নন্দীগ্রাম, 22 সেপ্টেম্বর : শুভেন্দু অধিকারী । একসময়ের নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনের কান্ডারী তথা বর্তমান রাজ্যের মন্ত্রীও । আর তিনিই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে হাঁক ছাড়লেন, "অনেকেই অতীত ভুলে যায় । আমি শুভেন্দু অধিকারী সব সময় বলি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়েই শেষ করব । অতীত যাঁরা ভুলে যান তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। ভবিষ্যৎ অন্ধকার হবে এটাই চিরন্তন সত্য।" মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সোনাচূড়া হাই স্কুল মাঠে নন্দীগ্রাম আন্দোলনের শহিদ হওয়া নিশিকান্ত মণ্ডলের একাদশতম স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনটাই মন্তব্য করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারী ।
নন্দীগ্রামে জমি আন্দোলনের হাত ধরেই মূলত বাম শাসনের অবসান । আর সেই জমি আন্দোলনের যিনি বীজ পুঁতে ছিলেন, তিনি সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান নিশিকান্ত মণ্ডল । 2009 সালে আজকের দিনে শহিদ হয়েছিলেন । আর তাঁর স্মৃতি আগলে আজ গোটা নন্দীগ্রাম । আজ শহিদ নিশিকান্ত মণ্ডলের একটি স্মরণ সভা আয়োজন করা হয় সোনাচূড়া হাই স্কুলের মাঠে । সেখানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী । এই স্মরণসভা থেকেই সেদিনের নন্দীগ্রামের ইতিহাস উসকে দিলেন শুভেন্দু ।
স্মরণসভা মঞ্চে বলেন, "শুভেন্দু অধিকারী যেদিন আপনাদের কাছে এসেছিল সেদিন কিন্তু আমি আপনাদের সাংসদ বা বিধায়ক ছিলাম না । দক্ষিণ কাঁথির বিধায়ক ছিলাম । 2006 সালের 3 নভেম্বর । তেখালির ভাঙা ব্রিজের এই রাস্তা তখন মোরাম রাস্তা ছিল । এই রাস্তা দিয়ে সোনাচূড়া হাই স্কুল মাঠে প্রথম নিশিকান্ত মণ্ডল আমাকে নিয়ে এসেছিলেন । তিনি না থাকলে এই লড়াইতে আমরা জিততে পারতাম না । অনেকেই অতীত ভুলে যান । কিন্তু আমি সব সময়, আমি বলি যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করব । অতীত যাঁরা ভুলে যান তাঁদের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। "
কোরোনা সংক্রমনের কথা মাথায় রেখে সরকারি স্বাস্থ্যবিধি মেনে আজকের সভা করা হয় । মন্ত্রী স্মরণসভার মঞ্চ থেকে সকলকে কোরোনা নিয়ে সচেতন থাকার বার্তাও দেন । তিনি সকলের উদ্দেশ্যে বলেন, "ভারত তথা রাজ্যের সঙ্গে এই জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা অনেক । কিন্তু এটাও খুশির খবর যে স্বাস্থ্য দপ্তরের লোকেরা, আশা কর্মীরা, পঞ্চায়েতের লোকেরা এবং আমরা সবাই আমাদের এই জেলায় আরোগ্য প্রাপ্তির হার দেশে যখন 80 শতাংশ, রাজ্যের যখন 86 শতাংশ, আমাদের জেলায় কিন্তু 88 শতাংশ । আমাদের জেলায় মৃতের শতাংশ 0.83 মাত্র। এটা সম্ভব হয়েছে আপনারা সবাই সচেতন নাগরিক বলে।"