ETV Bharat / state

দু'মাসেই  'ঠিক' বুঝে ঘরে ফেরা সিরাজ সুর চড়ালেন শুভেন্দুর বিরুদ্ধে

author img

By

Published : Jan 17, 2021, 5:41 PM IST

Updated : Jan 17, 2021, 5:52 PM IST

দু'মাস আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান । তখন তাঁর অভিযোগ ছিল, খাদ্য দপ্তরের একাধিক দুর্নীতি তিনি হাতেনাতে ধরে ফেললেও তৃণমূলের নেতৃত্ব ও প্রশাসনের সহযোগিতা পাননি । যদিও মাস দু'য়েকের মধ্যেই তাঁর মোহ ভঙ্গ হল । পুনরায় তৃণমূলে ফিরলেন তিনি ।

siraz khan left bjp and joined tmc
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সিরাজ খান

তমলুক, 17 জানুয়ারি : বিধানসভা ভোটের আগে দলবদল, পালটা দলবদলে সরগরম রাজ্য-রাজনীতি । একসময় শুভেন্দুর আস্থাভাজন তথা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে । মাত্র দু'মাস আগে গেরুয়া শিবিরে তিনি যোগ দিয়েছিলেন । কিন্তু "ভুল" বুঝতে পেরে ফের পুরানো দলে ফিরে এলেন তিনি । আর সিরাজের প্রত্যাবর্তন শুভেন্দু তথা বিজেপিকে খানিক ধাক্কা দিয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস । যদিও দু'এক জনের দলবদল নিয়ে চিন্তিত নয় বিজেপি ।

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই পরিচিতি ছিল সিরাজ খানের । সেই সিরাজ গেরুয়া ছেড়ে ফের সবুজ রং ধরেছেন । দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের দাবি, বিধানসভা নির্বাচনের আগেই নাকি তৃণমূল দলটা সাফ হয়ে যাবে । সেইমতো একে একে বহু সাংসদ-বিধায়ক, জেলা-ব্লক স্তরের নেতাকে নিজেদের দলে টানতে সক্ষম গেরুয়া শিবির । শুভেন্দুর গড়ে একে একে বহু নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন । ঠিক সেইসময় পালটা চাল চালল তৃণমূল । সিরাজ খানকে দলে ফেরানো, তৃণমূলের বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন : শুভেন্দুর দলবদল ও দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের সংখ্যালঘু ভোট

দু'মাস আগে যখন বিজেপিতে যোগ দেন তখন সিরাজের অভিযোগ ছিল, তাঁকে কাজ করতে দেওয়া হয়না । তিনি কাজের লোক । মাছ চাষের অভিজ্ঞতা থাকলেও তাঁকে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ পদ দেওয়া হয় । এখানেও তিনি শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তুলেছিলেন । সিরাজের অভিযোগ, খাদ্য দপ্তরের একাধিক দুর্নীতি তিনি হাতেনাতে ধরে ফেললেও তৃণমূলের নেতৃত্ব ও প্রশাসনের সহযোগিতা পাননি । ফলে দোষীদের কোনও শাস্তি দিতে পারেননি । অথচ আজ তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেওয়ার পর তাঁর গলায় অন্য সুর । এবারেও অবশ্য অভিযোগের তির শুভেন্দুর দিকেই । সিরাজ বলেন, "শুভেন্দু অধিকারীর জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তিনি বঞ্চিত । 2011 সাল থেকে বিধানসভার টিকিট দেওয়ার কথা থাকলেও শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারী তা হতে দেননি ।"

siraz khan left bjp and joined tmc
দু'মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিরাজ খান

নিজের ভুল বুঝতে পেরেছেন সিরাজ । তাই শুভেন্দুর যোগদানের পর ফের "গরিবের দল" তৃণমূলে ফিরলেন তিনি । এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, "বিজেপি বড়লোকের দল । আমি ছোট-খাটো মানুষ । সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই । শুভেন্দু অধিকারী আবার বিজেপিতে গিয়েছেন । ফলে আমার মতো মানুষের জায়গা হবে না ।"

আরও পড়ুন : তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান মহিষাদলের 250টি পরিবারের

যদিও সিরাজের দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জনা অধিকারী । তাঁর দাবি, "বিজেপি নীতি আদর্শ ও কার্যপদ্ধতি মধ্য দিয়ে চলে । সেখানে সবাই মানিয়ে নিতে পারে না । যারা পারে তারা দীর্ঘদিন স্থায়ী হয় এই দলে । উনি হয়তো ওনার ব্যক্তিগত কারণে দলের কার্যপদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি । অল্প দিনের জন্য এসেছিলেন । এতে দলের কোনও ক্ষতি হবে না ।"

তমলুক, 17 জানুয়ারি : বিধানসভা ভোটের আগে দলবদল, পালটা দলবদলে সরগরম রাজ্য-রাজনীতি । একসময় শুভেন্দুর আস্থাভাজন তথা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে । মাত্র দু'মাস আগে গেরুয়া শিবিরে তিনি যোগ দিয়েছিলেন । কিন্তু "ভুল" বুঝতে পেরে ফের পুরানো দলে ফিরে এলেন তিনি । আর সিরাজের প্রত্যাবর্তন শুভেন্দু তথা বিজেপিকে খানিক ধাক্কা দিয়েছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস । যদিও দু'এক জনের দলবদল নিয়ে চিন্তিত নয় বিজেপি ।

পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন শুভেন্দুর ঘনিষ্ঠ বলেই পরিচিতি ছিল সিরাজ খানের । সেই সিরাজ গেরুয়া ছেড়ে ফের সবুজ রং ধরেছেন । দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের দাবি, বিধানসভা নির্বাচনের আগেই নাকি তৃণমূল দলটা সাফ হয়ে যাবে । সেইমতো একে একে বহু সাংসদ-বিধায়ক, জেলা-ব্লক স্তরের নেতাকে নিজেদের দলে টানতে সক্ষম গেরুয়া শিবির । শুভেন্দুর গড়ে একে একে বহু নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন । ঠিক সেইসময় পালটা চাল চালল তৃণমূল । সিরাজ খানকে দলে ফেরানো, তৃণমূলের বড় পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন : শুভেন্দুর দলবদল ও দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামের সংখ্যালঘু ভোট

দু'মাস আগে যখন বিজেপিতে যোগ দেন তখন সিরাজের অভিযোগ ছিল, তাঁকে কাজ করতে দেওয়া হয়না । তিনি কাজের লোক । মাছ চাষের অভিজ্ঞতা থাকলেও তাঁকে জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ পদ দেওয়া হয় । এখানেও তিনি শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তুলেছিলেন । সিরাজের অভিযোগ, খাদ্য দপ্তরের একাধিক দুর্নীতি তিনি হাতেনাতে ধরে ফেললেও তৃণমূলের নেতৃত্ব ও প্রশাসনের সহযোগিতা পাননি । ফলে দোষীদের কোনও শাস্তি দিতে পারেননি । অথচ আজ তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেওয়ার পর তাঁর গলায় অন্য সুর । এবারেও অবশ্য অভিযোগের তির শুভেন্দুর দিকেই । সিরাজ বলেন, "শুভেন্দু অধিকারীর জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তিনি বঞ্চিত । 2011 সাল থেকে বিধানসভার টিকিট দেওয়ার কথা থাকলেও শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারী তা হতে দেননি ।"

siraz khan left bjp and joined tmc
দু'মাস আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন সিরাজ খান

নিজের ভুল বুঝতে পেরেছেন সিরাজ । তাই শুভেন্দুর যোগদানের পর ফের "গরিবের দল" তৃণমূলে ফিরলেন তিনি । এই প্রসঙ্গে তাঁর মন্তব্য, "বিজেপি বড়লোকের দল । আমি ছোট-খাটো মানুষ । সাধারণ মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই । শুভেন্দু অধিকারী আবার বিজেপিতে গিয়েছেন । ফলে আমার মতো মানুষের জায়গা হবে না ।"

আরও পড়ুন : তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান মহিষাদলের 250টি পরিবারের

যদিও সিরাজের দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপির রাজ্য কমিটির সদস্য নীলাঞ্জনা অধিকারী । তাঁর দাবি, "বিজেপি নীতি আদর্শ ও কার্যপদ্ধতি মধ্য দিয়ে চলে । সেখানে সবাই মানিয়ে নিতে পারে না । যারা পারে তারা দীর্ঘদিন স্থায়ী হয় এই দলে । উনি হয়তো ওনার ব্যক্তিগত কারণে দলের কার্যপদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে পারেননি । অল্প দিনের জন্য এসেছিলেন । এতে দলের কোনও ক্ষতি হবে না ।"

Last Updated : Jan 17, 2021, 5:52 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.