হলদিয়া, 7 সেপ্টেম্বর : মাঝ নদীতে ভেসে থাকা সন্দেহজনক ট্রলার বাজেয়াপ্ত করল হলদিয়ার উপকূলরক্ষী বাহিনী । গত কয়েকদিন ধরে ওই ট্রলারটি গেঁওখালির ত্রিবেণী সঙ্গম সংলগ্ন এলাকায় ঘোরাঘুরি করছিল । আজ সকাল নাগাদ হলদিয়া উপকূলরক্ষী বাহিনী ওই ট্রলারটিকে ওভারক্রাফট নিয়ে তাড়া করলে গেঁওখালির নাটশাল সংলগ্ন নদীতে ট্রলারটি রেখে চম্পট দেয় কয়েকজন । ছয়জন ধরা পড়ে যায় । বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে ।
স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার থেকে ট্রলারটি অসংলগ্ন অবস্থায় দামোদর হুগলি ও হলদি নদীতে ঘোরাফেরা করছিল । যার মধ্যে ছিলেন প্রায় 10 থেকে 12 জনের একটি দল । গোপন সূত্রে খবর পেয়ে উপকূল রক্ষী বাহিনীর তরফে কয়েকদিন ধরেই নজরদারি চালাতে শুরু করা হয় ট্রলারের ওপর । গত রাতে উপকূল রক্ষী বাহিনী ট্রলারটিকে আটক করার জন্য ধাওয়া করে। আজ সকালে ওভারক্রাফট সন্দেহভাজন ওই ট্রলারটির খুব কাছাকাছি পৌঁছে গেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় কয়েকজন । পরে গেঁওখালির নাটশালের কাছে ট্রলারটিকে পাড়ে ঠেকাতে বাধ্য হয়ে মাঝিরা । তখনই আটক করা হয় ৬ জন ব্যক্তিকে । প্রাথমিকভাবে বাংলাদেশি সন্দেহ করা হলেও আটক ৬ জন ব্যক্তির কাছ থেকে ভারতের আধার কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ।"এফ বি সাগর" নামের ওই ট্রলার কী কারণে গত কয়েকদিন ধরে মাঝ নদীতে ঘোরাফেরা করছিল এবং ভারতের পতাকা লাগানো পশ্চিমবঙ্গের রেজিস্ট্রেশন নম্বর- WBL 68686/ 20 এর ট্রলার আদপে দেশের কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সুনীল কুমার যাদব জানিয়েছেন, "কোস্টগার্ডের তরফে ট্রলারে থাকা 6 ব্যক্তিকে আটক করা হয়েছে। সকলের কাছ থেকেই ভারতের আধার কার্ড উদ্ধার হয়েছে। আমাদের কাছে হ্যান্ডওভার করলেই সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে ।"