ETV Bharat / state

লকডাউনের মধ্য়েই নদীপথে চোলাই মদ পাচারের চেষ্টা, বাজেয়াপ্ত 1000 লিটার মদ - alcohol trafficking

লকডাউনের মধ্যেই নদীপথে চোলাই পাচারের চেষ্টা । তবে পাচারের আগেই 1000 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করল মহিষাদল থানার পুলিশ । পাচারকারীদের খোঁজে তল্লাশি চলছে ।

AA
বাজেয়াপ্ত হওয়া চোলাই
author img

By

Published : Apr 6, 2020, 2:04 PM IST

মহিষাদল, 6 এপ্রিল : নদীপথে পাচারের আগেই 1000 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করল মহিষাদল থানার পুলিশ । তবে পাচারকারীরা এখনও অধরা । তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।

চারদিকে লকডাউনের জেরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সামগ্রী ছাড়া বন্ধ দোকানপাট । রাজ্যজুড়ে বন্ধ মদের দোকানগুলিও । ফলে বিপাকে পড়েছে মদ্যপায়ীরা । কোথাও মদের দোকান ভেঙে চুরি হচ্ছে মদ । কোথাও আবার ক্রেতারা তিনগুণ বেশি দাম দিয়ে কিনছে একটি মদের বোতল । ফলে পরিস্থিতির সুযোগ নিয়ে দেদার কালোবাজারি করছে মদ ব্যবসায়ীরা । এ তো গেল বিলেতি মদের কথা । বর্তমান পরিস্থিতিতে কদর বেড়েছে দেশি চোলাইয়েরও । তাই বেশি দামের আশায় ভিন জেলা থেকে রাতের অন্ধকারে নৌপথে পাচার করা হচ্ছে চোলাই মদ । খবর পেয়ে গতরাতে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে নদীপথে 1000 লিটার চোলাই মদ পাচারের আগেই বাজেয়াপ্ত করে মহিষাদল থানার পুলিশ । যদিও অধরা পাচারকারীরা । তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।

স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনা থেকে মহিষাদলের মাধ্যমে গোটা জেলায় রাতের অন্ধকারে পাচার করা হত চোলাই মদ । একাধিকবার পুলিশি অভিযান চালিয়ে তা বন্ধ করা সম্ভব হয়নি । লকডাউন চলাকালীন কিছুদিন সেই মদ পাচার বন্ধ থাকলেও, গতরাতে বিপুল পরিমাণ মদ পাচারের খবর স্থানীয় সূত্রে পায় পুলিশ । লকডাউনের সময় মদের যে হারে চাহিদা এবং দাম বেড়েছে তাতে অতিরিক্ত লাভের আশায় চোলাই কারবারিরা গতকাল পূর্ব মেদিনীপুর জেলায় পাচারের চেষ্টা চালিয়েছিল বলে মনে করছে পুলিশ । গভীর রাতেই নৌকা ভাড়া করে রূপনারায়ণ নদ ধরে ভিন জেলা থেকে আনা হচ্ছিল 40 ব্যারেল চোলাই মদ ।

নৌকা গেঁওখালির কাছে ভিড়তেই স্থানীয় বাসিন্দারা খবর দেযন মহিষাদল থানায় । তারপরই অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ওই বিপুল পরিমাণ মদ । যদিও গ্রেপ্তার হওয়ার ভয়ে নৌকা ছেড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালায় মাঝি থেকে শুরু করে চোলাই কারবারি সকলেই । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । এই বিষয়ে মহিষাদল থানার OC পার্থ বিশ্বাস জানিয়েছেন, "চোলাই কারবারিদের খোঁজে তল্লাশি চলছে । পাচারের কাজে ব্যবহৃত নৌকাটিও আটক করা হয়েছে ।"

মহিষাদল, 6 এপ্রিল : নদীপথে পাচারের আগেই 1000 লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করল মহিষাদল থানার পুলিশ । তবে পাচারকারীরা এখনও অধরা । তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।

চারদিকে লকডাউনের জেরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সামগ্রী ছাড়া বন্ধ দোকানপাট । রাজ্যজুড়ে বন্ধ মদের দোকানগুলিও । ফলে বিপাকে পড়েছে মদ্যপায়ীরা । কোথাও মদের দোকান ভেঙে চুরি হচ্ছে মদ । কোথাও আবার ক্রেতারা তিনগুণ বেশি দাম দিয়ে কিনছে একটি মদের বোতল । ফলে পরিস্থিতির সুযোগ নিয়ে দেদার কালোবাজারি করছে মদ ব্যবসায়ীরা । এ তো গেল বিলেতি মদের কথা । বর্তমান পরিস্থিতিতে কদর বেড়েছে দেশি চোলাইয়েরও । তাই বেশি দামের আশায় ভিন জেলা থেকে রাতের অন্ধকারে নৌপথে পাচার করা হচ্ছে চোলাই মদ । খবর পেয়ে গতরাতে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে নদীপথে 1000 লিটার চোলাই মদ পাচারের আগেই বাজেয়াপ্ত করে মহিষাদল থানার পুলিশ । যদিও অধরা পাচারকারীরা । তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ।

স্থানীয় সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনা থেকে মহিষাদলের মাধ্যমে গোটা জেলায় রাতের অন্ধকারে পাচার করা হত চোলাই মদ । একাধিকবার পুলিশি অভিযান চালিয়ে তা বন্ধ করা সম্ভব হয়নি । লকডাউন চলাকালীন কিছুদিন সেই মদ পাচার বন্ধ থাকলেও, গতরাতে বিপুল পরিমাণ মদ পাচারের খবর স্থানীয় সূত্রে পায় পুলিশ । লকডাউনের সময় মদের যে হারে চাহিদা এবং দাম বেড়েছে তাতে অতিরিক্ত লাভের আশায় চোলাই কারবারিরা গতকাল পূর্ব মেদিনীপুর জেলায় পাচারের চেষ্টা চালিয়েছিল বলে মনে করছে পুলিশ । গভীর রাতেই নৌকা ভাড়া করে রূপনারায়ণ নদ ধরে ভিন জেলা থেকে আনা হচ্ছিল 40 ব্যারেল চোলাই মদ ।

নৌকা গেঁওখালির কাছে ভিড়তেই স্থানীয় বাসিন্দারা খবর দেযন মহিষাদল থানায় । তারপরই অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ওই বিপুল পরিমাণ মদ । যদিও গ্রেপ্তার হওয়ার ভয়ে নৌকা ছেড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালায় মাঝি থেকে শুরু করে চোলাই কারবারি সকলেই । তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । এই বিষয়ে মহিষাদল থানার OC পার্থ বিশ্বাস জানিয়েছেন, "চোলাই কারবারিদের খোঁজে তল্লাশি চলছে । পাচারের কাজে ব্যবহৃত নৌকাটিও আটক করা হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.