ETV Bharat / state

হলদিয়া-পাঁশকুড়া লাইনে নাগরিকত্ব (সংশোধনী) আইনের প্রতিবাদে রেল অবরোধ - Citizenship Amendment Act 2019

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল অব্যাহত ৷ আজ সকাল থেকেই হলদিয়া-পাঁশকুড়া লাইনে রেল অবরোধ বিক্ষোভকারীদের ৷

protest against CAA and NRC, Rail bolcked at Haldia-Panshkura
রাজ্যজুড়ে প্রতিবাদ
author img

By

Published : Dec 16, 2019, 8:43 AM IST

Updated : Dec 16, 2019, 9:56 AM IST

হলদিয়া, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল অব্যাহত ৷ আজ সকাল থেকেই হলদিয়া-পাঁশকুড়া লাইনে রেল অবরোধ বিক্ষোভকারীদের ৷ অবরোধের জেরে আটকে পড়ে বেশ কয়েকটি হাওড়ামুখী লোকাল ও হলদিয়া শিল্পাঞ্চলগামী মালগাড়ি ৷

আজ সকাল সাতটা নাগাদ হলদিয়া-পাঁশকুড়া লাইনের বাসুলি স্টেশনে পাঁচ হাজার বিক্ষোভকারী জড়ো হয় ৷ রেললাইনে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় ৷ যার জেরে আটকে পড়ে লোকাল ও মালগাড়ি ৷ সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছেছে ৷ হলদিয়া GRP ও RPF থানার পুলিশের সঙ্গে মিলে অবরোধ তোলার চেষ্টা চলছে ৷ আজ সোমবার ৷ রেল অবরোধের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পাঠানো হয়েছে পুলিশবাহিনী, RAF, কমব্যাট ফোর্স ৷

দেখুন ভিডিয়ো...

আজ কলকাতা ও জেলায় জেলায় NRC ও CAA-এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হবে শাসক দলের পক্ষ থেকে ৷ কলকাতায় মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

হলদিয়া, 16 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল অব্যাহত ৷ আজ সকাল থেকেই হলদিয়া-পাঁশকুড়া লাইনে রেল অবরোধ বিক্ষোভকারীদের ৷ অবরোধের জেরে আটকে পড়ে বেশ কয়েকটি হাওড়ামুখী লোকাল ও হলদিয়া শিল্পাঞ্চলগামী মালগাড়ি ৷

আজ সকাল সাতটা নাগাদ হলদিয়া-পাঁশকুড়া লাইনের বাসুলি স্টেশনে পাঁচ হাজার বিক্ষোভকারী জড়ো হয় ৷ রেললাইনে নেমে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখায় ৷ যার জেরে আটকে পড়ে লোকাল ও মালগাড়ি ৷ সুতাহাটা থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছেছে ৷ হলদিয়া GRP ও RPF থানার পুলিশের সঙ্গে মিলে অবরোধ তোলার চেষ্টা চলছে ৷ আজ সোমবার ৷ রেল অবরোধের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পাঠানো হয়েছে পুলিশবাহিনী, RAF, কমব্যাট ফোর্স ৷

দেখুন ভিডিয়ো...

আজ কলকাতা ও জেলায় জেলায় NRC ও CAA-এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করা হবে শাসক দলের পক্ষ থেকে ৷ কলকাতায় মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Intro:হলদিয়া,১৬ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইন,১০১৯ র প্রতিবাদে হলদিয়া পাঁশকুড়া লাইনে অবরোধ করল সাধারণ মানুষ। অবরোধের জেরে আটকে যায় বেশ কয়েকটি হলদিয়া শিল্পাঞ্চল গামি মালগাড়ি ও হলদিয়া থেকে হাওড়া গামী লোকাল ট্রেন। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল সাতটা নাগাদ হাজার পাঁচেক সাধারণ মানুষ হলদিয়া পাঁশকুড়া রেল লাইনের বাসুলিয়া স্টেশনে জমায়েত করেন। এরপরই রেললাইনের উপর নেমে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীরা ভারতের পতাকা ও কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে আটকে যায় দুটি মালগাড়ি ও একটি লোকাল ট্রেন। বর্তমানে সুতাহাটা থানা পুলিশ ও হলদিয়া জিআরপি, আরপিএফ থানার পুলিশ সাধারণ মানুষের সাথে আলোচনা করে অবরোধ তোলার চেষ্টা চালাচ্ছেন। সাত সকালে অবরোধের জেরে সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।Conclusion:এলাকায় ব্যাপক উত্তেজনা থাকায় স্থানীয় থানা গুলি তোকে বিশাল পুলিশবাহিনী, র‍্যফ ও কমব্যাট ফোর্স ফোর্স ঘটনাস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
Last Updated : Dec 16, 2019, 9:56 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.