কোয়াড । গত একমাস ধরে মহিলা কনস্টেবলদের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এই টিমকে উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে ৷ দিঘায় মহিলা পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পাঁচটি গাড়ি থাকছে । বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশদের নিয়ে এক একটি টিম তৈরি করা হয়েছে । মহিলাদের নিরাপত্তাজনিত যে কোনও অভিযোগ পেলেই 5 থেকে 10 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যাবে মহিলা পুলিশের এই বিশেষ টিম । অপর একটি টিম থাকবে কাঁথি পৌরসভা এলাকার জন্য । বর্তমানে পৌর এলাকায় পরিষেবা দিতে শুরু করলেও গ্রামাঞ্চলে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে এখানে দেওয়া হেল্পলাইনে ফোন করলে মিলবে সাহায্য ৷ এখান থেকে দ্রুত সেখানকার স্থানীয় থানায় খবর পাঠানো হবে ৷ যার ফলে উপকৃত হবেন গ্রামের মহিলারাও ৷ খুব শীঘ্রই এই পরিষেবা হলদিয়া জেলা সদর তমলুকের জন্যও তৈরি করা হবে ৷"

পূর্ব মেদিনীপুরে মহিলা পুলিশের স্কোয়াড

যেভাবে ছোট থেকে বড়, সব বয়সি মহিলাদের উপর অপরাধের ঘটনা দিন দিন বাড়ছে, তাতে প্রশাসনের এই উদ্যোগ অনেকটাই কার্যকরী হবে বলে মনে করছে পুলিশ মহল ৷

আরও পড়ুন : Kolkata Police Dog Squad : কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে নয় নতুন সদস্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.